আজঃ মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

রৌমারীতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১১ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
মোঃ মাসুদ রানা, কুড়িগ্রাম

Image

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বসতবাড়িতে জুয়াচলাকালীন সময়ে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১১ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুন গ্রামের মোঃ শাহ আলম (৩৮), মোঃ মিন্টু মিয়া (৪২), মোঃ লাল মিয়া (৩৫), কর্তিমারী মাস্টারপাড়া গ্রামের মোঃ আঃ রশিদ (৩৫), মোঃ আনিছুর রহমান (৩৬), ধনারচর আকন্দপাড়ার মোঃ রুপচান মিয়া (৪০), মোঃ আঃ বারেক (৪০), ধনারচর নতুন গ্রামের আতিকুর রহমান (২২), মোঃ সুজন মিয়া (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩২) এবং ঢুষমারা থানার ডাটিয়ারচর গ্রামের মোঃ আনোয়ার হোসেন (৩৫)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি টিম উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুন গ্রামে জুয়া বিরোধী অভিযান চালায়। অভিযানে ১নং আসামী ওই গ্রামের মোঃ শাহ আলমের বসতবাড়ি জুয়া চলাকালীন সময়ে জুয়াড়ী শাহ আলম সহ মোট ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ অর্থ উদ্ধার করে।

ওসি রূপ কুমার সরকার বলেন, গ্রেফতার জুয়াড়ীদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার জুয়া আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতার আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরও খবর



আজ বিশ্ব টয়লেট দিবস

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অনেকটাই ভূমিকা রাখে একটি পরিচ্ছন্ন শৌচাগার। কিন্তু বিশ্বের অনেক দেশ এই ব্যাপারে পিছিয়ে। আর তাই সচেতনতা তৈরিতে সারাবিশ্বে ১৯ নভেম্বর পালিত হয়ে থাকে বিশ্ব টয়লেট দিবস।

জাতিসংঘের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে সবার জন্য পরিচ্ছন্ন শৌচাগার থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে ২০০১ সালে প্রথম টয়লেট দিবসের উদযাপন হয়।

মানুষের স্বাস্থ্য ভালো রাখতে শৌচাগার বা টয়লেটের ভূমিকা অনেক। খোলা জায়গায় এবং সঠিক পদ্ধতি না মেনে শৌচ করলে নানারকম রোগ ছড়ায়। বিশ্বের অনেক দেশই শৌচাগারের পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে রয়েছে। বিশেষ করে অল্প আয়ের দেশগুলোতে এই সমস্যা বেশি।

তাই সবার জন্য পরিছন্ন ও নিরাপদ শৌচাগারের ব্যবস্থা ও সচেতনতা তৈরি করতে মূলত এই দিনটি পালন করা হয়।

চলতি বছর দিবসটির প্রতিপাদ্য অ্যাক্সিলারেটিং চেঞ্জ বা ত্বরান্বিত পরিবর্তন। অর্থাৎ শৌচাগার এবং স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে সাহায্য করার জন্য ব্যক্তিগত পদক্ষেপ নিতে মানুষকে অনুপ্রাণিত করা।

অন্যান্য দেশের মত সারা বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস।


আরও খবর



সারাদেশে ওসিদের বদলির সিদ্ধান্তের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছেন, তারা হয়তো কারও প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা। আমার কিন্তু নয়, তাদের কথা। সেজন্যই তারা ওসিদেরকে বদলির কথা বলেছেন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। নির্বাচনের কার্যকলাপ শুরু হওয়ার পর আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই ইসির ওপরে ন্যস্ত থাকে। প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আছেন, তারা হয়তো কারও প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা, আমার কিন্তু নয়।

তিনি বলেন, তাদের কথা, সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা যথারীতি বদলি হবেন।

আসাদুজ্জামান খান বলেন, বিএনপি- জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, বিএনপি বুঝে ফেলেছে নির্বাচনে আর আসতে পারবে না। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। নাশকতাকারীদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি।


আরও খবর



১০ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী যারা

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০০ আসনের বিপরীতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে তিন হাজার ৩৬২টি। এর মধ্যে ১০টি আসনে একক প্রার্থী রয়েছে বলে জানা গেছে।

মনোনয়ন বুথ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতারা। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনের জন্য অন্য কেউ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফরম তোলেননি।

আরও পড়ুন>> চার বিভাগে আওয়ামী লীগের ১৫১ প্রার্থী চূড়ান্ত

একই তালিকায় রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এ ছাড়াও ঢাকা-৩ আসনের জন্য একক প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন নসরুল হামিদ বিপু। নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন ও শেখ তন্ময়ও এই তালিকায় রয়েছেন। এসব নেতার আসনে আর কোনো প্রার্থী নৌকার মনোনয়নের প্রত্যাশায় ফরম সংগ্রহ করেননি।


আরও খবর
আয় কমলেও সম্পদ বেড়েছে মাশরাফির

সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩




গভীর নিম্নচাপ রূপ নিলো ঘূর্ণিঝড়ে

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এবারের ঘূর্ণিঝড়টির নাম মিগজাউমরোববার (৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে। 

আরও পড়ুন>> জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে, গভীর নিম্নচাপ থাকা অবস্থায় এটি শনিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার।


আরও খবর
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম

সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩




পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা : ৪৮৩টি বিকাশ, নগদ একাউন্ট মাধ্যমে অর্থআত্মসাত

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | অনলাইন সংস্করণ
রাহুল সরকার, চট্টগ্রাম ব্যুরো

Image

পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণা এবং বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে নওগাঁ ও রাজশাহী জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিট। এ সময় তার নিকট হতে অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।

বিকাশ এবং নগদ মোবাইল অ্যাপ থেকে ৪৮৩টি নাম্বার কালেক্ট করে, এসব একাউন্ট প্রতারণা মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করতো এই চক্র।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সস্থ মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এসব জানান সিএমপির কাউন্টার টেরোরিজম উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খান। এসময় বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন, এসি মো. শফিকুল ইসলাম, ইন্সপেক্টর মাহফুজ উপস্থিত ছিলেন।

অজ্ঞাতনামা ব্যক্তি উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা (এসপি/এডিশনাল এসপি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া ঘটনার ভুক্তভোগী বিকাশ এজেন্ট গত ২৭ নভেম্বর সিএমপির সদরঘাট থানায় একটি অজ্ঞাতনামা প্রতারকের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যা সদরঘাট থানার মামলা নং-১৫, ধারা-১৭০/৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। পরে মামলাটি তদন্তভার সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের নিকট দেওয়া হয়।

  তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত প্রকৃত ব্যক্তিদের গ্রেফতার অভিযানে নামে কাউন্টার টেরোরিজম বিভাগের একটি চৌকস টিম। নওগাঁ জেলার মান্দা থানা এবং রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনার মুলহোতা মোঃ সাগর প্রকাশ রিমন (২৩) গ্রেফতার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিম উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক চক্রটি নিজেকে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, এসপি, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদ একাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের ভুক্তভোগীর কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।

 প্রথমে সে বিভিন্ন ওয়েবসাইট থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের "পুলিশ কন্ট্রোল রুম" এর নাম্বার নিয়ে নিজেকে পুলিশের এসপি, এডিশনাল এসপি পরিচয় দিয়ে কল দেয়। পরবর্তীতে "পুলিশ কন্ট্রোল রুম" হতে উক্ত থানা এলাকায় দায়িত্বরত পুলিশ অফিসারের মোবাইল নাম্বার নিয়ে তাকে কল দিয়ে নিজেকে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা পরিচয় দিতেন। সে পুলিশ কর্মকর্তার মাধ্যমে এলাকার বিকাশ এজেন্টের সাথে কৌশলে বিকাশ এজেন্টের ব্যক্তিগত মোবাইল নাম্বার সংগ্রহ করতো। পরে নিজেকে পুলিশের এসপি/এডিশনাল এসপি পরিচয়ে বিশ্বাস করিয়ে কৌশলে উক্ত বিকাশ এজেন্টের নিকট হতে প্রতারণার মাধমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

গ্রেফতারকৃত ব্যক্তি প্রতারণা চক্রের একজন সক্রিয় সদস্য। অভিযুক্তের বিরুদ্ধে ডিএমপি, রাজশাহী, পাবনা ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য, জালিয়াতি ও প্রতারণা সংক্রান্তে ০৫টি মামলা তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন রয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর