আজঃ মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
শিরোনাম

রোহিঙ্গারা দেশকে কঠিন অবস্থায় ফেলে দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ২৪ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জানুয়ারী ২০২৩ | ৪৩৫জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক


Image

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশকে কঠিন অবস্থায় ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, রোহিঙ্গা ইস্যু শুধু আমাদের জন্য নয়, সারাবিশ্বের জন্য চ্যালেঞ্জ। রোহিঙ্গা জনগোষ্ঠী সবকিছু ছেড়ে এখানে এসেছে, এজন্য তারা যেকোনো প্রলোভনে প্রলুব্ধ হতে পারে। তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের ক্ষেত্র হতে পারে।

তিনি বলেন, রোহিঙ্গাদের কেউ কেউ ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে, নিজেরা নিজেরা মারামারি করছে। তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে চলে যাচ্ছে। কর্মহীন মানুষ একত্রে থাকলে যা হয়ে থাকে, তাই হচ্ছে। বিজিবি, কোস্টগার্ড কঠোরভাবে এসব মনিটরিং করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ কেউ অপরাধে জড়িয়ে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব-পুলিশ কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী সবার বিচার হবে। এখন পর্যন্ত ১৭ জন র‍্যাব সদস্য, পুলিশের ডিআইজি লেভেলের একজনসহ আরও পুলিশ সদস্য কারাগারে রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপকর্ম সবার কাছেই কষ্টের বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।


আরও খবর