আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ মানবপাচারকারী আটক

প্রকাশিত:রবিবার ০৭ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ০৭ আগস্ট ২০২২ | ৭৬০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচার চক্রের ৪ সদস্যকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। অভিযানে ৫ কিশোরীকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো-টেকনাফের শালবাগান ক্যাম্প-২৬ ব্লক-ডি এর মৃত আমিনের ছেলে মো. সালামত উল্লাহ (৪০), একই ক্যাম্পের মৃত শামসু আলমের ছেলে নজিমুল্লাহ (২০), সৈয়দ কাসিমের ছেলে ওসিউর রহমান (৩৫), উমর মিয়ার ছেলে নুর আলম (৩০)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে  মালয়েশিয়া পাচারের উদ্দেশ্য ৫ নারীকে আটক রাখার খবর আসে। এরপর শালবাগান এপিবিএন পুলিশের অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ওসিউর রহমানের বসতঘর থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর