আজঃ সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

রাজনীতি মুক্ত ঘোষণা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | পত্রিকায় প্রকাশিত
জুবায়ের খান প্রিন্স, পাবনা

Image

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন অনুমোদিত ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ ঘোষণা দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১১(১২) অনুযায়ী সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হলো। অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিজয় হয়েছে শিক্ষার্থীদের। এরপর রাষ্ট্র সংস্কারের কাজে বিভিন্ন সময় দাবি দাওয়া তুলে ধরছেন আন্দোলনে নেতৃত্বদানকারীরা। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি সহ সকল প্রকার রাজনীতি বন্ধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় গত সোমবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের সাথে দেখা করে ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করার আল্টিমেটাম দেন পাবিপ্রবি শিক্ষার্থীরা।

একইসাথে ১৩ দফা দাবিসহ প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগ, প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলির আল্টিমেটামও দেন। আল্টিমেটামের পরই প্রো-ভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন এবং প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাসহ কয়েকটি দপ্তরে পরিবর্তন আনেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়।


আরও খবর



নতুন রূপে আলিয়া ভাট

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক জনপ্রিয় হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত বছর করণ জোহর পরিচালিত রকি আর রানি কি প্রেম কাহানি সিনেমা দিয়ে নতুন করে নজর কাড়েন আলিয়া।

এবার নতুন সিনেমার খবর দিলেন অভনেত্রী। পরিচালক করণ জোহরের সিনেমা জিগরায় দেখা যাবে আলিয়াকে, সঙ্গে আছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর হলে আসছে জিগরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্র জানায়, বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি পোস্টার। এতে দেখা গেছে, আলিয়ার বহু প্রতীক্ষিত জিগরা লুক।

সিনেমাটির পোস্টারে দেখা গেছে পেছনে দাঁড়ানো বেদাং রায়না। পেছন ফিরে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। ক্যাপশনে লেখা হয়েছে তুমি আমাকে রক্ষা করার জন্য আছ।

আরেকটি পোস্টারে আলিয়ার চেহারা দেখা গেছে। কাদামাটি মাখা শার্টের ওপরে সার্ভাইভাল ভেস্ট পরা। এক হাতে হাতুড়ি, আরেক হাতে ধারালো অস্ত্র। এ পোস্টারের ক্যাপশনে লেখাকাহিনি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক অনেক কম।

ছবিতে আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যাবে ভাইবোনের চরিত্রে। একেবারেই ভিন্ন ধাঁচের গল্পে আসছে জিগরা। জিগরা ছাড়াও আলিয়াকে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমায়। তার বিপরীতে থাকবেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।

নিউজ ট্যাগ: আলিয়া ভাট

আরও খবর
মা হলেন দীপিকা, বাবা রণবীর

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪




নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

মো. মোখলেসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এ পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. মোখলেসুর রহমানকে যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।


আরও খবর
ইনু ফের ৪ দিনের রিমান্ডে

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪




ভিভিআইপি প্রটোকল নিয়েই জ্যামে বসে থাকলেন ড. ইউনূস

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রটোকল নিয়ে জ্যামের মধ্যেই বসে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ঢাকার সড়কে অন্যান্য গণপরিবহনের সঙ্গেই চলেছে তার গাড়ি বহর। তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ রবিবার (১১ আগস্ট) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে দেখা গেছে, ভিভিআইপি প্রটোকল নিয়েই যানজটে বসে আছেন ড. ইউনূস। ভিডিওতে ড. ইউনূসের গাড়ির চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করা গেছে। তাদের বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকুন। নিরাপদ দূরত্বে থাকুন। রাস্তা থেকে দূরে দাঁড়ান। বাম পাশের রিকশা ডান পাশের লেনে ঢোকাবেন না। কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না।

জানা গেছে, রবিবার ড. ইউনূসের গাড়িবহন রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বক চত্বর এলাকা থাকা অবস্থায় ভিডিওটি করা হয়েছে।

বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা প্রটোকল বিধি অনুসারে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে। তাদের চলাচলের ১৫ মিনিট আগে থেকেই নির্দিষ্ট সড়কটির একপাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার নিয়ম অনুসরণ করা হয়।


আরও খবর
ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪




মমতার পদত্যাগ দাবিতে ‘এক দফা’, ধর্মঘটের ডাক বিজেপির

প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। এবার আন্দোলনের ডাক দিলেন বিরোধীরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে মাঠে নামছে তারা। প্রতিবাদ জানাতে গোটা রাজ্য স্তব্ধ করার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বিজেপি দুই ঘণ্টা রাস্তা রোকো বা অবরোধের ডাক দিয়েছে। এছাড়া এদিন বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের ডাক দিয়েছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। শুক্রবার সকাল ৬টা থেকে তাদের এই বন্ধ চলছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এসইউসিআইর ধর্মঘটকে একরকম সমর্থনই দিয়েছেন শুভেন্দু অধিকারী।

দফা এক, দাবি এক, সবাইকে বলব কাল স্তব্ধ করে দিন বাংলা, আওয়াজ তোলেন বিরোধী দলনেতা। এদিকে এসইউসিআইর বন‍্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। কাল (শুক্রবার) সরকারি কর্মচারীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে বলে স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায়।

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া তাণ্ডবের প্রতিবাদ করে শুভেন্দু বলেন, দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলব, কাল স্তব্ধ করুন বাংলা। বনধ ডেকে করুন, যেভাবে পারেন করুন। সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ।

এর পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য, আমাদের বাংলায় ধর্মঘট হয় না। কারণ আমাদের ধর্মঘট বন্ধ করা আছে। যে ধর্মঘটে অংশ নেবে সে নিজেরটা নিজে বুঝে নেবে। কিন্তু আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেয়ার পরিকল্পনা করে, সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের।

এছাড়া চিকিৎসক হত্যা-ধর্ষণের প্রতিবাদে শুক্রবার পাল্টা পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।


আরও খবর
উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪




জাপানে আঘাত হেনেছে টাইফুন ‘শানশান’, পাঁচজনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

জাপানের ওপর আঘাত হেনেছে টাইফুন শানশান। স্থানীয় সময় শুক্রবার (৩০ আগস্ট) জাপানের দ্বীপপুঞ্জে এটি আঘাত হানে। এর আগে থেকেই মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে দেশটির বিভিন্ন স্থানে। এতে সবশেষ ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৪০ জন।

কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা অন্যতম শক্তিশালী টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়লেও শুক্রবার সকালে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টাইফুন কিউশু দ্বীপে আঘাত হানার আগেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায়। এর ফলে সৃষ্ট ভূমিধসে গভীর রাতে আইচি প্রদেশে একই পরিবারের তিন সদস্য মারা যান। কিউশুতে একটি ছোট নৌকা ডুবে একজন এবং অপরজন দোতলা বাড়ি ধসে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার ঘণ্টায় ২৫২ কিলোমিটার বেগে টাইফুনের আঘাত হানার সময় কিছু স্থানে জানালার কাচ ভেঙে যায় এবং ছাদ থেকে টাইলস ছিঁড়ে যায়। কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় তাদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ৫০ লাখেরও বেশি লোককে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও কতজন সরে গেছে তা স্পষ্ট নয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিউশুর কিছু অংশে আগস্টে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। মিসাতো শহরে ৪৮ ঘণ্টায় ৭৯১.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ভয়াবহ এমন দুর্যোগে আড়াই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও দেশটির ইউটিলিটি অপারেটর জানিয়েছে, প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করায় এখন সাড়ে ছয় হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কিউশুতে বুলেট ট্রেন বন্ধ রয়েছে এবং টোকিও ও ওসাকার মধ্যবর্তী প্রধান রুটেও চলছে থেমে থেমে।

টাইফুনের প্রভাবে জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজ ইতিমধ্যে শুক্রবারের জন্য তাদের ৬০০ টিরও বেশি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। আগের দিন একই সংখ্যক ফ্লাইট বাতিল হয়। যার ফলে প্রায় ৫০,০০০ যাত্রী প্রভাবিত হন।

অটো জায়ান্ট টয়োটা জাপানে তাদের ১৪টি কারখানার সবকটিতে উৎপাদন স্থগিত করেছে। নিসান এবং হোন্ডাও তাদের কিউশু অঞ্চলের প্ল্যান্টে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। টোকিও ইলেক্ট্রনসহ চিপ নির্মাতারাও কিছু কার্যক্রম স্থগিত করেছে।


আরও খবর
উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪