শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন অনুমোদিত ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ ঘোষণা দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১১(১২) অনুযায়ী সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হলো। অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিজয় হয়েছে শিক্ষার্থীদের। এরপর রাষ্ট্র সংস্কারের কাজে বিভিন্ন সময় দাবি দাওয়া তুলে ধরছেন আন্দোলনে নেতৃত্বদানকারীরা। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি সহ সকল প্রকার রাজনীতি বন্ধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় গত সোমবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের সাথে দেখা করে ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করার আল্টিমেটাম দেন পাবিপ্রবি শিক্ষার্থীরা।
একইসাথে ১৩ দফা দাবিসহ প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগ, প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলির আল্টিমেটামও দেন। আল্টিমেটামের পরই প্রো-ভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন এবং প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাসহ কয়েকটি দপ্তরে পরিবর্তন আনেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়।