আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা

প্রকাশিত:বুধবার ০৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

শেখ হাসিনার পদত্যাগের পর দেশের প্রায় সব জায়গায় পুরোপুরি ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। কর্মবিরতীর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ। এমন পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এতে অংশ নিয়েছেন সাধারণ মানুষও।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দেশের প্রায় সব শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি শুরু হয়। যা এখনও চলছে। এছাড়াও নগরের বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনও মুছে দিচ্ছেন শিক্ষার্থীরা।

এদিন সকাল থেকে রাজধানীর প্রায় সকল ব্যস্ততম সিগন্যাল ও সড়কে মুখে বাঁশি নিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ঢাকায় গণভবনের সামনে, শিয়া মসজিদ মোড়ে, টিএসসি এলাকা, ইসিবি, ধানমন্ডি, কলাবাগান, বিজয় সরণি, ফার্মগেট, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১২ ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

সিগন্যালগুলোতে শিক্ষার্থীদের পালা করে দায়িত্বপালন করতে দেখা গেছে। কয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার সদস্যও রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু সদস্যদেরও বিভিন্ন সিগন্যালে দায়িত্বপালন করতে দেখা গেছে।

ঢাকার বাহিরেও দেখা গেছে একই দৃশ্য। নোয়াখালী, কুড়িগ্রাম, নরসিংদী, জামালপুর, নড়াইল, ফরিদপুর, পাবনা, গাইবান্ধা, রাজবাড়ি, নাটোর, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেটেও একই কার্যক্রম পরিচালনা করছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীরা।

নোয়াখালীতে সকাল থেকেই জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের দীর্ঘদিনের জানজট নিরসনে কাজ করে শিক্ষার্থীরা। একইসাথে পৌরসভার রাস্তা ও ফুটপাতের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা। এদিকে শিক্ষার্থীদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা।

কুড়িগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কে ভাংচুরের ময়লা আবর্জনা পরিচ্ছন্নতায় কাজ করতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে স্বাধীনতা যেমন এনেছেন এখন তা ধরে রাখার কাজটিও তারা করবেন। এজন্য জনসাধারণের সহায়তা চেয়েছেন তারা।

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক ও বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায়, ছাত্র-জনতা, আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা লাঠি হাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এসময় সাধারণ মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন করছেন তারা। কাউকেই মহাসড়ক হেটে পার হতে দিচ্ছেন না তারা। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতেই এই দায়িত্ব কাঁধে নিয়েছেন বলে জানান তারা।

জামালপুরেও রাস্তা-ফুটপাত পরিষ্কার ও যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সকাল থেকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিস্কার করার মধ্য দিয়ে শহরের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। এ সময় জেলাজুড়ে লুট হওয়া মালামাল ফেরত দেয়ার আহ্বানও জানান তারা।

নড়াইলেও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে। শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে শিক্ষার্থীরা এ কার্যক্রম শুরু করে। এসময়, নড়াইল চৌরাস্তা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকাসহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের ঘটে যাওয়া বিভিন্ন ভাংচুর ও অগ্নিসংযোগের আবর্জনা পরিষ্কার করে তারা।

ফরিদপুরে সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে আনন্দ মিছিল বের হয়ে মুজিব সড়ক হয়ে সরকারী রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে পৌছে সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালায় তারা। এ সময় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে দ্বায়িত্ব পালন করতে দেখা যায় তাদের।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তাঘাটে জমে থাকা ময়লা আর্বজনা পরিষ্কার করেছে শিক্ষার্থীরা। এদিন সকাল থেকে শিক্ষার্থীরা নগরীর চাষাঢ়া, জামতলাসহ কয়েকটি পাড়া মহল্লার রাস্তায় জমে থাকা ময়লা আর্বজনা পরিষ্কার করেন। এসময় শিক্ষার্থীর রাস্তা ঝাড়ু দিয়ে ময়লা আর্বজনা গাভেজ ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে ফেলেন।

দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায় বিভিন্ন জেলার মতো পাবনা শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে। এদিন সকালে শহরের আব্দুল হামিদ রোড়ে পৌর ট্রাফিকের সাথে যানজট নিরসনে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়।

গাইবান্ধা জেলা শহরের বাস টার্মিনাল, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয় ও ডিবি রোডে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছে শিক্ষার্থীরা। একইভাবে রাজবাড়িতেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন। এ সময়, শিক্ষার্থীদের কেউ কেউ ঝু‌ড়ি, ঝাটা, বেলচা, বস্তাসহ নানা জি‌নিসপত্র নিয়ে এ কর্মসূ‌চিতে হা‌জির হয়। সকালে সড়কের একপাশ দিয়ে শুরু করে শহরের রেলগেইট এলাকাপর্যন্ত গিয়ে আবার বড়পুলে এসে শেষ হয় তাদের প‌রিচ্ছ‌ন্নতা কর্মসূ‌চি।

পরিচ্ছন্নতা কার্যক্রমে শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল, আগুনে ভস্মীভূত বিভিন্ন কাঠামো থেকে আবর্জনা অপসারণ করছে মুন্সিগঞ্জের শিক্ষার্থীরা। এছাড়াও সড়কে পড়ে থাকা গাড়ির ট্রায়ার, সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনাও পরিষ্কার করা হচ্ছে।

কালো ব্যাগে ক্ষতিকর উপাদান ও সাদা ব্যাগে ময়লা-আবর্জনার ভরে পৌরসভার ময়লার স্তুপে সরিয়ে ফেলা হচ্ছে। উৎসব আনন্দে এ কাজে অংশ নিচ্ছে বিভিন্ন বয়সী সাধারন মানুষরাও।

এছাড়াও মুন্সিগঞ্জ পৌরসভায় সামনে থেকে সুপার মার্কেটে, কালীমন্দিরের সড়ক থেকে ডিসি পার্ক ও সুপার মার্কেট থেকে পিটি আই স্কুল পর্যন্ত সড়ক থেকে বিভিন্ন প্রকার ক্ষতিকর ও ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা সকলের উদ্দেশে বলেন, কোনো প্রকার জ্বালাও পোড়াও আমাদের কাম্য নয়। যারা সরকারি সম্পদ নষ্ট করেছে তাদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। সবাই মিলে সুন্দর মুন্সিগঞ্জ গড়ে তোলা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে একইভাবে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। কিছু কিছু জায়গায় এতে সাধারণ মানুষও অংশগ্রহণ করেছেন।


আরও খবর



কমছে নদীর পানি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি ধীরগতিতে কমছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের পূর্বাঞ্চল ও ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়নি। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের আভাস নেই। ফলে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি হয়নি। ফলে উজানে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলার বন্য পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায়ও দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আভাস নেই। ফলে দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, গোমতী ও হালদা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

চট্টগ্রামের ফটিকছড়িতে আজ সকাল থেকে হালদা নদীর পানি কমতে শুরু করে। এতে ওই এলাকায় বন্য পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজ্জামেল হক চৌধুরী।

তিনি বলেন, পানি নামছে ধীরে। অনেকেই ত্রাণ ও বোট নিয়ে এসেছেন। তবে বড় বোট নামানো যাচ্ছে না। আবার রাস্তা ভেঙে যাওয়ায় সড়ক পথেও সব এলাকায় যাওয়া যাচ্ছে না।

তবে উজান থেকে নেমে আসা পানিতে নতুন করে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জের নুতন এলাকা প্লাবিত হচ্ছে বলে খবর এসেছে।


আরও খবর



পশ্চিমবঙ্গে রেল অবরোধ, বিজেপি-তৃণমূল সমর্থকদের সংঘর্ষ

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

কলকাতায় আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছে বিজেপির। ১২ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই রাজ্যে কার্যত রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সঙ্গে সংঘাত ও গুলির ঘটনাও ঘটেছে।

বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা। যার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। লক্ষ্মীকান্তপুর সেকশনে অনেক জায়গায় রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে দেয়া হয়। ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। শিয়ালদহ থেকে নামখানা, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপে ট্রেন চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল।

হুগলি স্টেশনে বিজেপি সমর্থকরা রেললাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ থাকে। সকাল ছয়টা থেকে বনগাঁয় বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে রেল অবরোধ শুরু হয়। মুর্শিদাবাদের বেশ কয়েকটি স্টেশনেও রেললাইন অবরোধ করেছে বিজেপি। কৃষ্ণনগরেও বিজেপি কর্মীরা রেল অবরোধ করে। সোনারপুরে রেল অবরোধকে কেন্দ্র করে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে হাতাহাতি হয়। কর্মীরা লাইনে শুয়ে পড়ে। পুলিশ তাদের জোর করে তুলতে চায়।

দুর্গাপুরের বেনাচিতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বিজেপি বিধায়ক সেখানে পথে নেমে বিক্ষভে অংশ নেন।

এ সময় তৃণমূল কংগ্রেস অবরোধ বিরোধী মিছিল শুরু করে। দুই দলের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়য়। এতে বিধায়কসহ একাধিক বিজেপি কর্মী আহত হন।


আরও খবর
উত্তর প্রদেশে মাথাবিহীন নারীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত

প্রকাশিত:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি

Image

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে নিহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে না পারলেও সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের চারজন। তারা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা, তার স্ত্রী ও দুই ছেলে।


আরও খবর
১৬ জেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




ট্রাম্পকে সমর্থন দিলেন কেনেডি জুনিয়র

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট 20২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সমর্থক রবার্ট এফ কেনেডি জুনিয়র তার বিরোধী রাজনৈতিক দলের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সমাবেশের আয়োজন করেন। রবার্ট এফ কেনেডি জুনিয়র এতে যোগ দিয়ে সংবাদ সম্মেলনে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

৭০ বছর বয়সী কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য। তার রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে ডেমোক্রেটিক পার্টিতে। তবে এ দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থন ছেড়ে এবার রিপাবলিকান পার্টির ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

কেনেডি জুনিয়র বলেন, নির্বাচনে আমার জয় লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না।

এ সময় তিনি ডেমোক্রেটিক পার্টির নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে বেছে নেয়ায় দলটির সমালোচনা করেন। তার মতে, প্রার্থিতার জন্য দলের প্রাইমারিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি কামালাকে। এর নিন্দা জানান এফ কেনেডি জুনিয়র।

ডেমোক্রেটিক দলের প্রতি নানা অসন্তোষের কথা জানিয়ে বলেন, এসব কারণেই আমি ট্রাম্পকে সমর্থন দেব।

এদিকে নানা জরিপে দেখা গেছেট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন কামালা।


আরও খবর
উত্তর প্রদেশে মাথাবিহীন নারীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




থাই রাজার সমর্থন পেলেন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতংতার্ন

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

পার্লামেন্টে ভোটের মাধ্যমে গত শুক্রবার থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৭ বছর বয়সি পেতংতার্ন সিনাওয়াত্রা। তার দুদিন পর আজ রোববার তাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছেন থাই রাজা। ফলে আগামী সপ্তাহে মন্ত্রিসভা গঠনের পথে হাঁটবেন তিনি।

এর আগে, গত দুই দশক ধরে থাইল্যান্ডে চলমান রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু সাংবিধানিক আদালত, সাংবিধানিক আদালত কর্তৃক মিত্র স্রেথা থাভিসিনকে প্রধানমন্ত্রী হিসেবে বরখাস্ত করা হয়। পরে পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে। আর বিপক্ষে ভোট পড়েছে ১৪৫টি। ফলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা।

প্রধানমন্ত্রী হিসেবে রোববার থাই রাজা মহা ভাজিরালংকর্নের অনুমোদন, ব্যাংককে একটি অনুষ্ঠানে প্রতিনিধি পরিষদের সচিব আপাত সুখানন্দ পড়ে শোনান। পরে প্রধানমন্ত্রী হিসেবে তাকে সমর্থন দেওয়ার জন্য রাজাকে ধন্যবাদ জানান পেতংতার্ন।

এ সময় তিনি বলেন, নির্বাহী শাখার প্রধান হিসাবে, আমি বিধায়কদের সঙ্গে খোলা হৃদয়ে আমার দায়িত্ব পালন করব। আমি সবার মতামত শুনব। যাতে একসঙ্গে আমরা স্থিতিশীলতার সঙ্গে দেশকে এগিয়ে নিতে পারি।

রাজকীয় অনুমোদন গ্রহণ করার পর, পেতংতার্ন তার বাবা থাকসিন এবং পরিবারের অন্যান্য সদস্যদের জড়িয়ে ধরেন। এর আগে পেতংতার্ন তার প্রথম সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক সংস্কার, অবৈধ ওষুধ মোকাবিলা, দেশের সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি এবং লিঙ্গ বৈচিত্র্যের প্রচারসহ তার পূর্বসূরি স্রেথার সব নীতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে জানান, তার বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে কোনো সরকারি পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই তার। তবে তার পরামর্শ নেবেন তিনি।


আরও খবর
উত্তর প্রদেশে মাথাবিহীন নারীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪