আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

রাজবাড়ী ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | অনলাইন সংস্করণ
হযরত আলী হিরু, স্বরূপকাঠি

Image

ব্যাপক উৎসাহ, উদ্দিপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ী ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত ওই নির্বাচনে অভিবাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে (১,৩,৫) নং প্যানেলে একটি গ্রুপ ও (২,৫,৭) নং প্যানেলে অন্য একটি গ্রুপ প্রতিদ্বন্দিতা করেন। এতে (১,৩,৪) নং প্যানেলের মো. মজিবর রহমান (১৬২) ভোট, অচিন্ত্য কুমার মিস্ত্রী (১৫০) ভোট ও মো. জাকির হোসেন (১২৮) ভোট পেয়ে পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছেন। এর পূর্বে বিনা প্রতিদ্বন্দিতায় ফকির নাসির উদ্দিন প্রতিষ্ঠাতা সদস্য ও মো. সিদ্দকুর রহমান দাতা সদস্য নির্বাচিত হয়েছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ২৫১ জনের মধ্যে ২১১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নিবাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ওই এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছিল। নির্বাচনের দিন প্রার্থী, ভোটার ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। এদিকে নির্বাচনকে অবাদ, সুষ্ঠ ও নির্বিগ্ন করতে স্থানীয় পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার  (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম পুরো নির্বাচনী সময়কালে কঠোর অবস্থানে থেকে তাদের দায়িত্ব পালন করেন। নির্বাচনে রাজবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোর্শ্বেদ আলম মিঞা রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন। এছাড়াও সহকারি অধ্যাপক দিপঙ্কর মজুমদার প্রিজাইডিং অফিসার ও মঈন শেখ সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।


আরও খবর



পিরোজপুর-১ আসনের নৌকা প্রার্থীর কর্মীদের জীবননাশের হুমকি

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
মশিউর রাহাত (পিরোজপুর)

Image

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নৌকা মার্কার প্রার্থীর কর্মীদের জীবননাশের হুমকি দেয়ার অভিযোগে পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আজ সোমবার দুপুরে অভিযোগকারি ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামনের কাছ থেকে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম‌্যান, বিচারক (যুগ্ম জেলা জজ) বেগম রুবাইয়া আমেনা স্বাক্ষ‌্য প্রমান গ্রহণ করেন।

মোহাম্মদ মনিরুজজ্জামানের অভিযোগ পত্র থেকে জানা গেছে, গত ২৩ নভেম্বর পিরোজপুর -১ আসনের সংসদ সদস‌্য শ ম রেজাউল করিমের সাথে নাজিরপুর বাসভবনের উদ্দেশ‌্যে রওয়ানা করলে পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক তাকে মোবাইল করে গালিগালাজ ও শহরের সোহরাওয়ার্দী কলেজ অতিক্রম করতে দেয়া হবে না হুমকি দেয়। শ ম রেজাউল করিমের বাসায় যাওয়ার চেষ্টা করলে এর পরিনাম ভালো হবে না বলেও উল্লেখ করেন।

তার মোবাইল রাখার ৫ মিনিট পর আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আউয়াল মনিরুজ্জামানকে ফোন করে শ ম রেজাউল করিমের নামে কুরুচিপূর্ণ কথা বলেন।

এসময় এ কে এম এ আউয়াল নৌকা প্রার্থীর কর্মী মনিরুজ্জামানকে বলেন, ইন্দুরকানী কলেজ অতিক্রমের চেষ্টা করলে হাত পা কেটে চোখ উপরে ফেলা হবে এবং জীবন শেষ করে দেয়া হবে।  এসময় তিনি আরও বলেন, সাইদ মহুরী, নাসির সেপাই, মিজান মেম্বর, সানজিদ মুহুরি ও খসরু খলিফাকে পাঠাচ্ছি। তোকে তুলে এনে আমার আদালতে বিচার করবো। এ কথা বলে তিনি মোবাইল কেটে দেন। 

কিচ্ছুক্ষণ পর ওই সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেল বহর নিয়ে আমার বাড়িতে হানা দেয় এবং এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এসময় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাটি জানতে পেরে মনিরুজ্জামান তার সাথে থাকা ইন্দুরকানী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার, ইউসুফ আলী শেখ ও অন‌্যান‌্যদের সহায়তায় বিকল্প রাস্তা দিয়ে নিরাপদ স্থানে চলে যান। বিষয়টি ইন্দুরকানী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জিডি করার জন‌্য আবেদন জমা দিলেও তা নথিভুক্ত করেন নি।

ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান খান বলেন, থানায় অভিযোগ এসেছে। কিন্তু তারা  নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দিয়েছে।


আরও খবর



আগামীকাল গণতন্ত্র মুক্তি দিবস

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আগামীকাল ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস। দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের এ দিনটিতে পতন ঘটে তৎকালিন স্বৈরশাসকের।

এদিন তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এ আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, সেলিম, দেলোয়ার, তাজুল, ডা. মিলন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ অনেকে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল দিবসটি পালন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষ্যে দেয়া এক বাণীতে বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে গণতন্ত্র ও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদের রক্ত বৃথা যেতে দিব না- গণতন্ত্র মুক্তি দিবসে এই হোক আমাদের সুদৃঢ় প্রত্যয়।

তিনি বলেন, আসুন, সকলে মিলে গণতন্ত্র ও দেশ বিরোধী সকল চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করি এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলি।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোট ও মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম করেছে, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছে। অব্যাহত আন্দোলনের ফলে স্বৈরাচারী শাসক গণআন্দোলনের কাছে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর নতি স্বীকার করে পদত্যাগে বাধ্য হয়। বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হয় ভোটের অধিকার। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় জাতি সকল শহীদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বাণীতে তিনি গণতন্ত্র মুক্তি দিবসে গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।


আরও খবর
৮ ডিসেম্বর : ইতিহাসে এই দিনে

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

৬ ডিসেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩




এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতাকর্মীর কারাদণ্ড

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

রাজধানীর উত্তরা পূর্ব থানার মামলায় উত্তরা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরসহ ৭৫ জনকে পৃথক তিন ধারায় আড়াই বছরের সাজা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ রায় ঘোষণা করেন। আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন কারাগারে আটক জাহাঙ্গীরসহ তিনজনকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

তবে অপর ৭২ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না উল্লেখ করেন বিচারক।

নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ৭৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।


আরও খবর
জামিন পেলেন না মির্জা ফখরুল

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করল বিএনপি

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দ্বাদশ জাতীয় নির্বাচনের সদ্যঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বলেন, ভোটগ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।

ইসির এ ঘোষণাকে প্রত্যাখ্যান করে রিজভী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের এ তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জাতি এ তফসিল মানে না। এ তফসিলের অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না। এই অবিমৃশ্যকারিতার জন্য দেশে যে অচলাবস্থার সৃষ্টি হলো, তার জন্য বর্তমান সরকার ও ইসি দায়ী থাকবে।

তিনি বলেন, এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিচার করবে জনগণ। জাতি অপেক্ষা করে ছিল তথাকথিত প্রধান নির্বাচন কমিশনার কী বলেন। তিনি নতুন কোনো কথা বলবেন, না তফসিল ঘোষণা করবেন।

তিনি বলেন, তার (সিইসি) ভাষণ শুনে হাসিও পেয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, আর অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে- তা বলে তিনি জাতির সঙ্গে মশকরা করেছেন।


আরও খবর



‘৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেবো, সবাই জানবে কোন দল থেকে নির্বাচন করছি’

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বগুড়া প্রতিনিধি

Image

এবার দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার পরেও মাঠে দেখা মিলছে না আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলমের (হিরো আলম)। তবে মাঠে না থাকলেও নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আজ শনিবার সন্ধ্যায় জানিয়েছেন তিনি।

স্বতন্ত্র, নাকি কোনো দল থেকে নির্বাচন করছেন জানতে চাইলে হিরো আলম বলেন, 'এবার দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করব। একটি দলের মনোনয়নপত্র কিনেছি।'

দলের নাম জানতে চাইলে আলম বলেন, 'দলের নাম আগেই প্রকাশ করছি না। আমি এখন দুবাই আছি। দুবাই থেকে দেশে ফিরব আগামী পরশু। আগে বগুড়া যাব। তারপর আগামী ৩০ তারিখ মনোনয়ন পত্র জমা দেবো। তখনই সবাই জানতে পারবে আমি কোন দল থেকে নির্বাচন করছি।'

'ছোট নয়, দল বড়ই আছে। কোনো সমস্যা নেই', বলেন তিনি।

জাতীয় পার্টি থেকে না তৃণমূল বিএনপি থেকে অংশগ্রহণ করছেন জানতে চাইলে হিরো আলম বলেন, 'আগেই কোন দলের নাম বলব না। আগেই কোনো দলের নাম লিখবেন না।'

হিরো আলম বলেছিলেন, সব দল অংশগ্রহণ না করলে এবার তিনি নির্বাচনে যাবেন না।

তাহলে নির্বাচনে অংশগ্রহণ করছেন কেন জানতে চাইলে তিনি বলেন, 'সব দল না করুক। অনেকগুলো দল তো করছে। জাতীয় পার্টি করছে। তৃণমূল বিএনপি তো বিএনপিরই একটা অংশ। এখানে তো বিএনপির বেশিরভাগ নেতারাই আছেন। বিএনপি ছাড়া তো সব দলই অংশগ্রহণ করছে।'

এর আগে এই সরকারের নির্বাচন সুষ্ঠ হয়নি বলে অভিযোগ করেছিলেন হিরো আলম। এ বছর বগুড়া -৪ আসনের উপনির্বাচনে যড়যন্ত্র করে তাকে হারানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

তাহলে এ বছর নির্বাচন সুষ্ঠ হবে এবং কারচুপি হবে না বলে মনে করছেন কি না জানতে চাইলে হিরো আলম বলেন, 'এখন ভোট সুষ্ঠু হবে কি না জানি না। তবে এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয়, প্রতিটাবার যদি সরকার এরকম নির্বাচন করে বহির্বিশ্বের তো এমনি আমাদের ওপর আস্থা নেই, এবারও যদি এ রকম নির্বাচন করে তাহলে আরও আস্থা থাকবে না। জনগণের ভোটের ওপর তো আগ্রহ একেবারে উঠেই গেছে। আমরা যদি একটু ভোটারদের আগ্রহ তৈরি করে ভোটার মাঠে নিয়ে আসি, তারপরেও যদি ভোটাররা ভোট দিতে না পারেন তাহলে এর থেকে কষ্টের তো আর কিছু হতে পারে না।'

'তবে ভোট কারচুপি হবে কি না সেটা ভোটের দিন না আসলে বলা যাবে না। আমরা তো সবসময় আশা রাখি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোটের দিন তো ফলাফল উল্টো দেখা যায়', যোগ করেন হিরো আলম।

দুবাই যাওয়ার আগে মনোনয়নপত্র তুলেছেন বলে জানান হিরো আলম। এবার তিনি বগুড়া-৪ এবং বগুড়া-৬ থেকে নির্বাচন করতে চান।

 

নিউজ ট্যাগ: হিরো আলম

আরও খবর