
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুনোফুলের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীটি ৩০ ও ৩১ জানুয়ারি সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এই প্রদর্শনীতে ১০১টি আলোকচিত্র স্থান পেয়েছে।
প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। এসময় অন্যদের মধ্যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের
অধ্যাপক এ এইচ এম মাহবুবুর রহমানসহ কয়েকজন বিশিষ্ট শিক্ষক ও আলোকচিত্রী উপস্থিত ছিলেন।