
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরিতে আসলে তাকে গ্রেপ্তার করা হবে না। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের চিফ অব স্টাফ এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত ১৭ মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। এরপরেই হাঙ্গেরির পক্ষ থেকে এমন বার্তা এলো।
আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুতিন হাঙ্গেরিতে আসলে তাকে গ্রেপ্তার করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে এক সংবাদ সম্মেলনে অরবানের চিফ অব স্টাফ গারজেলি গুলিয়াস বলেন, আমরা হাঙ্গেরির আইন উল্লেখ করতে পারি এবং তার ভিত্তিতে আমরা রাশিয়ান প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে পারি না। হাঙ্গেরিতে আইসিসির আইন জারি করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
গারজেলি গুলিয়াস আরও বলেন, পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে তার সরকার কোনো অবস্থান তৈরি করেনি। তিনি বলেন, এসব সিদ্ধান্ত শুভসূচক নয় কারণ এতে উত্তেজনা আরও ত্বরান্বিত হয় এবং তা শান্তির দিকে নয়। গুলিয়াস এসবকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশের বাইরে ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের যেকোনো ধরনের প্রচেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে মস্কো।