আজঃ বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

পটুয়াখালীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনায়, কৃষকের মুখে হাসি

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি

Image

রোগ ও পোকা মাকড়ের আক্রমণ না থাকায় এবার পটুয়াখালীতে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকদের মুখে হাসির আনন্দ বইছে। এছাড়া বিগত বছরের চাইতে এবার ফলনও বেশি হওয়ার সম্ভাবনা দেখছে বলে জানান কৃষকরা।

কৃষকরা জানান, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আমন ধানের আবাদ করায় বাম্পার ফলনের আশা তাদের। এছাড়া মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বাড়তি সুবিধা পেয়েছেন তারা।

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ খরিপ-২ মৌসুমে পটুয়াখালী জেলায় আমন জমি আবাদের লক্ষ্যমাত্র ছিল ১ লক্ষ ৮৯ হাজার ৯৫০ হেক্টর। এ লক্ষ্য মাত্রার চেয়ে ১০ হাজার ১৬৯ হেক্টর বেশী জমি আবাদ হয়েছে। এছাড়া আবাদকৃত আমনের মধ্যে উফশী জাতের ১ লক্ষ ১৪ হাজার ২৬৩ হেক্টর, স্থানীয় জাতের ৭৫ হাজার ৭৩০ হেক্টর ও হাইব্রিড জাতের ১২৬ হক্টর।

উক্ত আবাদের মধ্যে সদর উপজেলায় উফশী ৯,২৭৯ হেক্টরসহ স্থানীয় মোট ২৪,৪৯৩ হেক্টর, বাউফলে উফশী ১৮,৫৪১ হেঃ সহ স্থানীয় মোট ৩৪,৭০১ হেক্টর, গলাচিপায় উফশী ২৭,২৫০ হেক্টরসহ স্থানীয় মোট ৩৬,০০৫ হেক্টর, কলাপাড়ায় উফশী ২৩,০৪২ হেক্টরসহ স্থানীয় মোট ৩০,৭০১ হেক্টর, দশমিনায় উফশী ১২,৯৭০ হেঃসহ স্থানীয় মোট ১৮,১৬২ হেক্টর, মির্জাগঞ্জে উফশী ১,৩৮১ সহ স্থানীয় ১০,০৫৬ হেক্টর, দুমিকে উফশী ২,৮১০ হেক্টরসহ স্থানীয় মোট ৬,৬৪১ হেক্টর ও রাঙ্গাবালী উপজেলায় উফশী জাতের ১৮,৯৯০ হেক্টরসহ স্থানীয় মোট ২৯,৩৬০ হেক্টর আবাদ হয়েছে।

সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বশাকবাজার এলাকার কৃষক বেল্লাল মাদবর জানান, এ বছর ৬০ কাঠা জমিতে আমন চাষ করেছি। এতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এবার আমন ফলন ভাল দেখাচ্ছে। যদি কোন বালা মছিবত ও পোকা মাকড় দেখা নাগেলে প্রতিকাঠায় ৬০ কেজি করে ৯০ মন ধান পাওয়া যাবে। যার দাম হবে প্রতিমন ১ হাজার টাকা হলে ৯০ হাজার টাকা, প্রতি মন ৯০০ টাকা হলে হইবে ৮১ হাজার টাকা হলে লাভ ভাল হইবে আশাকরি।

পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, কোন ধরনে দুর্যোগ ও পোকার আক্রমন না হলে আমন ফলন বেশী আশা করা যায়।


আরও খবর



ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার ছক, তিন মার্কিন নাগরিকসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ভেনিজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে তারা তিনজন মার্কিন, দুইজন স্পেন এবং একজন চেক প্রজাতন্ত্রের নাগরিককে গ্রেপ্তার করেছে। ভেনিজুয়েলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসদাডো ক্যাবেলো বলেছেন, শত শত অস্ত্রও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক করেছিল।

ভেনিজুয়েলার বিতর্কিত নির্বাচনের পর প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে ঘনিষ্ট ১৬ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এর দুইদিন পরেই ছয়জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করলো ভেনিজুয়েলার।

ভেনিজুয়েলার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আটক স্পেনের নাগরিকরা মাদ্রিদের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের (সিএনআই) সঙ্গে সম্পৃক্ত। তবে স্প্যানিশ সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এক সংবাদ সম্মেলনে ক্যাবেলো বলেন, সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছে এবং এটিতে আমরা বিস্মিত নই। তবে স্পেনের সিএনআই সর্বদাই এখানে নিম্ন পোফাইল বজায় রাখে কারণ তারা জানে এখানে সিআইএ কাজ করে।

এদিকে যুক্তরাষ্ট্রও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে মার্কিন জড়িত থাকার যেকোনো দাবি স্পষ্টতই মিথ্যা।


আরও খবর
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

Image

কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাহাদুরপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম ইউনিয়নের আড়ারপাড় গ্রামের আরজুদ আলীর ছেলে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর বড়হাটি গ্রামের হারিছ মিয়া গত মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরার জাল পেতে রাখেন। বুধবার সকালে তাঁর শ্যালক জাহাঙ্গীরকে নিয়ে নৌকা দিয়ে জাল উত্তোলন করতে যান হাওরে।

হারিছ পানিতে নেমে জাল উত্তোলন করার সময় জাহাঙ্গীর উপরে বসে নৌকা নিয়ন্ত্রণ করছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন।

পরে, স্বজনরা ও হাওরে থাকা নৌকার অন্য জেলেরা মিলে অনেক খোঁজাখুজিঁ করে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।

নিউজ ট্যাগ: কিশোরগঞ্জ

আরও খবর



বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে সরকারি কর্মকর্তারা

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট 20২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সকল সদস্যদের একদিনের বেতন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সকল সদস্য একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন স্থানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সরকারি-বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা শুরু হলেও বেশির ভাগ এলাকাতেই অনাহারে-অর্ধাহারে দিন কাটছে মানুষের। বিশেষ করে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালী এবং চট্টগ্রামের কয়েকটি উপজেলার ঘরবাড়ি এখনো চার-পাঁচ ফুট পানিতে ডুবে আছে। এসব এলাকার মানুষের মাঝে খাবার সংকট দেখা দিয়েছে। এই ভয়াল বিপর্যয়ে জীবন বাঁচানোর সংগ্রাম চলছে সর্বত্র। সরকারি হিসাবে গতকাল শুক্রবার পর্যন্ত বন্যায় ১৩ জনের মৃত্যু এবং ১১ জেলার ৭৭ উপজেলায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আরও খবর



শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন হত্যা মামলা

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও তিনটি হত্যা মামলা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলা থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অপর মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন আদালত।

শামীম হত্যা: রাজধানীর রুপনগরে শামীম হাওলাদার নামে এক ব্যক্তিক গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩৯ জনের নামে মামলা করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে ভিকটিমের চাচাতো ভাই মো. সম্রাট এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো জিডি বা অপমৃত্যুর মামলা হয়েছে কিনা ১০ সেপ্টেম্বরের মধ্যে রুপনগর থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল হোসেন খান নিখিল, সাবিনা আক্তার তুহিন, শাহেদা তারেক দীপ্তি, কামাল আহমেদ মজুমদার, গাজী মেজবাউল হক সাচ্চু।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর সংলগ্ন প্রশিকা মোড়ে উপরোক্ত আসামিদের নির্দেশে গুলিতে শামীম হাওলাদার নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়।

সাদিকুল হত্যা: হাফেজ মাওলানা সাদিকুল হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে হাবিবুল্লাহ বাহারের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী মামলাটি করেন। আদালত এ মামলার আবেদনটি রাজধানীর উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।

এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা ৯ নং সেক্টরে আধুনিক মেডিক্যালে পাশে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি ছোঁড়ে। এতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আমির হত্যা: রাজধানীর রামপুরায় আমীর হোসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী আননী মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান (পলাশ), এবিএম সিদ্দিক।

গত ১৯ জুলাই বিটিভি ভবনের সামনে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা আমির হোসেনকে গুলি করে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নিউজ ট্যাগ: আওয়ামী লীগ

আরও খবর



কবরস্থানের অজুখানা থেকে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
সাকিব আহম্মেদ, মুন্সিগঞ্জ

Image

মুন্সীগঞ্জের গজারিয়ার আড়ালিয়া কবরস্থানের অজুখানা থেকে গলায় ওড়না পেঁচানো রক্তাক্ত অজ্ঞাত এক তরুণীর (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালুয়াকান্দির আড়ালিয়া ও মুদারকান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহর অজুখানার ড্রেন থেকে ওই তরুণীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।বালুয়াকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, শত শত মানুষের ভিড় জমলেও কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি।

ওই তরুণীর মরদেহটি বিবস্ত্র অবস্থায় পড়েছিল, পরে স্থানীয়রা কাপড় দিয়ে ঢেকে দেন। নিহতের মাথার আঘাতের চিহ্ন আছে।

গজারিয়া থানার এসআই দেলোয়ার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রযুক্তি ব্যবহার করে ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আরও খবর