আজঃ সোমবার ২৯ এপ্রিল ২০২৪
শিরোনাম
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়

প্রশ্নপত্রে অক্ষর ছোট: মারামারি করলেন অভিবাবক সদস্যরা

প্রকাশিত:বুধবার ২১ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ২১ জুন ২০২৩ | অনলাইন সংস্করণ
Image

তানজিমুল হাসান মায়াজ, মতলব (চাঁদপুর)

প্রশ্ন পত্রের লেখা ছোট হওয়াকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রশ্নে উল্লেখিত লেখার (ফন্ট সাইজ) আকার ছোট হওয়াকে কেন্দ্র করে অভিবাবক সদস্যদের মধ্যে উচ্চবাক্য ও মারামারির ঘটনা ঘটেছে।

স্কুল সূত্রে জানা যায়, ৭ জুন বিদ্যালয়টির চলমান অর্ধবার্ষিকি পরীক্ষার অংশ হিসেবে নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার ৫ মিটিন আগে প্রশ্নপত্র নিয়ে সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলামের কাছে অক্ষর ছোট হওয়ার বিষয়ে জানতে চান অভিবাবক সদস্য আল-মহসিন প্রধান । বিষয়টিকে কারিগরী ত্রুটি হিসেবে উল্লেখ করে প্রশ্নপত্র বুঝতে সহযোগীতা করতে শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে বলে মহসিন প্রধানকে জানান সহকারী প্রধান শিক্ষক।

বিষয়টিকে তিনি অস্বাভাবিক উল্লেখ করে পরীক্ষার্থীদের ৩ নাম্বার হলে ছুটে গিয়ে শিক্ষার্থীদের হল থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এমন ঘটনায় উত্তেজিত না হতে মহসিন প্রধানকে অনুরোধ করতে এগিয়ে যান অপর একজন অভিবাবক সদস্য ইকবাল সরকার।

বিদ্যালয়টির অভিবাবক সদস্য ইকবাল সরকার জানান, উত্তেজনা থামাতে মহসিন প্রধানের হাত ধরলে তিনি ক্ষিপ্ত হয়েতার মুখে আঘাত করলে তাৎক্ষনিক দুজন হাতাহাতিতে জড়িয়ে যান । এসময় দুজনের গায়ে আঘাতপ্রাপ্ত হয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার শুরুতে উত্তেজিত মহসিন প্রধানের কর্মকান্ডের গতিবিধি ও সহকারী প্রধান শিক্ষকের সামনে প্রশ্ন ছুড়ে ফেলার ভিডিও চিত্র বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে রেকর্ড আছে বলে জানিয়েছেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

ঘটনার পর বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে গ্রহণ করে একটি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এদিকে মারামারির ঘটনায় অভিবাবক সদস্য ইকবাল সরকারকে অভিযুক্ত করে আমলী আদালত মতলব দক্ষিণে একটি মামলার আবেদন করেন অপর অভিবাবক সদস্য আল-মহসিন প্রধান। মামলার আবেদনে মহসিন প্রধান উল্লেখ করেন ঘটনার দিন নবম শ্রেণীর প্রশ্নে অক্ষর ছোট হওয়ায় প্রশ্ন বাতিল করার অভিযোগ করলে অভিযুক্ত ইকবাল সরকার তার সাথে তর্কে জড়িয়ে পরবর্তীতে কিল ঘুষি মেরে তাকে নীলাফুলা জখম করে। চোঁখে আঘাতের কথা উল্লেখ করে মহসীন সরকার অভিযোগ করেন , অভিযুক্ত তাকে হত্যার উদ্দেশ্যে গলায় চেপে ধরেন।

তবে ঘটনা ও মামলার আবেদনের বিষয়ে জানতে মহসিন প্রধানের সাথে একাধিকবার কথা বলতে চাইলেও তিনি নানা অজুহাত দেখিয়ে কথা বলতে রাজি হননি। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ জুনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বিদ্যালয়টির অফিস সহায়ক সুমন বলেন, একজন বর্তমান পৌর কাউন্সিলর ম্যানেজিং কমিটির সভাপতি, তিনি যেভাবে বলবেন সকল বিষয় সেভাবেই চলবে। আদালতে মামলার আবেদনের বিষয়েও কাউন্সিলরের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত বলে স্বেচ্ছায় বর্ণনা করেন তিনি।

এদিকে পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য মোজাহের হোসেন বলেন , আমরা সাধারণত পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে প্রশ্নপত্রের খামটি খুলে গনণা ও হলে পৌঁছে দিতে শিক্ষকদের মাঝে বিতরণ করি। একই ধারাবাহিকতায় ঘটনার দিন ৯ম শ্রেণীর ইংরেজী পরিক্ষার ঠিক পাঁচ মিনিট আগে হলে প্রশ্নপত্র পৌঁছানোর সাথে সাথে দায়িত্বরত শিক্ষকের কাছ থেকে প্রশ্নের ১ টি কপি ছিনিয়ে নিয়ে সহকারী প্রধান শিক্ষকের কক্ষে ছুটে আসেন অভিবাবক সদস্য মহসিন প্রধান। সহকারী প্রধান শিক্ষকের কক্ষ থেকে বেরিয়ে পূণরায় ৩ নম্বর হলে প্রবেশ করলে অভিবাবক সদস্য ইকবাল সরকার তাকে শান্ত করতে এগিয়ে গেলে মহসিন প্রধান তার উপর চড়াও হন।

একই ঘটনার কথা বর্নণা করেন অপর একজন অভিবাবক সদস্য নাজমুল হোসেন। বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো: নুরুজ্জামান ও ইংরেজী বিভাগের শিক্ষক মনির হোসেনও একই ঘটনা হুবহু বর্ণনা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে হঠাৎ এমন আকস্মিক ঘটনায় জ্ঞান হারিয়ে ফেলেন প্রায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী। এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। পরবর্তীতে সেসব শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা প্রধান করে পরীক্ষায় অংশ গ্রহণ করাতে সক্ষম হন ।

আলোচিত এ ঘটনায় একটি তদন্ত কমিটি ঘঠন করা হয়েছে বলে উল্লেখ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর লিখন সরকার বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এমন স্পর্শকাতর ঘটনার বিষয়ে লিখিত কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন, মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফি।

তবে তিনি মৌখিক ভাবে শুনেছেন উল্ল্যেখ করে বলেন, আমার মেয়ের ভর্তি পরীক্ষার কাজে ঢাকায় যাচ্ছি, ফিরে এসে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে বসবো।

নিউজ ট্যাগ: প্রশ্নপত্র

আরও খবর



ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

প্রকাশিত:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি

Image

ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-তারাকান্দা সড়কের কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আলম বলেন, তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত হাসপাতালে অন্তত ১০-১২ জনকে আনা হয়েছে। এদের মাঝে ছয়জনকে ভর্তি করা হয়েছে।

নিউজ ট্যাগ: ময়মনসিংহ

আরও খবর



নারীবাদ নিয়ে নোরা ফাতেহির মন্তব্যে ক্ষুদ্ধ নেটিজেনরা

প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

বলিউডের অন্যতম জনপ্রিয় ড্যান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি মাডগাঁও এক্সপ্রেস সিনেমায় নজর কাড়েন তিনি। এবার এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে এমন এক কথা বলে বসলেন তিনি, যাতে তার ওপর রেগে আগুন নেটিজেনরা।

সম্প্রতি একটি পডকাস্টের সাক্ষাৎকারে নোরা বলেছেন, নারীবাদ আসলে সমাজটাকে ধ্বংস করে ফেলেছে। আমি বলছি না যে মেয়েরা পড়াশোনা করবে না বা চাকরি করবে না; অবশ্যই করবে। তবে, এর একটা মেয়াদ বা সময়কাল আছে। পুরুষ চাকরি করবে, টাকা উপার্জন করবে, খাবার আনবে ও পরিবারকে রক্ষা করবে।

তিনি বলেন, অন্যদিকে নারী মা হবে, সন্তানের দেখাশোনা করবে, রান্না করবে, ঘরের কাজ করবে। নারীপুরুষের ভূমিকা এমনই হওয়া উচিত। এতে খারাপ কী! আমি এভাবেই চিন্তা করি। শুনলে মনে হবে, আমি হয়তো এখনো আদ্যিকালেই পড়ে আছি বা ওল্ড স্কুল। তবে, এটাই আমার বিশ্বাস।

নোরার কথা শুনে কার্যত অবাক সবাই। তিনি নিজে দাপিয়ে কাজ করছেন বহির্বিশ্বে, অথচ তিনি মেয়েদের বাড়ির কাজে বাঁধতে চাইছেন। নোরার কথা বিরক্ত হয়ে এক ব্যক্তি লেখেন, উনি কেন এখনো বিয়ে করে বাচ্চা লালনপালন না করে বেপর্দা হয়ে নাচানাচি করে বেড়াচ্ছেন? সিনেমায় যতই নায়িকা হন না কেন, ব্যক্তিগত জীবনে আপনি আসলে একটা খলচরিত্র।

অন্য আরেক ব্যক্তি লেখেন, এত ফালতু কথা আমি জীবনে শুনিনি। বুঝেছি, উনি কাদের খুশি করতে এসব কথা বলছেন! ওনার ভক্তরা তো সাধারণত পুরুষ। উনি আসলে ওনার পুরুষ ভক্তদের খুশি করতে চান।


আরও খবর
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

রবিবার ২৮ এপ্রিল ২০২৪




যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
শাকিল মোল্লা, রাজবাড়ী

Image

রাজবাড়ীতে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে অজ্ঞাত এক বৃদ্ধা নারী মারা গেছেন। আজ রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর থেকেই যাকাতের কাপড় নেওয়ার জন্য হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে মানুষ ভিড় জমায়। সকাল ৭টার দিকে কাপড় দেওয়া শুরু করা হয়। লাইন দিয়ে কাপড় দেওয়া হচ্ছিল। হঠাৎ কাপড় নিতে আসা মানুষেরা হট্টগোল পাকিয়ে ফেলে। তড়িঘড়ি করে কাপড় নিতে আসার সময় এক নারী নিচে পরে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিলন খান নামে একজন বলেন, সকাল ৭টা থেকে যাকাত দেওয়া শুরু হয়। শুরুতে সবাই সিরিয়াল ধরে নিচ্ছিল। যাকাত দেওয়ার কিছু সময় পরে লাইনের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সামনে প্যান্ডেলের বাঁশ ভেঙে যায়। এতে করে হুড়োহুড়ির মধ্যে পড়ে এক নারী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

দেলোয়ার হোসেন বলেন, সকাল ৭টা থেকে যাকাতের লুঙ্গি ও শাড়ি বিতরণ করার কথা ছিল। কিন্তু সময়ের আগেই লোকজন এসে ভিড় জমায়। তাদের লাইন ধরে দাঁড় করানো হয়। কিন্তু একপর্যায়ে লাইন ভেঙে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা নিরাপত্তার জন্য পুলিশ চেয়েছিলাম। কিন্তু পুলিশ ছিল না। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ আসে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে এক নারীর মৃত্য হয়েছে। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।


আরও খবর



ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান, নিষিদ্ধ হংকং-সিঙ্গাপুরে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ক্যানসার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইডের উচ্চ-মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্টের গুঁড়া মসলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং ও সিঙ্গাপুর।

এ ঘটনার পর ভারতের মশলা রফতানি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠান দুইটিতে তাদের মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে। ভারতে এ দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রফতানি করা হয়।

এমডিএইচ-এর মাদ্রাজ কারি পাউডার, সম্বার মসলা ও কারি পাউডার মসলা ও এভারেস্ট ফুড প্রোডাক্ট লিমিটেডের ফিশ কারি মসলা, মোট এই চারটি প্রোডাক্টকে ঘিরে তৈরি হয়েছে এই সমস্যা।

ইথিলিন অক্সাইড একটি গন্ধহীন রাসায়নিক। অত্যধিক পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।

হংকং ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলেছে, ভারতীয় ওই দুই কোম্পানির গুঁড়া মসলায় উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে। যা মানুষের খাওয়ার জন্য অনুপযোগী। আর দীর্ঘ সময় ধরে ইথিলিন অক্সাইডের ব্যবহারে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

ভারতের মশলার বাজারের অন্যতম বৃহৎ দুই কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেস। দেশটির বাজার গবেষণা সংস্থা জিওন মার্কেট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২২ সালে এই দুই কোম্পানি ১০ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের মশলা বিক্রি করেছে। দক্ষিণ এশিয়ার এ দেশটি ২০২২-২৩ সালে ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মশলা রফতানি করেছে বলে জানিয়েছে ভারতের মশলা বোর্ড।


আরও খবর



রাফাহ শহরে ইসরায়েলের ব্যাপক গোলাবর্ষণ

প্রকাশিত:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

আন্তর্জাতিক হুঁশিয়ারিকে অবজ্ঞা করে, পরিকল্পিত স্থল অভিযানের অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার রাফাহ শহরের পূর্ব প্রান্তে ইসরায়েল ব্যাপক কামানের গোলাবর্ষণ করছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। খবর আলজাজিরার।

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তাদের হামলার লক্ষ্যবস্তু নতুন করে নির্ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে শরণার্থী শিবিরগুলো এখন আক্রমণের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর এক্ষেত্রে হামলার প্রধান লক্ষ্যবস্তু এখন নুসেইরাত ও বুরেজি শরণার্থী শিবির ও দেইর এল-বালাহ শহর।

এদিকে, গাজার গণকবর পাওয়ার খবরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, সব ধরনের ফরেনসিক প্রমাণ সংরক্ষণ করা এখন খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত আহ্বানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘকে এ ধরনের গুরুত্বপূর্ণ উপাদানের আইনি দখল নেওয়ার অনুমতি দেওয়ার জন্য এখন আইন প্রণয়ন বিভাগের আদেশ নিতে হবে।

অন্যদিকে, গাজা উপত্যকায় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য আন্তর্জাতিক তদন্তকারীদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল।

এ প্রসঙ্গে প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ও হিউম্যান রাইটস ওয়াচের সাবেক পরিচালক রথ বলেছেন, যুদ্ধের মধ্যেও তদন্তের জন্য গণকবর থেকে প্রমাণ সংগ্রহ করা অসম্ভব নয়। বিষয়টি দুই পক্ষের সহযোগিতার ওপর নির্ভর করছে। তবে ইসরায়েল এমন স্বাধীন তদন্ত হোক, তা চাইবে না।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গাজার গণকবরে ৩৯২টি মরদেহ পাওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছে।


আরও খবর