আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

পানিতে ডুবে কাউন্সিলরের দুই সন্তানের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ | ১০৩৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

পটুয়াখালীর বাউফলে খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে কাউন্সিলরের ২ সন্তানের। সোমবার (২৯ আগস্ট) রাত ১০টায় পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- বাউফল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আজিজ সিকদারের ছেলে মো. আবদুল্লাহ (০৫) ও মো. ফাহিম (০৩) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আবদুল্লাহ ও ফাহিম রাত আনুমানিক ৯টার দিকে সবার অগোচরে খেলতে গিয়ে ঘরের পাশে খালে পড়ে নিখোঁজ হয়। তাদের বাবা বাসায় আসার পর তাদের নিখোঁজের বিষয় জানাজানি হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে সাবেক কাউন্সিলর টিটু মিয়ার বাসার পেছনে খালের পানিতে তাদের ভাসতে দেখা যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুই ভাইয়ের মৃত্যুতে পুরো পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসমা বলেন, শিশু আবদুল্লাহ ও ফাহিমকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, বিষয়টি শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা। যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


আরও খবর