আজঃ শনিবার ০৩ জুন ২০২৩
শিরোনাম

অভাবের তাড়নায় ৩ সন্তানের জনকের আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম প্রতিনিধি

Image

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অভাবের তাড়নায় তিন সন্তানের জনক আত্মহত্যা করেছেন। পাহাড়তলী থানাধীন কলেজ রোডের জাহাঙ্গীর চৌধুরীর ভাড়া বাসায় সকাল সাড়ে ৭টায় বশির নামক এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বিগত ৩ বছর পূর্বে তার স্ত্রী অসুস্থতায় মৃত্যুবরণ করলে তিন সন্তান ও মাকে নিয়ে এ বাসায় বসবাস করে আসছিলেন।

নিহত বশির কিশোরগঞ্জের বাজিতপুর থানার ইলছিয়া এলাকার মৃত শমসের আলীর পুত্র।

নিহতের বড় ভাই মোহাম্মদ আক্কাছ জানান, বশির বেশকিছু দিন আর্থিক কষ্টে জীবনযাপন করছিল। আয় রোজগার কম হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ভাড়া বাসায় দরজা বন্ধ করে সিলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যায় কারো প্রতি আমাদের অভিযোগ নেই।

পাহাড়তলী অপারেশন অফিসার এসআই আশরাফুল বলেন, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই স্পটে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আরও খবর