আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

অতিথিকে ভুলক্রমে হত্যার পর হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ জানুয়ারী ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ভারতের কর্ণাটক রাজ্যে নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে নিজের বাড়িতে বেড়াতে আসা এক অতিথিকে ভুল করে গুলি করে হত্যা করেছেন ওলেকার (৬৭) নামে এক বৃদ্ধ। এরপর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মারা গেছেন।

গুলিতে নিহত অতিথির নাম বিনয় (৩৪)।

শনিবার রাতে কর্ণাটকের শিবমোগগা নগরীতে মঞ্জুনাথ ওলেকারের বাড়ির অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, নতুন বছর উদযাপনে আকাশে ফাঁকা গুলি ছোড়ার জন্য বন্দুক প্রস্তুত করছিলেন মঞ্জুনাথ ওলেকার। কিন্তু ভুল করে ট্রিগারে চাপ পড়ায় গুলিবিদ্ধ হন তার পাশে দাঁড়িয়ে থাকা বিনয়। আহত বিনয়কে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় মারা যান তিনি।

ওলেকারের ছেলের বন্ধু ছিলেন বিনয়। তার এমন মৃত্যুতে অত্যন্ত শোকাহত হয়ে হার্ট অ্যাটাকে মারা যান ওলেকার।

মিথুন কুমার নামে পুলিশের এক কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, ওলেকার তার লাইসেন্স করা বন্দুকটি এর আগেও নতুন বছর উদযাপন অনুষ্ঠানে ফাঁকা গুলি ছুড়তে ব্যবহার করেছেন।


আরও খবর



মিঠাপুকুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
রংপুর প্রতিনিধি

Image

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে চলে এই সংঘর্ষ। এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান- পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত সকলের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপির পক্ষ উপজেলা পরিষদ গেটের সঙ্গে অডিটোরিয়াম হলে এবং উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের পক্ষ রংপুর-ঢাকা চারলেন মহাসড়কে ওভারব্রিজের নিচে বিকেলে আলোচনা সভার আয়োজন করে। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা চেয়ারম্যানের পক্ষ একটি মিছিল নিয়ে সভাস্থলে যাচ্ছিল। উপজেলা পরিষদ গেট অতিক্রম করার সময় অন্য পক্ষের (এমপি পক্ষ) নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।


সংঘর্ষ চলছে।

এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের হাজার হাজার নেতাকর্মী লাঠি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় উপজেলা সদরে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করে। পরে সন্ধ্যা ৬টার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহতদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্তসহ ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহতদের মধ্যে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ ১০ জন পুলিশ সদস্য রয়েছেন। সংঘর্ষে আহত দুই গ্রুপের নেতা কর্মীদের দেখতে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।


আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ মোস্তফা কামাল বলেন, 'মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের সকল নেতৃবৃন্দ মিলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ র‍্যালির প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এসময় উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার তার নেতাকর্মীদের নিয়ে আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় সাংসদ এইচ এন আশিকুর রহমান এমপি স্যার ও তার সুযোগ্য সন্তান জননেতা রাশেক রহমান ভাইকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দেয় এবং একপর্যায়ে আমাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই ঘটনায় আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়।'

উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন, 'মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেত হওয়ার পর নেতাকর্মীসহ আমরা মিছিল নিয়ে পূর্বনির্ধারিত আলোচনা সভার স্থানে যাচ্ছিলাম। উপজেলা পরিষদের সামনে পৌঁছালে এমপির পক্ষের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে অনেক নেতাকর্মী আহত হয়। পরে আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন।'

মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দেয়নি। তবে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আরও খবর



রিক্রুটিং প্রক্রিয়ায় আইনের আওতায় আসছে মধ্যস্বত্বভোগীরা

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বৈদেশিক কর্মসংস্থানের রিক্রুটিং প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীরা আইনি কাঠামোর আওতায় আসছে। এক্ষেত্রে নিবন্ধনের মাধ্যমে তারা স্বীকৃতি পাবে। এমন বিধান যুক্ত করে রোববার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল- ২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বিলটি সংসদে তোলেন। পরে এটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান হয়।

বিলের সংজ্ঞায় সাব এজেন্ট বা প্রতিনিধি সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সাব এজেন্ট বা প্রতিনিধির অর্থ হচ্ছে এই আইনের অধীনে নিবন্ধিত কোনো ব্যক্তি, যিনি কোনো রিক্রুটিং এজেন্টের সাব এজেন্ট বা প্রতিনিধি হিসেবে বৈদেশিক কর্মসংস্থানের জন্য এই এজেন্টের চাহিদা অনুযায়ী অভিবাসীকর্মী সংগ্রহ করেন।

এ ছাড়া বিলে অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে ব্যাংক ঋণ, কর রেয়াত, সঞ্চয়, বিনিয়োগ, আর্থিক সহায়তা, বৃত্তি দেওয়া ইত্যাদি প্রবর্তন ও সহজ করার ব্যবস্থা করার বিধান রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, বৈদেশিক কর্মস্থলে নারী অভিবাসীকর্মীদের সম্মান, মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ আর্থিক ও অন্যান্য কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা যাবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, বিলে রিক্রুটিং এজেন্সিগুলো জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার অতিরিক্ত হিসেবে অপরাধ সংঘটনের জন্য রিক্রুটিং এজেন্সিকে অন্যূন ৫০ হাজার টাকা এবং অনধিক ২ লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে। তদন্ত ও শুনানি ব্যতিরেকে অভিযোগের গুরুত্ব বিবেচনায় রিক্রুটিং লাইসেন্সের কার্যক্রম স্থগিতকরণের বিধান করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানের রিক্রুট প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের আইনি কাঠামোর জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে সাব-এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্বের বিধান সংযোজন করা হয়েছে।


আরও খবর



ফের ফারিণের কলকাতা মিশন

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

দেশের টিভি নাটকের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ওটিটিতেও তাঁর অভিনয় জাদুতে মুগ্ধ দর্শক। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমায়। সেখানে তাঁর অভিষেক হয়েছে অতনু ঘোষের আরও এক পৃথিবী সিনেমায়। নির্মাতার ১০ নম্বর সিনেমাটি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ৩ ফেব্রুয়ারি। এতে ফারিণের অভিনয় বেশ প্রশংসিত হয়। আবারও এলো ঢাকার ফারিণের কলকাতা মিশনের খবর। আমির খান প্রযোজিত লাপতা লেডিসখ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর সিনেমায় নায়িকা হচ্ছেন এ তারকা অভিনেত্রী। খবরটি জানিয়েছেন নিজেই। পাত্রী চাই শিরোনামে সিনেমায় ফারিণের নায়ক কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। 

আরও পড়ুন>> মেকআপ ছাড়া ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুমিতা

ফারিণ বলেন, বিপ্লব গোস্বামী একজন গুণী চিত্রনাট্যকার। বলিউড অভিনেতা আমির খান তাঁর লেখারও একজন ভক্ত। এমন একজন মানুষের সিনেমায় কাজ করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প নিয়ে এটি নির্মিত হবে। গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। এর আগে কলকাতার সিনেমায় আমি অভিনয় করেছি। দর্শকদের বেশ প্রশংসাও পেয়েছিলাম। আশা করছি, নতুন সিনেমাটিতেও দর্শক সাড়া মিলবে। সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পের সিনেমাটিতে আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর। দুর্গাপূজার পরই দৃশ্য ধারণ শুরু হবে। এটি প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্ম। গত ১১ আগস্ট নতুন জীবনে পা রেখেছেন ফারিণ। বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদকে। এরপর হানিমুন সারেন মালদ্বীপে। সেখান থেকে দেশে ফিরে শুটিংয়ে চলে যান অস্ট্রেলিয়ায়। ফিরেই নতুন কিছু কাজের ঘোষণা দেন। জানালেন, চরকি অরিজিনাল সিনেমা পুনর্মিলন-এ কাজ শেষ করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তারকা অভিনেতা সিয়াম আহমেদ। কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এটি শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। 

আরও পড়ুন>> রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, একসঙ্গে ভ্রমণে গেলে বন্ধুত্ব হয়, কর্মস্থলে-বিশ্ববিদ্যালয়ে বন্ধুত্ব হয়। তবে আরেক ধরনের বন্ধুত্বের গল্প খুব একটা দেখা হয় না, সেটা কাজিনদের বন্ধুত্বের গল্প। এর আগে নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমায় বন্ধুদের গল্পে অভিনয় করেছি। এটিও বন্ধুত্বের গল্প। তবে এর অ্যাঙ্গেলটি অন্য রকম। সময়োপযোগী একটি চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে ভালো কিছু হবে এ আশা করাই যায়। ওয়েব সিনেমাটি ছাড়াও ফারিণের হাতে রয়েছে বাবা, সামওয়ান ফলোয়িং মি, কাছের মানুষ দূরে থুইয়াসহ বেশ কয়েকটি ওটিটির কাজ। কাজল আরেফিন অমির অসময় নামে ওয়েব সিনেমায়ও অভিনয় করতে যাচ্ছেন তিনি। শিগগিরই এর শুটিং শুরু হবে। এটি ডিসেম্বরে উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে।


আরও খবর
‘শক্তিমান’ হবেন রণবীর সিং

রবিবার ০১ অক্টোবর ২০২৩




বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সুন্দরবনের ম্যানগ্রোভ এবং চামড়া খাতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বাংলাদেশে জার্মান সরকারের পক্ষে জিআইজেডর কান্ট্রি ডিরেক্টর আন্দ্রেয়াস কুক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

চুক্তির প্রকল্পগুলোর শিরোনাম: সুন্দরবন ম্যানগ্রোভ এবং সামুদ্রিক সুরক্ষিত অতলস্পর্শী এলাকা (সোয়াচ অফ নো গ্রাউন্ড) সমন্বিত ব্যবস্থাপনা এবং ট্যানারিগুলোতে ভাল কাজের পরিবেশ (জিওটিএএন)

সুন্দরবন ম্যানগ্রোভস এবং সামুদ্রিক সুরক্ষিত অতলস্পর্শী এলাকা (সোয়াচ অফ নো গ্রাউন্ড)-এর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের জন্য ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেয়া হবে। তিন বছর মেয়াদের মধ্যে ২০২৫ সালের ৩১ জুলাইয়ের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে মৎস্য (ডিওএফ) প্রকল্পটি বাস্তবায়ন করবে। 

আরও পড়ুন>> কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সরকার ১ লাখ ৭৩ হাজার হেক্টর সারফেস এলাকা নিয়ে এসওএনজিকে দেশের প্রথম মেরিন সুরক্ষা এলাকা হিসেবে মনোনীত করেছে। মূলত বিস্তৃত নীল সুন্দরবন এলাকাকে সহায়তার লক্ষে ২০১৭ সালের মার্চ থেকে চলমান প্রকল্পে চাহিদা ভিত্তিতে অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।

মূল প্রকল্পের উদ্দেশ্য হল সমন্বয় প্রক্রিয়া উন্নত করা সামুদ্রিক সুরক্ষিত অতলস্পর্শী এলাকার প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং টেকসই ব্যবহার সামুদ্রিক সুরক্ষিত এলাকা এবং বিএফডির ক্ষমতা জোরদার করা।

ট্যানারিগুলোতে ভাল কাজের পরিবেশের জন্য প্রকল্পটিতে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত মোট  ৪ মিলিয়ন ইউরো তহবিল (জিওটিএএন) সহায়তা প্রদান করা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন বিভাগ (ডিআইএফই) প্রকল্পটি বাস্তবায়ন করবে।


আরও খবর



বাংলাদেশে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দেওয়ার দাবি অস্ট্রেলিয়ান এমপির

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

বাংলাদেশে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দেওয়ার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এমপি আবিগেইল বয়েড। এ ছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেন তিনি।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে 'অস্ট্রেলিয়ান গ্রিনস' দলের এমপি আবিগেইল বয়েড স্পিকারের উদ্দেশে প্রথম পয়েন্টে বলেন, এই হাউস যেনো নোট করে যে-

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস অনুযায়ী ১৫ বছরেরও বেশি সময় আগে বাংলাদেশে একটি বৈধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশে ২০১৪ ও ২০১৮ সালে দুটি কারচুপি এবং বিতর্কিত নির্বাচনের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হন, ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধান বলছে- ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সহিংসতায় ধ্বংস হয়েছিল, বাংলাদেশে জোরপূর্বক গুমের সংখ্যা এবং ভিক্টিমদের ন্যায়বিচার পাওয়ার অধিকার না দেওয়া নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, আর. কেনেডি হিউম্যান রাইটস এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো, হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী- জোরপূর্বক গুমের সঙ্গে বাংলাদেশ সরকারের জড়িত থাকা অব্যাহত রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উল্লেখ করেছেন- নিজ দেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে খর্ব করেন এমন বাংলাদেশিদের জন্য ভিসাসীমিত করার নীতি গ্রহণ করছে ওয়াশিংটন, ২০২১ সালে বাইডেন প্রশাসন বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং বাংলাদেশি নেত্রী খালেদা জিয়ার রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক কারাবরণ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং ২০১৮ সালের সাধারণ নির্বাচন যেভাবে পরিচালনা করা হয়েছে তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে।

নিউ সাউথ ওয়েলস লেজিসলেটিভ কাউন্সিল (নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষ) এর সদস্য আবিগেইল বয়েড দ্বিতীয় পয়েন্টে বলেন, এই হাউস যেনো অস্ট্রেলিয়ান সরকারকে আহ্বান জানায়- দেশটিতে নির্বাচন সুষ্ঠু, বেআইনি কর্মকাণ্ড ও হস্তক্ষেপমুক্ত হওয়া নিশ্চিত করতে আসন্ন জাতীয় নির্বাচনের স্বাধীন তদারকি মেনে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে, অবিলম্বে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক রাজবন্দির মুক্তির দাবি করতে, এমন একটি বিচার ব্যবস্থার প্রবর্তনকে সমর্থন করতে- যেটি সকল বাংলাদেশিদের জন্য সহজ এবং ন্যায্য হবে, বাংলাদেশে মানবিক ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে নিজেদের চলমান ব্যর্থতার জন্য শেখ হাসিনা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং ডিবি পুলিশের সদস্যদের বিরুদ্ধে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন আরোপ করতে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ মে আবিগালি বয়েডের (অস্ট্রেলিয়ান গ্রিনস) দলসহ ফের অস্ট্রেলিয়ায় সরকার গঠন করে ক্ষমতাসীন লেবার পার্টি। সম্প্রতি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দাঁড়িয়ে এই অস্ট্রেলিয়ান গ্রিনস দলেরই আরেক নেতা, দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সরকারের দাবি পরিষ্কার করার আহবান জানিয়ে এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণে নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।


আরও খবর