আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করার বিষয়টি এস এম মুনীর নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ পদত্যাগ করেন।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের পর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।


আরও খবর
দ্বিতীয় দফায় রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




শেখ হাসিনা ভারতে বসে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছেন: মির্জা ফখরুল

প্রকাশিত:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
এস এ শফি, সিলেট

Image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারত বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেশের মানুষ এখন সব বোঝে। ফলে কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না। ১৫ বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন। দেশকে গোছাতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। তাদের সব ধরনের সহায়তা করবো আমরা। 

রোববার (২৫ আগস্ট) বিকেলে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এর আগে, আজ সকাল সাড়ে ১১টার দিকে আকাশপথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে আসেন। দুপুর সোয়া ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.) এবং শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

নিউজ ট্যাগ: মির্জা ফখরুল

আরও খবর



তাকসিম না থাকলেও তাঁর সিন্ডিকেট এখনোও ওয়াসায়

প্রকাশিত:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

শেখ হাসিনার সরকারের আমলে চারদিকের শত সমালোচনার মুখেও যে মানুষটি বহাল তবিয়তে ছিলেন, তিনি হলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। সরকার পতনের সঙ্গে সঙ্গে তিনিও সরে যেতে বাধ্য হয়েছেন। তবে ওয়াসায় এখনো বহাল তবিয়তে আছে তাঁর বসানো লোকজন। ফলে তাকসিম না থাকলেও তাঁর সিন্ডিকেট এখনো আছে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান তাকসিম এ খান। প্রথম নিয়োগ থেকে মোট সাতবার নিজের চুক্তির মেয়াদ বাড়িয়ে ওয়াসাকে যেন নিজের ব্যক্তিগত সংস্থায় পরিণত করেছিলেন এ প্রকৌশলী। নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় অনেকটা অচল হয়ে পড়ে সেবাদানকারী এ প্রতিষ্ঠানটি। শুরুতেই তাঁর সেই সিন্ডিকেটে ঢুকে পড়েন ওয়াসার কমপক্ষে ১০ জন প্রকৌশলী।

হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে তাকসিম এ খানের চুক্তি বাতিল করলেও তাঁর অনুসারীরা এখনো বহাল তবিয়তে। বিষয়টি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। এই সিন্ডিকেটের মাধ্যমে বৈদেশিক সাহায্য নেওয়া প্রকল্পের ১৯ হাজার কোটি টাকা এখন ওয়াসার কাঁধে ঋণের বোঝা রেখে গেছেন তাকসিম। এসব প্রকল্পের পিডির দায়িত্বেও রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানতে চাইলে গতকাল শনিবার ঢাকা ওয়াসার সদ্য নিয়োগ পাওয়া এমডি এ কে এম শহীদ উদ্দীন বলেন, আমি এখন ঢাকা শহরের পানি সরবরাহের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। সবই সমাধান হবে। আমি যদি সবকিছু এই মুহূর্তে ঘাঁটাঘাঁটি শুরু করি, তাহলে মানুষের সেবা দিতে পারব না। তাই আপাতত নো কমেন্টস।

ওয়াসার একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ আগস্ট বিদায়ী এমডি তাকসিম এ খানের চুক্তির মেয়াদ বাতিল করে নতুন এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হলো তাঁরই দীর্ঘ দিনের বিশ্বস্ত কর্মকর্তা প্রকৌশলী এ কে এম শহীদ উদ্দীনকে। প্রকৌশলী শহীদ ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এর আগে তাকসিমের পছন্দের পরিচালক, উপদেষ্টা ও প্রধান প্রকৌশলীর দায়িত্বও পালন করেছেন।

তাকসিম সিন্ডিকেটের আরেক সদস্য তাঁর একান্ত অনুসারী হিসেবে পরিচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম। তিনি বর্তমানে সংস্থার ৬ হাজার কোটি টাকার প্রকল্পের পিডি। এ ছাড়া ৮ হাজার কোটি টাকার এডিবি প্রকল্পের পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদ, তাকসিমের স্টাফ অফিসার ও নির্বাহী প্রকৌশলী বদরুল আলম, সংস্থার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর, ক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জয়নাল আবেদিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আনোয়ার সাত্তার, প্রকল্প পরিচালক ওয়াইজ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (১৬ ইউনিয়ন পানি সরবরাহ) আজিজুল হক এবং সায়েদাবাদ পানি সরবরাহ-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান অন্যতম।

ওয়াসার সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী তাকসিমের ঘনিষ্ঠ সহযোগী এবং অর্থ জোগানদাতা হিসেবে শহীদ উদ্দীনের নাম আসে সবার আগে। তাকসিমের বিদায়ের পরও তাঁর সহযোগী বর্তমান এমডি শহীদ উদ্দিন তাকসিমের নির্দেশে সিন্ডিকেটের সদস্যদের নানাভাবে সুরক্ষা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা যে পদে আছেন, তাঁদের সেই পদেই রাখবেন ঘোষণা দিয়েছেন শহীদ। বিষয়টি নিয়ে ওয়াসা ভবনে চরম অসন্তোষ বিরাজ করছে।


আরও খবর



এক্সিম ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
অর্থ ও বাণিজ্য ডেস্ক

Image

বেসরকারি খাতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির (এক্সিম ব্যাংক) পরিচালনা পর্ষদ ভেঙে তিনজন শেয়ারহোল্ডারসহ পাঁচ পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক আদেশে আগের পর্ষদ বাতিল করে। একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

নতুন পর্ষদে পরিচালক হয়েছেন ব্যাংকটির শেয়ারহোল্ডার মো. নজরুল ইসলাম স্বপন, মো. নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুন। নতুন পর্ষদে পরিচালকদের মধ্যে শেয়ারহোল্ডার তিনজন আগেও ব্যাংকটির পরিচালক ছিলেন।


আরও খবর



উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ভারতের উত্তরপ্রদেশে ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। রোববার (০৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ভবনটি ধসে পড়ে। রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা আরও তিনজনের মরদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শহরের পরিবহন নগর এলাকায় ধসে পড়া ভবনটি তিন তলা ছিল। এতে আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন।

শহরের পরিবহন নগর এলাকায় জানান, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জগরূপ সিং (৩৫) নামে তিনজনের মরদেহ উদ্ধর করেছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মাণ করা হয়েছিল। দুর্ঘটনার সময়ে ভবনটিতে কিছু কাজ চলছিল। শনিবার যখন ভবনটি ধসে পড়ে তখন নিহতদের বেশিরভাগ নিচতলায় কাজ করছিলেন।

জানা গেছে, ভবনটিতে একটি গোডাউন ও একটি ওয়ার্কশপ ছিল। আহতদের লোকবন্ধু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনের একটি গোডাউনে কাজ করা আকাশ সিং জানান, ধসে পড়ার আগে ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। তিনি বলেন, বৃষ্টির জন্য আমরা নিচতলায় নেমেছিলাম। তখন আমরা ভবনের একটি পিলারে ফাটল দেখতে পায়। হঠাৎ ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।


আরও খবর
জিতলে ওভারটাইমে কর বাদ দেবেন ট্রাম্প

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি

Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

আজ রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন বাসযাত্রী নিহত হন ও ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া জানান, এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ, সাকিবুর রহমান (৩৫) ও রহিজ শেখ (২৪)। নিহতেরা সবাই বাসের যাত্রী ছিলেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, এখন পর্যন্ত ৫ জনের মধ্যে চারজনের নাম শনাক্ত করতে পেরেছি। এরমধ্যে নিহত তানিয়া আফরোজ এবং তার বোন চহুরা একই বাসে ছিলেন। তাদের দুই বোনের মধ্যে একজন মারা গেছেন। তবে তিনি তানিয়া না কি চহুরা সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর