আজঃ সোমবার ২৯ এপ্রিল ২০২৪
শিরোনাম

নতুন ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়ানোর উপায়

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ মে ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন, কিন্তু আপনার সাইটে ভিজিটর নেই। এটি নিঃসন্দেহে হতাশাজনক। যে কেউ চাইবে তার তৈরি করা ওয়েবসাইটে ভিজিটর আসুক। ভিজিটর তো অনেকভাবেই আনা যায়। এর মধ্যে অরগানিক ভিজিটরকেই বেশি মূল্যবান বলে মনে করা হয়। এই ভিজিটরদের তাহলে সাইটে কীভাবে আনা যায়? সে বিষয়টি নিয়েই আজকের আলাপ।

ওয়েবসাইট বা ব্লগে ভিজিটর বাড়ানোর উপায়: ওয়েবসাইট থেকে টাকা উপার্জনের প্রধান শর্ত হলো ভিজিটর। আপনি যদি ওয়েবসাইট বা ব্লগ থেকে আয়ের চিন্তা করেন, তাহলে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে অরগানিক ট্রাফিক থাকতে হবে।  যেকোনো সাইটেই ভিজিটর বা ট্রাফিক থাকা ভীষণ জরুরি। ভিজিটরকে একটি ওয়েবসাইটের প্রাণ বললেও অত্যুক্তি হবে না। তাই ওয়েবসাইট চালানোর ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর আনা। একটা ওয়েবসাইট বা ব্লগে নিয়মিত লেখালেখি করে বা অন্য কোনো কনটেন্ট আপ করে, তা থেকে টাকা উপার্জনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইটে ভিজিটর আনতে হবে। এ জন্য কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। কারণ, কোনো সাইটে ভিজিটর আনা তেমন সহজ না। সাইটে ভিজিটর আসতে শুরু করলে ওয়েবসাইটে থাকা পোস্টগুলো এমনিতেই গুগলের প্রথম পাতায় আসতে শুরু করবে। গুগলের প্রথম পাতায় ওয়েবসাইটের কোনো কনটেন্ট চলে এলে অরগানিক ভিজিটর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর কোনো কনটেন্টে ভিজিটর সংখ্যা বাড়লে তা ওয়েবসাইটের ভিজিটর সংখ্যাও বাড়াবে। এ সংখ্যা যত বাড়বে, ততই আপনার ওয়েবসাইট এগিয়ে যাবে। এ জন্য কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। তবে সবার আগে জানতে হবে ওয়েবসাইট বা ব্লগ ভিজিটর কী?

ওয়েবসাইট ব্লগ বা ভিজিটর কী?: ওয়েবসাইটে কীভাবে ট্রাফিক বা ভিজিটর আসবে, সে বিষয়ে জানার আগে আসুন জেনে নিই ভিজিটর বলতে আসলে কী বোঝায়? মূলত ওয়েবসাইটে ভিজিটর বলতে বোঝায় সে সাইট-এর ব্যবহারকারীদের। কোনো নিউজ পোর্টাল, বা ফিচার ব্লগের ক্ষেত্রে এই ব্যবহারকারীরা হলো পাঠক। আবার কোনো গেমিং সাইটের জন্য এই ব্যবহারকারীর পরিচয় হলো গেমার। প্রতিদিন আপনার ওয়েবসাইটে যত পাঠক বা ব্যবহারকারী আসে, তারাই হচ্ছে আপনার সাইটের ভিজিটর। আর এই ভিজিটররা আসে Google Search, social media বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে অরগানিক ভিজিটর। অরগানিক ভিজিটর বলতে বোঝায় Search Engine (Google, Bing, Yahoo, Yandex ইত্যাদি)-এর মাধ্যমে যে ভিজিটর বা পাঠকেরা আপনার সাইটে ভিজিট করে বা ঘুরে যায়, তারা। ভিজিটর বা অরগানিক ট্রাফিক থাকলে আপনি অ্যাডসেন্সের মাধ্যমে টাকা উপার্জনের পথ করে নিতে পারবেন। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ।

অরগানিক ট্রাফিক বাড়ানোর কিছু কার্যকর পদ্ধতি: ওয়েবসাইটে আশানুরূপ ফল পেতে ব্লগ বা সাইটে ভিজিটরের কোনো বিকল্প নেই। আসুন তবে জেনে নিই কিছু সেরা পথ, যার মাধ্যমে আপনি চাইলেআপনার সাইটের ভিজিটর খুব সহজেই বাড়াতে পারবেন।

১. এসইও (SEO) করা

আপনি যদি আপনার সাইটের ভিজিটর বাড়াতে চান, তাহলে প্রথম একটি বিষয় হচ্ছে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)। সাধারণত আমরা কোনো বিষয় বা তথ্য জানার জন্য একটি নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করি। তখন আমরা একটি রেজাল্ট পাই, যা গুগল আমাদের সামনে তুলে ধরে। গুগল সার্চে কিন্তু অনেকগুলো ফল আসে। অনেকগুলো পাতায় এই ফলগুলো সাজানো থাকতে পারে। কিন্তু আমরা সাধারণত প্রথম দিকের সাজেশনগুলোই ফলো করি। অধিকাংশ ক্ষেত্রেই গুগল সার্চের প্রথম পাতায় আসা রেজাল্টগুলো থেকেই আমরা আমাদের পছন্দের সাইটকে খুঁজে নিই। প্রথম পাতায় কোন ওয়েবসাইটের কনটেন্ট দেখাবে, আর কোনটি দেখাবে না, তা নির্ভর করে এসইওর ওপর। যে ওয়েবসাইটের SEO যত ভালো, সে ওয়েবসাইট গুগল সার্চে তত এগিয়ে থাকবে। গুগল সার্চের পদ্ধতির কথা মাথায় রেখে কনটেন্ট তৈরি, সেখানে প্রয়োজনীয় কি-ওয়ার্ড দেওয়া এবং এমন নানা কাজের মাধ্যমে এসইও করা হয়। প্রথম পাতায় কোনো একটি ওয়েবসাইটের কনটেন্ট দেখানোর কারণ হচ্ছে, প্রথমে দেখানো ওয়েবসাইটগুলোকে সঠিকভাবে এসইও করা হয়েছে। এসইও ঠিকমতো করা হলে সেই সাইট র‍্যাঙ্কিং পেয়ে প্রথম দিকে থাকবে। সঠিকভাবে এসইও করা হলে কেউ কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে গুগলে সার্চ করলে, সে বিষয়ের ওপর তৈরি ওয়েবসাইট কনটেন্ট বা সাইটটিকে গুগল সামনের দিকে দেখাবে। আর এর মাধ্যমেই ওই সাইটে প্রতিদিন অনেক অরগানিক ভিজিটর আসা শুরু করবে। তাই ভিজিটর বাড়াতে SEO একটি গুরুত্বপূর্ণ অংশ।

২. সোশ্যাল মিডিয়া শেয়ার

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে সঠিকভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট ইত্যাদি) প্ল্যাটফর্মে মার্কেটিং করে প্রচুর ভিজিটর পেতে পারেন। আপনি চাইলে আপনার সাইটের নাম দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট বা পেজ তৈরি করে সেখানে প্রতিদিন কনটেন্ট শেয়ার করতে পারেন। সেই পেজকে যত সামনে এগিয়ে নেওয়া যাবে, অর্থাৎ এর সঙ্গে যত সোশ্যাল মিডিয়া আইডিকে যুক্ত করা যাবে, ততই প্রতিটি কনটেন্টে ভিজিটর বাড়তে থাকবে।

৩. গেস্ট পোস্টিং করা

কিছু ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনাকে কনটেন্ট শেয়ার করতে, পোস্ট করতে, কনটেন্ট থেকে লিংক নিতে দেবে। সেই সাইটগুলো খুঁজে নিয়ে আপনি চাইলে আপনার সাইটের জন্য গেস্ট পোস্টিং করে প্রচুর অরগানিক ট্রাফিক পেতে পারেন। এই সাইটগুলোতে আপনি খুব সহজেই কয়েকটি কনটেন্ট পাবলিশ করতে পারবেন। সেখানে দেওয়া কনটেন্টগুলোতে কিছু সেরা কিওয়ার্ড যুক্ত করুন। ওই কিওয়ার্ডগুলোর সঙ্গে আপনার সাইটের কিছু কনটেন্টকে যুক্ত করুন, সেগুলোকে ইন্টারনাল লিংক করুন। এই প্রতিটি পদক্ষেপ আপনাকে অরগানিক ভিজিটর বা ট্রাফিক পেতে সহায়তা করবে। ইন্টারনাল লিংক করার ফলে পাঠকেরা আপনার পোস্টটি পড়ার সময় আপনার অ্যাঙ্কর টেক্সটে ক্লিক করে আপনার সাইটে চলে আসবে অন্য আর্টিকেল দেখার আগ্রহ থেকে। এভাবে আপনি গেস্ট পোস্টিং করে নিজের সাইটে প্রচুর ট্রাফিক আনতে পারবেন।

৪. ব্লগ কমেন্টিং

কিছু কিছু সাইট রয়েছে, যেখানে আপনি চাইলে কমেন্ট সেকশনে গিয়ে নিজের ওয়েবসাইট শেয়ার করতে পারবেন। এটাকে ব্লগ কমেন্টিং বলা হয়। আপনি চাইলে সুন্দর করে কমেন্ট করে আপনার সাইটের লিংক দিয়ে নিজের ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবেন খুব সহজেই।

৫. ফোরাম পোস্টিং/প্রশ্ন-উত্তর সাইট

কিছু সাইট রয়েছে, যেখানে ফোরামের সুবিধা রয়েছে। অনেক ভিজিটর রয়েছে, যারা তাদের অজানা বিষয়ে প্রশ্ন করে এসব সাইটে গিয়ে। ফোরাম ধাঁচের হওয়ায় এসব প্রশ্নের উত্তর অন্য ব্যবহারকারীদের কেউ না কেউ দেয়। এ ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, সেটা হচ্ছেআপনার কনটেন্ট রিলেটেড প্রশ্নগুলো খুঁজে বের করুন। সে ধরনের প্রশ্নের উত্তরে ঘরে গিয়ে উত্তরে সঙ্গে সঙ্গে নিজের সাইটে প্রকাশিত কনটেন্টটির লিংক জুড়ে দিন। ওই সাইটের ব্যবহারকারী তখন সম্পূর্ণ উত্তরটি পেতে আপনার লিংকে প্রবেশ করবে এবং এর মাধ্যমে আপনার সাইটে ট্রাফিক বাড়বে।

৬. ভিডিও মার্কেটিং

ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর ক্ষেত্রে ইউটিউব, ভিমিও-এর মতো ভিডিও শেয়ারিং সাইটগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিও শেয়ার করে অরগানিক ট্রাফিক পেতে হলে আপনাকে অবশ্যই ভিডিও শেয়ার করে ডেসক্রিপশনে আপনার সাইটটির লিংক দিয়ে দিতে হবে। অনেকেই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সাইট ভিজিট করে।

৭. ই-মেইল মার্কেটিং

বর্তমান সময়ে ই-মেইল মার্কেটিং আরেকটি জনপ্রিয় মাধ্যম হিসেবে কাজ করছে। আপনার সাইটে ভিজিটর পাওয়ার ক্ষেত্রে ই-মেইল মার্কেটিং খুবই সহায়ক হতে পারে। বর্তমানে অনেক মানুষ আছে, যারা বিভিন্ন তথ্য পেতে ই-মেইল চেক করে। এ ধরনের মার্কেটিংয়ের মাধ্যমে আপনি সম্ভাব্য ব্যবহারকারীদের নিজের সাইটে প্রকাশিত কনটেন্টের লিংকসহ ই-মেইল করতে পারেন। এ ধরনের সেবাদাতা বেশ কিছু প্রতিষ্ঠান আছে দেশে ও বিদেশে। বৈশ্বিকভাবে বেশ কিছু প্রতিষ্ঠান বেশ বিশ্বস্ততার সঙ্গে এ সেবা দিয়ে আসছে। একটু গুগল করলেই এ নিয়ে বিস্তারিত জানতে পারবেন। ই-মেইল মার্কেটিংয়ের মাধ্যমেও বেশ ভালোসংখ্যক অরগানিক ভিজিটর পেতে পারবেন।

উল্লিখিত সাতটি পদ্ধতি ব্যবহার করলে ওয়েবসাইটের ভিজিটর উল্লেখযোগ্যভাবে বাড়বে আশা করা যায়। তবে প্রতিটি বিষয়ের ফল নির্ভর করে দক্ষতার ওপর। এই প্রতিটি ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করলে ভিজিটর আসবে। দক্ষতা যত বাড়বে পদ্ধতিগুলোর কার্যকারিতা তত বাড়বে। যেমন ই-মেইল মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন কনটেন্টের লিংক ই-মেইলে পাঠাবেন, সোশ্যাল মিডিয়ায় কীভাবে, কত সময় পরপর কী কনটেন্ট শেয়ার করবেন বা এসইও করার সময় কোন কোন বিষয়ের দিকে নজর দেবেন, কি-ওয়ার্ড সিলেকশন কেমন হবে, ইত্যাদি বিষয়ের ওপর এই প্রতিটি পদ্ধতির কার্যকারিতা নির্ভর করে। কে না জানে, পদ্ধতিগুলো যত কার্যকর হবে তত ভিজিটর আসবে। আর ভিজিটর সংখ্যা বাড়লে ওয়েবসাইট থেকে আয়ের সম্ভাবনাও বাড়বে।


আরও খবর



৭০ বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে শয়তান ধূমকেতু

প্রকাশিত:শনিবার ০৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

Image

৭০ বছর পর পৃথিবীর আকাশের দিকে ধেয়ে আসছে একটি ধূমকেতু, যা মাউন্ট এভারেস্টের সমান বড়। ধূমকেতুটির নাম ১২পি/পনস-ব্রুকস যা ডেভিল কমেট বা শয়তান ধূমকেতু নামে বেশি পরিচিত।

সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের সময় বিরল চেহারা দেখাবে শয়তান ধূমকেতু। আর ২১ এপ্রিল ধূমকেতুটি সূর্যের খুব কাছাকাছি পৌঁছাবে। এ সময় সূর্য থেকে এর দূরত্ব থাকবে ৭ কোটি ৪৪ লাখ মাইল। এ ছাড়া আগামী ২ জুন এটি পৃথিবীর খুব কাছাকাছি আসবে। এ সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে প্রায় ১৪ কোটি মাইল।

গত বছর এই ধূমকেতুটির ওপর বরফ ও গ্যাসের বিস্ফোরণের কারণে শিং এর মতো আকৃতি তৈরি হয় এরপর এর নামকরণ করা হয় ডেভিল বা শয়তান ধুমকেতু। সূর্যকে প্রদক্ষিণ করতে করতে এই ধূমকেতুটি প্রতি ৭০ বছর পরপর সৌরজগতের ভেতর চলে আসে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিদরা বাইনোকুলারের সাহায্যে এটি দেখতে পাচ্ছেন এবং এর ছবি তুলছেন।

১৮১২ সালে প্রথম ধূমকেতুটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জ্যঁ-লুইস পনস। এরপর ১৮৮৩ সালে এটি আবার দেখতে পান জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম রবার্ট ব্রুকস। তাঁদের নামানুসারে এর নামকরণ করা হয়। এর আগে সর্বশেষ ১৯৫৪ সালে ধূমকেতুটি সূর্যের কাছাকাছি এসেছিল। এরপর ২০৯৫ সালে এটি আবার সূর্যের কাছাকাছি আসতে পারে।

ধূমকেতুটি ২১ এপ্রিল নাগাদ তাওরাস নক্ষত্রপুঞ্জে হাজির হবে। তখন উত্তর গোলার্ধ থেকে সন্ধ্যায় সবচেয়ে ভালোভাবে এটি দৃশ্যমান হবে। এ সময় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিগন্তের কাছাকাছি প্রদর্শিত হবে।


আরও খবর



হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ১০

প্রকাশিত:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিনি ছাড়াও নিহত হয়েছেন আরো ৯ জন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিট নাগাদ এলজিও মারাকওয়েট কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে অবস্থিত।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ওই হেলিকপ্টারে সেনাপ্রধান ফ্রান্সিসের সঙ্গে ১১ জন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় নিহত অন্য নয়জন হলেন- ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, কর্নেল ডানকান কিটানি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, মেজর জর্জ বেনসন মাগোন্ডু, ক্যাপ্টেন সোরা মোহাম্মদ, ক্যাপ্টেন হিলারি লিটালি, এসএনআর সার্জেন্ট জন কিনুয়া মুরেথি, সার্জেন্ট ক্লিফন্স ওমন্ডি এবং সার্জেন্ট রোজ ন্যাভিরা।

তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

দেশের জন্য এমন ঘটনা খুবই দুঃখের এমনটা জানিয়ে সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এ বিষয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কেনিয়ার বিমান বাহিনী থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে আজ শুক্রবার থেকে তিন দিনের শোক পালন করবে কেনিয়া। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে পূর্ব আফ্রিকার এই দেশটি।


আরও খবর
লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

সোমবার ২৯ এপ্রিল ২০২৪




ইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল

প্রকাশিত:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইরানের প্রতিশোধমূলক হামলার জবাবে পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধাকালীন মন্ত্রিসভা। তবে সেই হামলা কখন এবং কোন মাত্রায় হবে তা নিয়ে দ্বিধাবিভক্তি রয়েছে। স্থানীয় সময় রবিবার বিকালে ইসরায়েলের পাঁচ সদস্যের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।

যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের আহ্বান ও খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক ও কৌশলগতভাবে চিন্তা করার পরামর্শ দেন। এর প্রেক্ষাপটে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সিদ্ধান্তগুলো স্থগিত রেখেছে। তবে তারা সংক্ষিপ্ত সময়ের নোটিসেই তা কার্যকর করতে পারবে বলে চ্যানেল ১২ এর খবরে বলা হয়েছে।

ইসরায়েল হায়ুম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন- জবাব দেওয়া হবে।

আর এনবিসি নেট্য়ার্ক ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বিকল্প পন্থাগুলো উপস্থাপন করতে বলা হয়েছে এবং এটা পরিষ্কার যে ইসরায়েল জবাব দেবে।

ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানের বিরুদ্ধে বদলা নেওয়ার পক্ষে। তবে জবাবের সময় এবং মাত্রা নিয়ে দ্বিধাবিভক্ত রয়েছে।

যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকটি হয় ইরানি হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে। শনিবার রাতে ইরান নজিরবিহীন হামলা চালায় ইসরায়েলে। এ সময় তারা প্রায় ৩৫০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলে। ইসরায়েল দাবি করেছে, এগুলোর ৯৯ শতাংশই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

বেশ কয়েকটি হিব্রু মিডিয়ায় বলা হয়েছে, এই ব্যাপক হামলার প্রেক্ষাপটে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ এবং তার ন্যাশনাল ইউনিটি পার্টির সহকর্মী গাদি আইজেনকট (যুদ্ধকালীন মন্ত্রিসভার পর্যবেক্ষক) উভয়ে ইরানে পাল্টা হামলার প্রস্তাব করেন।

তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, আইডিএফ প্রধান হারজি হ্যালেভি এবং অন্যরা প্রস্তাবটির দৃঢ় বিরোধিতা করেন। তারা মনে করেন, একইসাথে এত পদক্ষেপ গ্রহণ করতে গেলে প্রচুর চাপের সৃষ্টি হবে।

এদিকে পৃথক একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে চ্যানেল ১২ দাবি করেছে, ইসরায়েলি হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র ভেটো দেবে না। তবে বিষয়টি তাদেরকে আগে জানাতে হবে এবং সমন্বিত হামলা চালাতে হবে। যুক্তরাষ্ট্র অবশ্য সরকারিভাবে জানিয়েছে- তারা ইরানে ইসরায়েলের কোনও পাল্টা হামলায় অংশ নেবে না।

চ্যানেল ১২ আরও দাবি করেছে, ইসরায়েল এখন সংযত থাকার বিনিময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত চুক্তি করতে চাচ্ছে এবং তা করতে চাচ্ছে ফিলিস্তিন ইস্যুতে কোনও ধরনের প্রতিশ্রুতি না দিয়েই।


আরও খবর
লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

সোমবার ২৯ এপ্রিল ২০২৪




ত্রিশালে প্রাইভেটকার দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ)

Image

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবলীগ নেতা শামীম পারভেজ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয় সাথে প্রাইভেটকারটি। পরে স্থানীয়রা গাড়ি থেকে দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে গাড়ির চালক যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা নজরুল ইসলাম দীপক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরে তাদের গাড়ি থেকে বের করার পর গাড়ীতে আগুন ধরে যায়।

পরিবার সূত্রে জানা যায়, ময়মনসিংহের বাইপাস এলাকায় যুবলীগ নেতা শামীম পারভেজ নিজের ফিসারীর পাঙ্গাশ মাছ বিক্রি করে ত্রিশাল আসার পথে এ দুর্ঘটনার শিকার হন। তিনি নিজের গাড়ী নিজেই চালিয়ে আসছিলেন।

নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে। সে উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর একজন আহত হয়। নিহতের পরিবার থেকে কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজ ট্যাগ: ময়মনসিংহ

আরও খবর



বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে : কাজ করি একসাথে

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এ বছর দিবসটি উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম।

১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এইদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। এদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি।


আরও খবর