
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক নৃত্যশিল্পী (১৯) তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ
পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ৭ জনকে আসামি
করে মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা
হলেন সোনারগাঁওয়ের চৌত্রাপাশা এলাকার ইসরাফিল (৩৩), রুহুল আমিন (২০), বাবু (২৬) ও
খোকন আলম (২৬)। এর আগে বুধবার দিনগত রাত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা
এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও এলাকার এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে ওই তরুণী নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে নয়াপুর বাজার এলাকায় ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসা মাত্রই গ্রেফতারকৃতরাসহ সাতজনের একটি সংঘবদ্ধ দল তাদের পথ আটকান। পরে নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মী করে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। আমরা এরই মধ্যেই চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।