
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে দুই যুবলীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস আহমেদ মারাত্মক আঘাত প্রাপ্ত হন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে দুই যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস আহমেদ মোটরসাইকেল যোগে উপজেলা সদর থেকে স্টেশনরোড হয়ে পূর্বধলা বাজারের দিকে আসছিলেন। এ সময় স্টেশন রোডস্থ খাদ্যগোদাম রোডের মাথায় আসলে দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ ও কামরুজ্জামান উজ্জল মাথায়, হাত ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীরা তাদেরকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ হামলা হতে পারে বলে স্থানীয়দের ধারণা করছেন। এ ঘটনার পরপরই দুই যুবলীগ নেতার লোকজন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপুর খাদ্যগোদাম রোডের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। ঘটনায় পূর্বধলা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বধলা থানা পুলিশ তৎপর রয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুই যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় জড়িতের আটক করার চেষ্টা চলছে।