আজঃ বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩
শিরোনাম

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত:শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ | ৪৯০জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক


Image

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় জেলা পরিষদের ডাকবাংলা মোড়ে বৃহস্পতিবার রাতে ট্রাকের চাপায় রাফিন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত রাফিন হোসেন ফতুল্লা থানার পুলিশ লাইনের মনিরা গার্মেন্টস গলির আমেরিকা প্রবাসী আবুল হোসেনের পুত্র। পেশায়  তিনি থান কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ঘটনার পরপরই ট্রাক চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশ। আটককৃত ট্রাকচালক রিয়াজুল ইসলাম (৩০) বরিশাল জেলার বিমান বন্দর থানার সারশি গ্রামের হান্নান ফকিরের পুত্র।

প্রতক্ষ্যদর্শীরা জানান, পেছন থেকে আসা একটি অটোরিক্সা রাফিনকে বহনকারী অটোরিক্সাকে ধাক্কা দিলে তিনি অটোরিক্সা থেকে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ( নম্বর- ঢাকা মেট্রো -ট ১৮-৪৫৬৭) পেছনের চাকায় পৃষ্ট হন তিনি।

নিহতের স্বজনেরা জানান, রাফিন ছয় মাস আগে বিয়ে করে। তার বাবা যুক্তরাষ্ট্র প্রবাসী। শনিবার আমেরিকা থেকে নিহতের বাবা দেশে ফিরলে রাফিনের দাফন করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন করা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, নিহত রাফিন হোসেন একজন থান কাপড় ব্যবসায়ী। গলাচিপা রেল লাইন সংলগ্ন এলাকায় তার কাপড়ের ব্যবসা রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর