আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

নারায়ণগঞ্জে ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত:রবিবার ০৩ জানুয়ারী ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারী ২০২১ | ২৬৬০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুরান টিপুরদী এলাকায় কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

জানা গেছে, আজ রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে কোন হতাহত খবর পাওয়া যায়নি। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হয়েছে।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার জানান, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ আশপাশের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হচ্ছে।


আরও খবর