আজঃ রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

নাজিরপুরে যুগান্তর প্রতিনিধিকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশিত:শনিবার ১৪ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৪ অক্টোবর ২০২৩ | অনলাইন সংস্করণ
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

Image

পিরোজপুরের নাজিরপুর উপজেলার যুগান্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদকে হত্যার হুমকি দিয়েছেন যুবদল, ছাত্রদলসহ ছাত্রশিবিরের ক্যাডাররা।

এ ঘটনায় গত শুক্রবার রাতে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে নাজিরপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর সকাল সোয়া ৯টার দিকে ফেসবুকের একটি কমেন্টের ঘটনা নিয়ে উপজেলা পরিষদের সামনে বসে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ শিকদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রশিবিরের নেতা মো. মশিউর রহমান ও জামায়াত নেতা জাহিদুর রহমান তাকে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। অভিযুক্ত সোহেল ও জাহিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।


আরও খবর
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




সরকারিভাবে কর্মী নিচ্ছে জর্ডান, আকর্ষণীয় বেতনের সঙ্গে থাকা-খাওয়া ও বিমানভাড়া ফ্রি

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
চাকরির খবর

Image

বাংলাদেশ থেকে নারী পোশাককর্মী নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জনবল নেবে প্রতিষ্ঠানটি। নিয়োগপ্রাপ্তদের থাকা-খাওয়া ও চিকিৎসা ফ্রি। এ ছাড়া যাওয়া-আসার বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেশিন অপারেটর পদে ক্ল্যাসিক ফ্যাশন কোম্পানিতে ৩০০ নারী কর্মী নেয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। জর্ডানসহ বিদেশফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে যারা গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণ সনদধারী, সেসব ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে। মাসিক মূল বেতন হবে ২১ হাজার ১২৫ টাকা।

চাকরির শর্ত : চাকরির চুক্তি তিন বছর; তবে নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন। নিয়োগকর্তা থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ বহন করবে। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে। যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন। একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে। এ ছাড়া অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ : নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্টকার্ড ফি, জীবন বীমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ যাবতীয় সব খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।

সাক্ষাৎকারের সময় যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে : চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ।

সাক্ষাৎকারের স্থান ও তারিখ : আগ্রহী প্রার্থীকে আগামী ৬ সেপ্টেম্বর সকাল ৮টায় সাক্ষাৎকার দেয়ার জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকায় সশরীরে হাজির থাকতে হবে। এ ছাড়া এ ব্যাপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


আরও খবর



সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব: বদিউল আলম

প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশে স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। শনিবার (১৪ সেপ্টেম্বর) এমন মত দেন তিনি।

ড. বদিউল আলম বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হলে, সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব। তবে আওয়ামী লীগের অপরাধী যারা, তাদের বিচার করা দরকার। আওয়ামী লীগ যদি পুনর্গঠিত না হয়, তাহলে তাদের বাদ দিয়ে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না।

সংবিধানের সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, তবে সংবিধান পরিবর্তন করতে হলে সংসদ দরকার। অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধান পরিবর্তন সম্ভব নয়। সংবিধান সংস্কার মানে সব কিছু বাদ দিয়ে দেয়া নয়। সংবিধান বাতিল করে, গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা সম্ভব।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, নির্বাচন কমিশন দলীয় কর্মীদের মতো কাজ করেছে। একটা নির্বাচন আয়োজন করা দরকার, তাই করেছে তারা। সংবিধান লঙ্ঘন করেছে তারা। আদালতের নির্দেশও অমান্য করেছে তারা। এটি কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকার ছিল একটি রুটিন সরকার, তিন মাসের সরকার। অন্তর্বর্তীকালীন সরকার সেটি নয়। তাদের চারদিকে জঞ্জাল।

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জানিয়ে তিনি বলেন, যারা দুর্নীতি-লুটপাট করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনা দরকার। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সঠিক ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা সুপারিশ করব।


আরও খবর



আমরা স্বামী-স্ত্রীর পররাষ্ট্রনীতি চাই না: সমন্বয়ক সারজিস

প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও

Image

বাংলাদেশে যা কিছু হবে ছাত্র-জনতার রায়ের ভিত্তিতে হবে। কোন পরিবার থেকে নয়, কোন ফ্যাসিবাদ স্টিটেম থেকে নয়, আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে  ছাত্র-জনতার মতামতের ভিত্তিতে। আমরা স্বামী-স্ত্রীর পররাষ্ট্রনীতি চাই না বলে মন্তব্য করেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণঅভ্যুত্থানের প্রেরণার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দূর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কে নির্বাচিত হবে তা নির্ধারণ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। তাহলে তাদের কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছূটতে হবে। আপনার দুর্বল আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। এই দুর্বলতা সৃষ্টি করেছে একটি মার্কাকে কেন্দ্র করে। এসময় এসেছে পরিবর্তনের।

তিনি আরো বলেন, যিনি আপনাদের কথা শুনবেন, প্রশ্নের উত্তর ও জবাবদিহির জন্য প্রস্তুত থাকবেন তাকে সাহায্য করুন। তাকে নির্বাচিত করুন। দল আর মার্কা দেখার সময় শেষ। এখন সময় যোগ্যতা দেখার।

সারজিস আলম বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা মামলা খেলা হচ্ছে। ঠাকুরগাঁওয়ে টাকার বিনিময়ে মামলা দেয়া হচ্ছে। এবং নাম কাটা হয়। এই জন্যই কি ছাত্র-জনতা গণঅভ্যুত্থান করেছিলাম।

অভিভাবকদের উদ্দেশে সারজিস বলেন, আজকের পর থেকে আপনাদের সন্তানদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখানো বাদ দেন। আপনার সন্তানকে হয় রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে বলুন, না হয় যোগ্য সৎ মেধাবী ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন। কারণ সংসদে যে ভাগ্য নির্ধারণের জায়গা সেখানে রাজনীতিবিদরা ভাগ্য নির্ধারণ করেন। তাই দেশের ভাগ্য নির্ধারণে তাদের রাজনীতিতে আসতে হবে।

সরকারি অফিসের দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সারজিস বলেন, ভূমি অফিস, হাসপাতালসহ সরকারি দফতরে দালালি আর টাকা দিয়ে কাজ করার জন্য; জনতার বিনামূল্যে ওষুধ বিক্রি করার জন্য ছাত্র-জনতা এই অভ্যুত্থান ঘটায়নি।

সারজিস আলম বলেন, আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে, তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কীভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, চাটুকার তেলবাজ তোষামদকারী আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য রয়েছেন তারা যদি নিজেদের শুধরে না নেন তাহলে তাদের নেত্রী হাসিনার মতোই দেশত্যাগ করতে হবে।


আরও খবর
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




সাবেক মেয়র আতিকের অভিপ্রায়ে নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ বাতিল করা হয়। আদেশে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ মোতাবেক নিয়োগকৃত সকল উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নদের নিয়োগ ১৯ আগস্ট থেকে বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকা উত্তর ও দক্ষিণ  দুই সিটি করপোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলরা পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অধিকাংশ আওয়ামী লীগ সমর্থক হওয়ায় অফিস করছেন না কেউ। ফলে দুই সিটির সেবা কার্যক্রমে ভাটা পড়েছে। বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন প্রশাসক দায়িত্ব পালন করছেন।


আরও খবর



সালমান এফ রহমানসহ ১৭৪ জনের বিরুদ্ধে দোহার থানায় মামলা

প্রকাশিত:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নাজনীন শিকদার (দোহার-নবাবগঞ্জ)

Image

ঢাকার দোহার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাবেক এমপি সালান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ মামলায় অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনকে উল্লেখ করা হয়েছে। রবিবার সকালে ঢাকা জেলার দোহার থানায় এ মামলা দায়ের করেন। মামলার বাদী হয়েছেন দোহারের রামনাপুর গ্রামের মো. শাজাহান মাঝি।

মামলায় সালমান এফ রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আসামি হয়েছেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারিসহ দোহার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মী। আছেন বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানও।

তারা হলেন- মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, রাইপাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ, নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে অংশ নিতে বাদী শাজাহান মাঝি ও তাঁর স্বজন সোনিয়া আক্তার দোহার করম আলীর মোড়ে যায়। এসময় সালমান এফ রহমানের পরোক্ষ মদদে দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র হাতে তাঁদের উপর হামলা করে। এতে শাজাহান মাঝিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। মামলায় হামলা জখম ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে শাজাহান মাঝি বলেন, ঘটনার দিন দুপুরে সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। এসময় আরো অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়।

দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, ১৭৪ জনকে এজাহার নামীয় ও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

নিউজ ট্যাগ: সালমান এফ রহমান

আরও খবর
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪