আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

নাজিরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:বুধবার ২৭ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ২৭ জুলাই ২০২২ | ১৪৪০জন দেখেছেন
মশিউর রাহাত (পিরোজপুর)


Image

পিরোজপুরের নাজিরপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে র‌্যালীটি পুনরায় শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ অফিসে স্থলে গিয়ে প্রতিষ্ঠাবর্ষিকীর ২৮ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক এস এম নজরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তিমির হালদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমীন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য নূরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য শাহ আলম, উপজেলা ভাইসচেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, শাহরিয়া ফেরদৌস রুনা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও উপজেলার প্রত্যেকটি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর