আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

মঠবাড়িয়ায় শফিকুলের পা বিচ্ছিন্ন হওয়ার পরও শংকিত পরিবার

প্রকাশিত:সোমবার ০৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ০৩ অক্টোবর ২০২২ | ৯৪৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

মনিরুল ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর):

দীর্ঘ দিনের পুঞ্জিভুত শত্রুতার বহিঃপ্রকাশের নাম যেন আরেক বিরাট দুর্ঘটনা বা হত্যাকাণ্ড। মঠবাড়িয়ায় গত ৫ বছর ধরে সামাজিক অবস্থার এতটা অবক্ষয় হয়েছে ব্যক্তি কেন্দ্রিক থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে হাত, পা-পঙ্গুসহ হত্যাকাণ্ড ঘটাতেও দ্বিধা করছে না। আওয়ামীলীগের দুগ্রুপের আধিপাত্য বিস্তারে বলির পাঠা হয়ে পৌর শহরের ৭নং ওয়ার্ডের যুবলীগ নেতা লিটন পন্ডিত প্রতিপক্ষের সর্টগানের গুলিতে নিহত হন। গুলিশাখালির ছাত্রলীগ নেতা জনি প্রতিপক্ষের বর্বর হামলায় নিহত। ঘটিচোরার আঃ লতিফ মেম্বারকে জমি সক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা দিবালোকে কুপিয়ে হত্যা, তুষখালীর ইদ্রিস মেম্বারের দুটি পা প্রতিপক্ষরা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে হাটু থেকে দুটি পা বিচ্ছিন্ন করে দেয়, পৌর শহরের ৩নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা শুভ শর্মা হাতের কব্জি হারিয়ে আজ পঙ্গু জীবন যাপন করছেন। অথচ এ ঘটনার প্রত্যেকটি মামলা রহস্য জনক কারণে থমকে আছে বা এক পর্যায়ে বাদী আপোষ রফা করতে বাধ্য হচ্ছেন। শফিকুলের পরিবার দৈনিক আজকের দর্পনকে জানান, শাহজান চেয়ারম্যানের ছোট ভাই নাসির হাওলাদারের সাথে শফিকুলের তুষখালী বাজারে একটি ভিটি ক্রয় বিক্রয় নিয়ে টাকা পয়সার লেনদেনের ঘটনায় আমাদের দুই পরিবারের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। যে ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নাসির হাওলাদার শফিকুলের ওপর প্রতিশোধ নিতে ভাড়াটিয়া খুনিদের এনে দিবালোকে খুনের নেশায় মেতে উঠে। এক জোটে প্রতিযোগীতা মূলক কোপের বিভৎস দৃশ্য রাস্তার ওপর সাধারণ পথচারীদের ভীতির সৃষ্টি করেছে। একের পর এক এধরনের ঘটে যাওয়া পৈশাচিকতা মঠবাড়িয়ার সর্বস্তরের জনমনে উৎকন্ঠার জন্ম দিয়েছে।

শফিকুলের ওপর বর্বর হামলার ঘটনায় মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে (২ অক্টোবর) রোববার বেলা ১১টায় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টা ব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, প্রফেসর ফারুক হোসেন, মোতালেব হোসেন, যুবসংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিরু শরীফ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আঃ রহমান আল নোমান, শফিকুলের বাবা আইয়ুব আলী প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, তুষাখালী ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ওপর অমানবিক হামলাকারী সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে আইনশৃংঙ্খলা বাহিনীকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বক্তব্য প্রদান করেন। এর অন্যথায় হলে মঠবাড়িয়া সহ সারাদেশের জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সকালে শফীকুল তুষাখালী থেকে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা দিতে আসলে উত্তর মিঠাখালী ফরাজী বাড়ির সামনে সদর রোডে শফিকুলের মোটর সাইকেল রোধ করে ৮/১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরে বিভিন্ন স্থানে এলো পাথারি কুপিয়ে জখম করে। এতে তার বাম পায়ের গোড়ালী বিচ্ছিন্ন সহ পেটের নাড়ীভুড়ি বেড়িয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কা জনক অবস্থায় মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচীম হাসপাতালে প্রেরণ করলে তার অবস্থার আরো অবনতি হলে চিকিসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শফিকুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শফিকুলের মা মমতাজ বাদী হয়ে স্থানীয় থানায় নাসির হাওলাদার কে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের কারেন। এ ঘটনায় এ পর্যন্ত নাসির হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। বাকীরা পলাতক রয়েছে। আহত শফিকুলকে কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এম,পি, স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজী ও রুহুল আমীন হাওলাদার সহ বিভিন্ন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা তার খোঁজ খবর নিয়েছেন এবং দোশীদের অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

মানববন্ধনে শফিকুলের বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের ওপর হামলাকারীরা এলাকার অনেক প্রভাবশালী ও বিপুল অর্থ বিত্তের মালিক। তারা টাকার বিনিময় আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে যেতে চাইবে। বর্তমানে আসামীরা বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। না হয় তোমাদের জন্য আরকটি দুর্ঘটনা অপেক্ষা করছে।

থানা অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল বলেন, শফিকুলকে হামলা করতে আসা গাড়িটি পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার শিংখালী এলাকা থেকে জব্ধ করা হয়েছে। ধারনা করা হচ্ছে এ সব লোকজন দুর থেকে ভাড়া করে আনা হয়েছিল। আশাবাদী বাকী আসামীদেরও অতিদ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো। 


আরও খবর