
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠাবাড়িয়া উপজেলায় সাবেক ইউপি সদস্য ও প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কবির হোসেনের সন্ত্রাসী হামালায় মা ও পুত্রসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
রোববার রাতে উপজেলার চালিতা বুনিয়া গ্রামে পরাজিত প্রার্থী কর্তৃক হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন শহিদুল ইসলামের স্ত্রী হালিমা (৪৫) পুত্র সমুন (২২) ও চাঁন মিয়ার পুত্র ইউসুফ (৪০)। আহতদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, দাউদখালী ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামের মৃত সোমেদ মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য কবির হোসেন সম্প্রতি ৬নং ওয়াডে ইউপি নির্বাচনে সদস্য হিসেবের প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যান। ওই নির্বাচনে কবির হোসেনকে সমর্থন না দেয়ায় পরাজিত প্রার্থী ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে রোববার সন্ধ্যার পরে সুইজ গেইট বান্দাকাটা নামক স্থানে কবির হোসেন এর নেতৃত্বে কবির হোসেন এর দুই পুত্র আসাদুল, হিমেল এছাড়া মারুফ ও শিমুল চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আহত সুমন জানান, নির্বাচনে সমর্থন না দেয়ায় কবির মেম্বর ও তার দলবল দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদেরকে গুরুতর জখম করেছে।
মঠবাড়িয়া থানা উপ-পরিদর্শক সামিউল ইসলাম পরাজিত প্রার্থীর সন্ত্রাসী হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।