আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

মিয়ানমারকে ‌‘একঘরে’ করার হুমকি আসিয়ানের

প্রকাশিত:শনিবার ১২ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১২ নভেম্বর ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

মিয়ানমারে চলমান সংঘাত দ্রুত সমাধান না হলে দেশটিকে একঘরে করা হবে বলে জানিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। এটি করা হলে আসিয়ানের কোনো কর্মকাণ্ডে আর মিয়ানমার যুক্ত হতে পারবে না। শুক্রবার (১১ নভেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বলা হয়, এক বছর আগে মিয়ানমারে শান্তি স্থাপন সংক্রান্ত প্রস্তাবনায় যে ৫টি পয়েন্ট উল্লেখ করেছিল আসিয়ান, সেসব বাস্তবায়নে আর কত সময় লাগতে পারে তা ও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ক্ষমতাসীন সেনা সরকারকে।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি মিয়ানমারে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য ক্ষমতাসীন জান্তাকে এককভাবে দায়ী করেছিলেন। শুক্রবার আসিয়ানের বৈঠকে তিনি বলেন, আজ যে সিদ্ধান্ত গৃহীত হলো, তা মিয়ানমারের জান্তা সরকারের জন্য একটি কঠিন বার্তা। একে হুমকি হিসেবেও বিবেচনা করা যেতে পারে।

এ দিন বৈঠকে মিয়ানমারের প্রতিনির জন্য বরাদ্দ আসনটি খালি ছিল। তবে পাল্টা এক বিবৃতি দিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শান্তি স্থাপনে আসিয়ানের প্রস্তাবনা বাস্তবসম্মত নয়

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। 

নিউজ ট্যাগ: মিয়ানমার

আরও খবর



নিরাপদ সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

পারস্পারিক বোঝাপড়া, বিশ্বাস, সম্মান একটি  নিরাপদ এবং স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। ভারতীয় থেরাপিস্ট সাদাফ সিদ্দিকী সুন্দর এবং নিরাপদ সম্পর্ক তৈরি করতে প্রয়োজনীয় কিছু বিষয় জানিয়েছেন হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে।

দুর্বলতা: সঙ্গীর প্রতি দুর্বলতা যত বাড়ে ততই তার সাথে মানসিকভাবে ঘনিষ্ঠতা তৈরি হয়। অনেকসময় শৈশবের কোনো ট্রমা এবং অতীতের আঘাতমূলক অভিজ্ঞতার কারণে অনেকে একজনের প্রতি দুর্বলতা প্রকাশ করতে ভয় পায়। নিরাপদ সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর ভয়, ভালো লাগা, মন্দ লাগা কিংবা তার আবেগকে মূল্য দিতে হবে।

সীমানা: সম্পর্কের ক্ষেত্রে উভয়ের জন্য নির্দিষ্ট সীমানা থাকা উচিত। সঙ্গীতে স্পেস দিতে হবে। এতে একে অপরকে বুঝতে এবং সীমা নির্ধারণ করতে সহায়তা করবে।

ব্যক্তিত্ব: সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর ব্যক্তিত্বের ব্যাপারেও মনোযোগী হতে হবে। এর মধ্যে রয়েছে আবেগ, উচ্চাকাঙ্ক্ষা, মতামত, দৃষ্টিভঙ্গি এবং শখ। একটি সুস্থ সম্পর্ক তৈরিতে জানতে হবে কিভাবে অন্য ব্যক্তিকে সম্মান করতে হয়।

যোগাযোগ: পারস্পারিক যোগাযোগ সম্পর্কের মধ্যে আরও স্পষ্টতা তৈরি করতে সাহায্য করে। এর ফলে একে অন্যের চাহিদা, চাওয়া এবং প্রত্যাশা বুঝতে সহায়তা করে।

সম্মান: অন্যকে কীভাবে সম্মান করতে হয় তা জানা, তার সাথে ভালোভাবে কথা বলা এবং সচেতন হওয়া সম্পর্ককে উন্নত করে। পারস্পারিক সম্মান সম্পর্ককে স্বাস্থ্যকর এবং সুখী করতে অবদান রাখতে পারে।

নিউজ ট্যাগ: নিরাপদ সম্পর্ক

আরও খবর



লক্ষ্মীপুরে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুর প্রতিনিধি

Image

লক্ষ্মীপুরে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বিআরডিবি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি সুমন দাসের আয়োজনে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মামুনুর রশিদ, দৈনিক কালবেলার প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন, আজকালের খবরের প্রতিনিধি রবিউল ইসলাম খান, বাংলানিউজ২৪.কমের প্রতিনিধি মো. নিজাম উদ্দিন, আনন্দ টিভির প্রতিনিধি বিএম সাগর, ঢাকা পোস্ট ও প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি হাসান মাহমুদ শাকিল, ঢাকামেইল এর প্রতিনিধি মো. রুবেল হোসেন, সাংবাদিক ফয়েজুর রহমান রকি, মঞ্জুরুল আলম রিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আজকের দর্পণ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজ ট্যাগ: লক্ষ্মীপুর

আরও খবর



নেদারল্যান্ডসে বন্দুক হামলায় নিহত ৩

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

নেদারল্যান্ডসের রটারডামে দুটি বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ইতোমধ্যে সেই হামলাকারীকে গ্রেপ্তার করেছে ডাচ পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার একটি বাড়িতে গিয়ে গুলি চারায় হামলাকারী। এরপর বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর এরাসমাস মেডিকেল সেন্টারে হামলা চালায়।

৩২ বছর বয়সী ওই ব্যক্তি এরাসমাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার গুলিতে ৩৯ বছর বয়সী এক নারী ও তার ১৪ বছরের মেয়ে মারা গেছে। হাসপাতালে মারা গেছেন ৪৩ বছর বয়সী একজন প্রভাষক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেনা ক্যামেফ্লেজ পোশাক পরা একজন ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।একজন নিরাপত্তা রক্ষী বলেন,`খুবই ভয়ানক পরিস্থিতি ছিল। হামলাকারী মূল দরজা দিয়ে হাসপাতালে প্রবেশ করেননি।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, `এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে যারা আতঙ্কের মধ্যে সময় পার করেছেন তাদের পাশে আছি আমরা।


আরও খবর



১৮ বছর পর শৈশবের ক্লাবে ফিরছেন রামোস

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

১৮ বছর আগে সার্জিও রামোসের উত্থানটা সেভিয়াতেই হয়েছিল। রাইটব্যাক হিসেবে ক্যারিয়ার শুরু করে রিয়াল মাদ্রিদে একটা সময় খেলা শুরু করেন সেন্টারব্যাক পজিশনে। এরপর তো ইতিহাস। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ। চলতি দলবদলে পিএসজি ছাড়ার পর এতদিন ক্লাভীন ছিলেন তিনি। সে সময়েই তার দুয়ারে হাজির শৈশবের ক্লাবই।

ইউরোপের দলবদলের জানালা বন্ধ হয়ে গেলেও সার্জিও রামোস এখনও কোনো ক্লাবে যোগ দেননি। যা তার ক্যারিয়ার নিয়েই শঙ্কা জাগিয়েছিল। তবে কি ফুটবল ইতিহাসের সেরাদের একজন রামোসের ক্যারিয়ার এভাবেই শেষ হয়ে যাবে? এমন সময়ে রামোসের হাতে অবশ্য সৌদি ক্লাব আল ইত্তিহাদ ও তুর্কি ক্লাব গ্যালতাসারাই ও বেসিকতাসের প্রস্তাব ছিল। কিন্তু তিনি ইউরোপের এলিট ক্লাবগুলো থেকেই প্রস্তাবের অপেক্ষায় ছিলেন।

আরও পড়ুন: অবশেষে মেসির পথেই হাঁটছেন সার্জিও রামোস

তবে চলতি মৌসুমে ক্লাবহীন থাকতে হচ্ছে না রামোসকে। বরং দারুণ একটা প্রস্তাব পেয়েছেন তিনি। রামোসকে দলে ভেড়াতে চায় গত মৌসুমে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়া সেভিয়া। লা লিগার ক্লাবটির প্রস্তাবে সম্মতও হয়েছেন রামোস। ১৮ বছর পর সাবেক ক্লাবে ফিরছেন এই স্প্যানিশ কিংবদন্তি। দুই মৌসুমের জন্য রামোসকে দলে নিতে চায় তারা। রামোসও শৈশবের ক্লাবে ফিরতে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। এই খবর দিয়েছেন দলবদলের নির্ভরযোগ্য সুত্র ফ্যাব্রিজিও রোমানো।

১৯৯৬ সালে সেভিয়ার একাডেমিতে যোগ দেন রামোস। এরপর যুবদল হয়ে ২০০৪ সালে ক্লাবটির মূল দলের হয়ে খেলা শুরু করেন তিনি। ক্লাবটির হয়ে ৪৯ ম্যাচ খেলে ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন রামোস।

ক্যারিয়ারের সেরা সময়টা রিয়ালেই কাটিয়েছেন রামোস। লা লিগার সফলতম ক্লাবটির হয়ে ৬৭১ ম্যাচে ১০১টি গোল ও ৪০টি অ্যাসিস্ট করেছেন। পাঁচবার লা লিগা ও চারবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার পাশাপাশি জিতেছেন ক্লাব ওয়ার্ল্ড কাপসহ অসংখ্য শিরোপা। স্পেন জাতীয় দলের হয়েও ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদের পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন স্পেন জাতীয় দলকেও। ১৮০ ম্যাচ খেলা রামোস স্পেনের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়।

২০২১ সালে রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দেন রামোস। প্রথম মৌসুমে ইনজুরির কারণে নিয়মিত খেলতে না পারলেও দ্বিতীয় মৌসুমে ভালোই পারফরম্যান্স দেখান। ক্লাবটির হয়ে জিতেছেন দুটি লিগ ওয়ানের শিরোপাও।

নিউজ ট্যাগ: সার্জিও রামোস

আরও খবর



যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুর বাড়ির টেক, ব্রাহ্মণ গাঁও, ছোনাবো, ভুলতা, গাওছিয়া, রুপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

আরও পড়ুন>> লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যা, নিহত দেড় শতাধিক

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকের অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।


আরও খবর