
সুস্থ স্বাভাবিক রাজনীতির ধারায় নেই বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবকিছুতে ফাঁদ দেখেন। এটি তার মজ্জাগত স্বভাব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আসন্ন সিটি করপোরেশন এবং জাতীয় নির্বাচনকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে সোমবার (১০ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের গনি মডেল হাইস্কুলে দুস্থদের মাঝে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, মির্জা ফখরুলদের কাছে যে কোন কিছুই ফাঁদ মনে হয়। তার কারণ হচ্ছে তারা সুস্থ ও স্বাভাবিক রাজনীতির ধারায় নেই। তারা সাবার জন্য সারা জীবন ফাঁদ পেতে পেতে এখন সকল শুভ উদ্যোগকে ফাঁদ মনে করেন।
আরও পড়ুন বিএনপির অনেকেই তলে তলে যোগাযোগ করছে: কাদের
তিনি বলেন, তাদের চিন্তাটা এখন একটা বিকৃত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের সদিচ্ছার অংশ হিসেবে সময় মত নির্বাচন আয়োজনের বিষয়টিকেও তারা ফাঁদ হিসেবে দেখছেন।
দীপু মনি বলেন, অতীতে যেভাবে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচন একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে। দেশের স্বার্থে সুস্থ ধারার রাজনীতিতে বিএনপিকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেআর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র হেলাল হোসাইনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।