আজঃ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মেটায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই

প্রকাশিত:বুধবার ১৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

Image

ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর আগে গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা।

মঙ্গলবার মার্ক জুকারবার্গ এক বার্তায় বলেছেন, আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এছাড়া নিয়োগ হয়নি এমন ৫ হাজার জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

মেটা সিইও কর্মীদের উদ্দেশে বলেন, এটি কঠিন, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। যারা আমাদের সাফল্যের অংশ হয়েছেন সেসব প্রতিভাবান সহকর্মীদের বিদায় জানাতে হচ্ছে। এই নতুন অর্থনৈতিক অবস্থা বেশ কয়েক বছর ধরে চলতে থাকবে।

এই ছাঁটাই কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে কম অগ্রাধিকারের প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি মেটা কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে। এছাড়াও নতুন করে নিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান।

ছাঁটাইয়ের ঘোষণার পর লাফিয়ে বেড়েছে মেটার স্টক। মেটাতে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের খবরের পরে মেটার স্টক বড় লাফ লক্ষ্য করা গেছে। মার্কিন বাজারে প্রি-মার্কেট ওপেনিংয়ে মেটার শেয়ার প্রাথমিকভাবে ৬ শতাংশ বেড়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর ওপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে এত বড় ছাঁটাই হয়নি কোম্পানিতে। 

আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও ব্যয়বহুল ঋণের কারণে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই উদ্বেগ বেড়েছে। তার ওপরে সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক সংকটের পর আর্থিক খাতে সংকট তৈরি হয়েছে। এর ফলে সবথেকে বেশি বিপদে পড়েছে সেখানকার টেক কোম্পানিগুলো।


আরও খবর
আইফোন ১৬ সিরিজের নতুন ফিচার ফাঁস

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩

বদলে গেল ফেসবুকের লোগো

শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩




আজকের রাশিফল: বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ রাশি: আজ অকারণ খরচ অনেকটা বেড়ে যাবে। আপনার শরীর ভালো রাখতে খেলাধূলায় অংশগ্রহণ করুন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। প্রেমে আঘাত পেতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

বৃষ রাশি: শরীর খারাপ থাকায় কিছু জরুরী কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। বিদেশে ব্যবসা করা মানুষদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অযথা আশঙ্কা করবেন না। নিজের সিদ্ধান্তের উপর জোর দিন।

মিথুন রাশি: মায়ের কাছ থেকে আজ আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। স্ত্রীয়ের সাথে মনোমালিন্য হতে পারে। কোনও কিছুর সাথে সংযুক্ত হওয়ার আগে সবদিক ভেবে নিন।

কর্কট রাশি: শরীর আজ ভালো নাও থাকতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে তবে খরচ বেড়ে সঞ্চয় কমার সম্ভাবনা রয়েছে। আপনার মেধা আজ আপনাকে পেশাদার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে।

সিংহ রাশি: পরিবারের মানুষদের সাথে ছোট খাটো ব্যাপার নিয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে। আজ আপনি শিশুসুলভ মেজাজে থাকবেন। বন্ধুদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন। কোথাও ঘুরতে যেতে পারেন।

কন্যা রাশি: সন্তানদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা দিন। তাদের জীবন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করুন। কোনও বিনিয়োগের ক্ষেত্রে সবদিক বিবেচনা করুন। সহকর্মীদের সহায়তায় সাফল্য আসবে।

তুলা রাশি: আজ আপনার কাজের চাপ কম থাকবে। পরিবারকে সময় দিতে পারবেন। অভিভাবকদের সহায়তায় আর্থিক সমস্যা কাটিয়ে উঠবেন। সমমনস্ক বন্ধুদের সহায়তায় কাজের ক্ষেত্রে উন্নতি হবে।

বৃশ্চিক রাশি : অতিরিক্ত খরচ কমানোর চেষ্টা করুন। তবেই সঞ্চয় করতে পারবেন। পরিবারের মানুষদের নিয়ে আজ সিনেমা বা নাটক দেখতে যেতে পারেন। বন্ধুদের সাথে ব্যবসায় সাবধান হোন।

ধনু রাশি : আজ নিজেকে বিশ্রাম দিন। শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেকে তরতাজা রাখুন। যেকোনো কাজে দায়বদ্ধ হওয়ার আগে সবদিক ভেবে দেখুন। প্রিয়জনদের সাথে ভবিষ্যতের ব্যাপারে পরামর্শ করতে পারেন।

মকর : নেশার দ্রব্যের জন্য অতিরিক্ত খরচ বন্ধ করুন। সকলের থেকে আজ প্রশংসা পাবেন। কোনও সামাজিক কাজের সাথে নিজেকে যুক্ত করুন। অন্যকে সাহায্য করার আনন্দ উপভোগ করুন।

কুম্ভ রাশি : অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলুন। অন্যথায় শরীর খারাপ হতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়বে। ভালোবাসার মানুষের সাথে অবাঞ্ছিত ঝামেলা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত সাফল্য আনবে।

মীন রাশি : আজ আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যেকোনো রকম বিতর্ক এড়িয়ে চলুন। কোনও নতুন অংশিদারিত্ব শুরু করার আগে সবদিক বিবেচনা করুন। ধর্মীয় স্থানে গিয়ে আনন্দ পাবেন।


আরও খবর
আজকের রাশিফল : মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




রামপাল বিদ্যুৎকেন্দ্রে এলো আরও ৩১ হাজার ৩০০ টন কয়লা

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৩১ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বরে নোঙর করে জাহাজটি। এরপর সকালের শিফট থেকে জাহাজটি থেকে আমদানি করা কয়লা লাইটার ভেসেলে খালাস শুরু হয়েছে। সক্ষমতানুযায়ী লাইটারে বোঝাই শেষে ওই লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এর আগে গত ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মুয়ারা পাত্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। 

আরও পড়ুন>> খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড, খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, এমভি বসুন্ধরা ইমপ্রেস জাহাজটি ৪৯ হাজার ৭০০ টন কয়লা নিয়ে বাংলাদেশে আসে। সেখান থেকে প্রথমে ১৮ হাজার ৪০০ টন কয়লা চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। সেগুলো লাইটার যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। জাহাজে থাকা অবশিষ্ট ৩১ হাজার ৩০০ টন কয়লা নিয়ে আজ ভোরে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করে।

তিনি জানান, কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে এই কয়লা লাইটার জাহাজে করে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে সেখান থেকে ইয়ার্ডে রাখা হবে।


আরও খবর



মৌলভীবাজারে আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

Image

দেশের অন্যতম জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার মৌলভীবাজার জেলা পরিষদের হলরুমে দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি সংবাদকর্মী তানিম আহমদের সভাপতিত্বে ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  আলহাজ্ব মিছবাহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক ড. মো: আবু তাহের এডভোকেট, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদুর রহমান ও শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব প্রমুখ।

বক্তারা সংবাদ মাধ্যমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তোলে ধরেন ও সততার সহিত দায়িত্ব পালনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরও খবর



আজ প্রথম প্রেম দিবস

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

প্রেম একবারই এসেছিল নিরবে আমারই এ দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারি নি তো জানতে - লতা মাঙ্গেশকরের এই গানের মত আমাদের প্রায় সবার জীবনেই প্রেম এসেছে। আর প্রথম প্রেম মানেই এক অন্যরকম অনুভূতি, যা কখনোই আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না।

প্রথম প্রেমে থাকেনা কোনো রকম অপরাধবোধ। প্রথম প্রেম হয় সতেজ, নির্মোহ। ফলে যেটুকু ভালোবাসা থাকে, তা মন থেকেই উজাড় করা। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অন্যের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার অনুভূতিই আলাদা।

আজ ১৮ সেপ্টেম্বর প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে। যদিও এর উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই।

অজান্তে গড়ে ওঠা সেই প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন আজ। আর যদি সৌভাগ্যবশত সেই মানুষটি আজও আপনার হয়ে থাকে তাহলে তো কথাই নেই। দুজনে মিলেই না হয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে। আজকের এই বিশেষ দিনটি আপনার জন্য হয়ে উঠুক আরও বিশেষ।

আহসান হাবীব কবিতায় লিখেছেন—‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে/ তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম/ ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে/ফিরিয়ে দিলেই বুঝতে পারি/ভালোবাসা আছে।

আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই! হুমায়ুন আজাদ তো বলেই গেছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।


আরও খবর
আজ বিশ্ব স্বপ্ন দেখা দিবস

সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩




ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

জি-২০ সম্মেলনে ব্যস্ত সময় কেটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্মেলনের ফাঁকে এক ঝাঁক বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

সম্মেলনের শেষ দিনে তৃতীয় সেশন ওয়ান ফিউচার শীর্ষক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকেই বৈঠক করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে।

এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁসহ বিশ্বনেতাদের।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের (ডানে) সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসসহ বিশ্বনেতাদের সাক্ষাতের ছবিগুলোই যেন প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বের প্রভাবশালী নেতাদের সম্মান প্রদর্শন আর শ্রদ্ধাবোধের প্রতিচ্ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ব্রিটিশ প্রধানমন্ত্রী রিষি সুনাক হাঁটু গেড়ে বসে কথা বলায় ফুটে ওঠে অভূতপূর্ব বিনয় আর শ্রদ্ধাবোধ।

তিনটি দেশের নারী নেতৃত্ব ক্যামেরার লেন্সে ধরা পরেছেন আলাদা করে।