আজঃ বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

মেসির মায়ামি আসছে এশিয়ায়

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

গত মৌসুমের সাফল্য-ব্যর্থতাকে পেছনে ফেলে লিওনেল মেসির চোখ এখন নতুন মৌসুমের দিকে। ২০২৪ সালেই মূলত পূর্ণাঙ্গ মৌসুম খেলবেন মেসি। যেখানে বড় কিছুর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তাঁর দল। মৌসুম সামনে রেখে এর মধ্যে প্রথম প্রাক্‌-মৌসুম প্রীতি ম্যাচের সূচিও ঠিক করেছে ইন্টার মায়ামি। যেখানে তারা প্রথম ম্যাচ খেলবে এল সালভাদরের বিপক্ষে। আগামী ১৯ জানুয়ারি সান সালভাদরের এস্তাদিও কাসকাতলানে মুখোমুখি হবে মায়ামি ও সালভাদর। এরপর আর্জেন্টাইন পরাশক্তি রিভার প্লেটের সঙ্গেও ইন্টার মায়ামির ম্যাচ খেলতে পারে।

আর প্রাক মৌসুমে মেসির ইন্টার মায়ামি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আন্তজার্তিক সফর করবে। আর প্রথম সফরেই এশিয়া ভ্রমণ করবে ফ্লোরিডার ক্লাবটি।  ইন্টার মায়ামি জানিয়েছে, তারা চীনের প্রথম সারির লিগের খেলোয়াড়দের মধ্য থেকে নির্বাচিত একাদশের (হংকং একাদশ) বিপক্ষে ৪ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে। এক বিবৃতিতে ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস বলেন, আমরা হংকং ভ্রমণ নিয়ে রোমাঞ্চিত। এটা আমাদের প্রথম এশিয়া ভ্রমণ হবে।

ইন্টার মায়ামির বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাস আরও বলেছেন, শুরু থেকেই আমরা ইন্টার মায়ামিকে একটা বৈশ্বিক ক্লাব হিসেবে দাঁড় করাতে চেয়েছি। এটা দারুণ একটি সুযোগ। আমরা আশা করছি হংকং এবং এশিয়াজুড়ে আমাদের সমর্থকেরা এর ফলে উৎসাহিত হবে।

মায়ামির অন্য সহমালিক ডেভিড বেকহাম ২০০৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর হংকং ভ্রমণ করেছিলেন। তিনিও সৌন্দর্যের নগরী হংকংয়ে খেলার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। বেকহাম বলেছেন, ক্যারিয়ারজুড়ে আমি অনেকটুকু সময় এশিয়ায় কাটিয়েছি। ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো নান্দনিক শহরটিতে খেলতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

এই সফর নিয়ে ইন্টার মায়ামির প্রধান সকার অফিসার এবং স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেছেন, ক্লাবের বিশেষ অভিজ্ঞতার জন্য আমরা এই সফরের অপেক্ষায় আছি। এ ছাড়া ২০২৪ মৌসুমের জন্য ক্লাব যতটা সম্ভব প্রস্তুত করারও এটা দারুণ একটি সুযোগ। এই ম্যাচ আমাদের খেলোয়াড়দের নতুন প্রতিপক্ষ ও নতুন পরিবেশের মুখোমুখি হওয়ার সুযোগ করে দেবে।

২০২৩ মৌসুমের শেষে অবশ্য ইন্টার মায়ামির চীন সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সেই সফর বাতিল করার কথা জানানো হয়। হংকংয়ে এই ম্যাচ সামনে রেখে ১৫ ডিসেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা জানা গেছে। এই সফর ছাড়াও বেশ কিছু প্রীতি ম্যাচের সূচিও ঠিক করেছে ইন্টার মায়ামি।

প্রাক্‌মৌসুম দিয়ে মেসিকেও নতুনরূপে দেখার অপেক্ষায় আছেন সমর্থকেরা। গত জুনে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে যাত্রা শুরু করেন লিওনেল মেসি। বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আগমন বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের খেলার দুনিয়াকে। মাঠে ও মাঠের বাইরে তাঁর হাত ধরেই সকার হয়ে উঠেছে ফুটবল। এর মধ্যে মায়ামিকে ইতিহাসের প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি।

মৌসুমের শেষ দিকে চোট এবং ক্লান্তির কারণে ঠিকঠাক খেলতে পারেননি মেসি। যার ফলে ইউএস ওপেন কাপের ফাইনালে উঠেও আর শিরোপা জেতা হয়নি। এমনকি জায়গা নিশ্চিত করতে পারেনি এমএলএসের প্লে-অফেও। এটুকু বাদ দিলে অবশ্য যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির শুরুটা দুর্দান্তই বলতে হবে। পুরো মৌসুম খেলা না হলেও অল্প সময়ের মধ্যে দারুণ প্রভাব রেখেছেন মেসি।


আরও খবর
দলের সঙ্গে এখনো যোগ দেননি সাকিব আল হাসান

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




শেখ হাসিনার পালানোর বিষয় জানতেন না সেনাপ্রধান

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে জানা ছিল না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি জানান, ৫ আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন, ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল। পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। 

শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময়ে একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে, আমিতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছিলাম। তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে, উনিতো চলে যাচ্ছেন। উনি অলরেডি রান। এটা আমি জানতাম না যে, তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপরও আমি মনে করি যে, উনি দেশে থাকলে উনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হোক। এটা মোটেই কাম্য নয়।

অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে বলেও জানান সেনাপ্রধান।

১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে তো মিটবে সেনাবাহিনীর মধ্যে এখনো অনেকে স্বপদে রয়েছেন তাদের সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তদন্ত চলছে। তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক ইস্যু আছে। যেগুলো তদন্ত হচ্ছে। এজন্য আমরা সময় নিচ্ছি, প্রমাণ লাগবে, প্রমাণিত না হলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না, তাদের এখন মাঠে থাকা উচিত কিনা এ প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন, আমরা তো যেতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই। তবে সম্ভবত আমাদের আরও কিছুকাল থাকতে হবে। কারণ পুলিশ এখনো তাদের দায়িত্ব নেয়ার মতো অবস্থায় নেই। পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল। এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি। তারা দায়িত্ব নেয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব।

তিনি বলেন, আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে। এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারবো। আমি এ সরকারকে সাহায্য করছি। এখান থেকে ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই। জনগণকে ধৈর্য ধরতে হবে।


আরও খবর



পদত্যাগ করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম

প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

এবার পদত্যাগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। ই-মেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সং‌শ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

জানা গেছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এদিকে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমানকে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড.নাজনীন কাউসার চৌধুরি স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের ২ আগস্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।

এ ছাড়া সেদিন জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হন মো. আমিন হেলালী। তিনি বাংলাদেশ পাঠ্যপ্রস্তুক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে নির্বাচিত ও মনোনীত পরিচালকদের ভোটে তারা নির্বাচিত হন।


আরও খবর
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




বৈষম্যবিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনে মুখে শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

Image

ঘুষের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বেলাব উপজেলার রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি ও অফিস সহকারী রুবেল মিয়া। তবে পদত্যাগ করা দুই শিক্ষকের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ নেতা বিদ্যালয়ে প্রবেশ করে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোড়পূবর্ক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেন।

এসময় পক্ষ বিপক্ষের লোকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ও জনতা। এর মধ্যে গুরুতর আহত হয়ে বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর অনন্ত নামে এক শিক্ষার্থীকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অধ্যায়নরত শিক্ষার্থীসহ এলাকাবাসির কিছু অংশ রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি বেগমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে শিক্ষকদের রুমে ঢুকে জোড়পূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেন বলে অভিযোগ করেন সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার ও অফিস সহকারী রুবেল মিয়া।

আন্দোলনকারীদের অভিযোগ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি বেগম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে নিয়োগ পান। এসময় তারা বলেন, উক্ত সহকারী প্রধান শিক্ষকের বিএড সার্টিফিকেটও নাকি জাল।

এদিকে আন্দোলন চলাকালীন সময়ে এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে রাজারবাগসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ছুটে আসে বিদ্যালয়ে। ছুটে আসে বৈষম্যবিরোধী আন্দোলনের নরসিংদী জেলার স্বেচ্ছাসেবক কর্মী জেসমিন আক্তার আন্দোলনকারীদের সমর্থন দিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের নিয়ে বিদ্যালয়ে আসেন। এসময় সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপির ছেলে সাদির মোল্লা বৈষম্যবিরোধী আন্দোলনের স্বেচ্ছাসেবককমী জেসমিন আক্তারের উপরে হামলা করে। হামলায় সাদির মোল্লাও আহত হয়। এসময় শিক্ষার্থীরা আরো উত্তেজিত হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি ও অফিস সহকারী রুবেল মিয়ার পদত্যাগের দাবিতে ভূয়া ভূয়া বলে স্লোগান দিতে থাকে।

এরই মধ্যে পার্শ্ববতী বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী রাজারবাগ স্কুলে আসে। এসময় রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য যে রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপির স্বামী মোঃ নাজমুল হোসেন বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষককতা করেন।

বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, তারা খবর পান তাদের শিক্ষক নাজমুল হোসেনকে নাকি রাজারবাগ উচ্চ বিদালয়ে আটক করেছে। এখবর শুনে তারা রাজারবাগ আসলে এলাকাবাসি ও রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।

ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এসময় উভয় পক্ষের প্রায় ১৫ শিক্ষার্থী ও এলাকাবাসি আহত হয়। এর মধ্যে বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর অনন্ত নামে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আন্দোলনকারী শিক্ষার্থী ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি বলেন,তারা আগেই আমার বিরুদ্ধে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়। ইউএনও স্যার বলছে চলতি মাসের ১০ তারিখের মধ্যে তদন্তপূর্বক ঘটনাটি দেখবে জানান। কিন্তু তার আগে আজ রোববার স্কুলচলাকালীন সময়ে তারা স্কুলে এসে আমাকে মারধর করে। এসময় আমার ছেলে আমাকে বাঁচাতে আসলে তাকেও মারধর করে তারা। পরে জোড়পূর্বক আমার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়।

অফিস সহকারী মোঃ রুবেল মিয়া বলেন, আমি বৈধভাবে পরীক্ষা দিয়ে নিয়োগ পাই। আজকে বহিরাগত ছাত্ররা বিদ্যালয়ে ঢুকে আমাকে হুমকী দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। যা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে।

আমলাব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে ফোন করে বলেন বিদ্যালয়ে আসার জন্য। এসময় এসে দেখি বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গনে। তারা আমার কাছে জানান সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপির নিয়োগে দুর্নীতি আছে অফিস সহকারী রুবেল মিয়া নিয়োগে ১১ লক্ষ টাকা সাবেক সভাপতির মাধ্যমে বিনিময় হয়ছে। এসব প্রমাণের ডকুমেন্ট নাকি তাদের সংগ্রহে আছে। এসব কারণে ছাত্ররা তাদের পদত্যাগ দাবি করছে । এসময় অফিসে কথা বলার সময় বেলাব পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয়ের দুই তিন শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে অর্তকিতভাবে হামলা করে। খবর শুনে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে আসে। শুনেছি দুইজন শিক্ষকই স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। এখন পরিবেশ শান্ত আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার স্বেচ্ছাসেবক কর্মী জেসমিন আক্তার বলেন,আমরা বিদ্যালয়ের এই দুইজন শিক্ষকের নিয়োগ নিয়ে অনিয়মের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা গেছি। উনি আমাদের সময় দিয়েছিলেন। রবিবার দিন তিনি আসার কথা ছিল। তিনি আসেননি। তাই আমরা আজকে বৈষম্যবিরোধী আন্দোলেনের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে আসি শিক্ষকদের সাথে কথা বলার জন্য। এসময় শিক্ষক শাহিনুর আক্তার হেপির ছেলে সাদির মোল্লা আমার উপর হামলা করে। পরে আমরা শিক্ষকদের সাথে বসি। এসময় শাহিনুর আক্তার হেপির স্বামী বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হোসেনের নের্তৃত্বে ওই স্কুলের শিক্ষার্থীরা এসে গন্ডগোল সৃষ্টি করে। পরে উনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হোসেন বলেন, আমি বিদালয়ে এসে দেখি ছাত্ররা বলছে সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে পদত্যাগ করতে হবে। ফলে আজকের ঘটনার সমাধানের জন্য আমরা এলাকাবাসি নিয়ে বিদ্যালয়ে বসেছিলাম। এসময় হঠাৎ করেই বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী এসে গন্ডগোল শুরু করে। এতে কয়েকজন আহত হয়। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ও বেলাব থানায় খবর দেই। পরে থানা পুলিশ চলে যাবার পর বৈষম্যবিরোধী ছাত্ররা তাদেরা পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়।

বেলাব থানার ওসি(তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, গন্ডগোলের খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করি। এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, আমি মিটিং এ থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। আগামীকাল স্কুলে গিয়ে বিস্তারিত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থ নিব।


আরও খবর



দীপু মনি ৪ ও জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে ৪ দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে পুলিশি পাহাড়ায় প্রিজন ভ্যানে করে তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন দীপু মনির চার দিন ও জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ভিকটিমকে হত্যার ঘটনার বিষয়ে আসামিরা জ্ঞাত আছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। মামলার ভিকটিমকে হত্যায় হুকুমদাতা, উসকানিদাতা ব্যক্তি ও তাদের নামসহ মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অপরাপর আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করার জন্য দীপু মনি ও আরিফ খান জয়কে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে সোমবার রাতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে। রাতেই তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে একইদিন রাতে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মোহাম্মদপুর থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে হেরে যান আরিফ খান জয়।


আরও খবর



ঠাকুরগাঁওয়ে আট দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও

Image

ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিচার নিশ্চিত, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ, মন্ত্রণালয় গঠন, দেবোত্তর সম্পত্তি প্রনয়ন আইন বাস্তবায়ন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা বন্ধ, হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আটগ্যালারী এলাকার অপরাজেয় ৭১ চত্বরে সমবেত হয় হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষ। এ কর্মসূচির আয়োজন করে ঠাকুরগাঁও সংখ্যালঘু অধিকার আন্দোলন।

সমাবেশে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানের মধ্যে ছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী কারও বাপ-দাদার, কুরুক্ষেত্রের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, জেগেছে রে জেগেছে, সনাতনীরা জেগেছে, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার মাটি আমার মা, ছেড়ে কোথাও যাব না, স্বাধীন দেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই ও বিচার চাই বিচার চাই, হামলাকারীর বিচার চাই।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আজ আমরা কয়েক দিন ধরে দিন-রাত পাহারা দিয়ে যাচ্ছি। নিজেদের জানমাল আর সম্ভ্রম রক্ষায় আমরা কাজ করছি। কিন্তু এখন শুধু আত্মরক্ষা করলেই হবেনা, সম্মিলিতভাবে প্রতিবাদ চলবে। আমরা আর পালিয়ে থাকতে চাই না। এই মাটি আমাদেরও। এটা আমাদের পিতৃপুরুষের সম্পত্তি। আমরা আর নিজ গৃহে পরবাসী থাকতে চাই না। আমরা কোথাও যেতে চাই না।

তারা আরও বলেন, যেভাবে হিন্দুদের ওপর হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, তা দেখে আমরা স্তম্ভিত। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা এ দেশের নাগরিক। আমাদেরও নিরাপদে বাঁচার অধিকার আছে।

বক্তারা সারাদেশে সনাতন সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে, তার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি ক্ষতিপূরণ প্রদান ও দেশে সম্প্রীতির সঙ্গে যাতে বসবাস করতে পারেন- সে ব্যাপারে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।

নিউজ ট্যাগ: ঠাকুরগাঁও

আরও খবর