আজঃ বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

মেসি ম্যাজিকে বিশ্বকাপ বাছাই শুরু আর্জেন্টিনার

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

গত বছর এই মেসির কাধে ভর দিয়েই কাতার বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। ঘুচিয়েছে ৩৬ বছরের অপেক্ষার অবসান। অনেকের ধারণা ছিল ওখানেই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। সেটি না করে চলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ৩৬ বছর বয়সী ফুটবলার।

তার নেতৃত্বে ফের ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু হলো আলবিসেলেস্তেদের। নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি আসে মেসির অসাধারণ এক ফ্রি কিক থেকে।

ঘরের মাঠে মেসিদের খেলা দেখতে এদিন কানায় কানায় পূর্ণ ছিল মাঠ। হতাশ করেননি মেসিরা। ম্যাচের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমনে গেছে দলটি। কিন্তু কোনো বারই সফলতার মুখ দেখেনি। কখনো গোল মিস কখনো বা প্রতিপক্ষের কড়া রক্ষণের ফাঁক গলাতে পারেনি মেসির দল। গোল শূন্য সমতায় শেষ হয় প্রথমাধ।

দ্বিতীয়ার্ধেও একই পথে এগিয়েছে ম্যাচ, আক্রমণের গতি বাড়লেও সফলতা পাচ্ছিল না। পরে ম্যাচের ৭৮ মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক ফ্রি কিকে বল জালে জড়িয়ে সমর্থকদের মধ্যে সস্থি এনে দেন রেকর্ড সাত বারের ব্যালন ডি অর জয়ী।

 এরপর গোল করার আরও বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও সে সব কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। তাতে অবশ্য জয় পেতে অসুবিধা হয় নি। ম্যাচ জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছে সমর্থকরা। জয়ে বিশ্বকাপ বাছাই শুরু হয়েছে আলবিসেলেস্তেদের।


আরও খবর
দলের সঙ্গে এখনো যোগ দেননি সাকিব আল হাসান

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




সাংবাদিকের হাত-পা ভাঙ্গতে চাওয়া সেই চেয়ারম্যানের পকেটে সরকারি প্রকল্পের বরাদ্দ

প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
উপজেলা প্রতিনিধি

Image

ঘাটাইলের সাগরদিঘীতে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসাটি একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। যার প্রতিষ্ঠাতা এবং পরিচালক সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্। এই প্রতিষ্ঠানে একই অর্থবছরে চেয়ারম্যান তিনটি সরকারি উন্নয়ন বরাদ্দের প্রকল্প দিয়েছেন। টাকায় যার অঙ্ক ৭ লাখ ২৮ হাজার। উন্নয়ন প্রকল্পের আইনে একই অর্থবছরে একইস্থানে বা প্রতিষ্ঠানে একাধিক প্রকল্প দেওয়ার নিষেধাজ্ঞা থাকলেও এর ছিঁটেফোঁটাও মানেননি চেয়ারম্যান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বললেন আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে প্রকল্প দিয়েছেন চেয়ারম্যান।

২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি, আর সাধারণ ১ম পর্যায়) কর্মসূচির উন্নয়ন প্রকল্পে সাগরদিঘী ইউনিয়নে প্রকল্পের নাম দেওয়া হয় সাগরদিঘী মদিনাতুল উলুম মাদ্রাসায় রাস্তা এইচ.বি.বি করণ। বরাদ্দ দেওয়া হয় ৩ লাখ টাকা। একই কর্মসূচির টি,আর দ্বিতীয় পর্যায় এই ইউনিয়নে প্রকল্পের নাম দেওয়া হয় সাগরদিঘী (হাতিমারা) মদিনাতুল উলুম মাদ্রাসার মসজিদের টাইলস্ করণ। যার ব্যয় ধরা হয় ১ লাখ ৬৪ হাজার টাকা। এবং একই কর্মসূচির টি,আর তৃতীয় পর্যায় প্রকল্পের নাম মদিনাতুল উলুম মাদ্রাসায় মাটি ভরাট। এই কাজে বরাদ্দ ২ লাখ ৬৪ হাজার টাকা।

সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান তিন নামে যে প্রকল্প দিয়েছেন নাম ভিন্ন ভিন্ন হলেও প্রতিষ্ঠান একটাই মদিনাতুল উলূম মাদ্রাসা। মাদ্রাসাটির মালিক ও পরিচালক চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্। স্থানীয়রা জানায় এটি কোনো অবৈতনিক মাদ্রাসা নয়। শিক্ষাক্ষেত্রে চেয়ারম্যানের ব্যবসায়ি প্রতিষ্ঠান। এলাকাবাসির দেওয়া তথ্য অনুযায়ী কথা হয় সাগরদিঘী গ্রামের রাসেল ভূইয়া সঙ্গে। তিনি বলেন, তার সন্তান মদিনাতুল উলূম মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। মাস শেষে বেতন দিতে হয় এক হাজার টাকা। মাসুম মিয়ার সন্তান পড়ে প্লে-তে। তিনি জানান মাসিক বেতন ৮০০ টাকা। পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীর বেতন এক হাজার ৫০০ টাকা বলে জানান হিমেল মিয়া নামে একজন অভিভাবক।

এদিকে একই অর্থবছরে একই প্রতিষ্ঠানে বেআইনিভাবে প্রকল্প দিয়ে ক্ষান্ত হননি চেয়ারম্যান। অভিযোগ উঠেছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকারি যে নির্দেশনা রয়েছে তাও মানা হয়নি। সরকারি নির্দেশনায় কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্যে বলা আছে-গ্রামীণ এলাকায় অপেক্ষাকৃত দুর্বল ও দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টি। গ্রামীণ এলাকায় খাদ্যশস্য সরবরাহ ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। কিন্তু সরেজমিনে দেখা যায়, ভরাট কাজে ২ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ থাকলেও টাকা অনুসারে মাটি কাটা হয়নি। আর শ্রমিক দিয়ে নয়, কাজ হয়েছে যন্ত্র দিয়ে।

প্রকল্পের সভাপতি ছিলেন নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম। তাকে প্রকল্পের কাজের বিষয়ে প্রশ্্ন করা হলে উল্টো প্রতিবেদককে বলেন, কাজের হিসেব উপজেলায় লেখা আছে সেখান থেকে নেন। এই কথা বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন তিনি।

একইস্থানে একই অর্থবছরে একাধিক প্রকল্প দেওয়ার বিষয়ে উপজেলার একাধিক চেয়ারম্যানের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, এটা অন্যায় অনিয়ম। একইস্থানে এক অর্থবছরে শুধু টি,আর নয়, কাবিখা, কাবিটাসহ যেকোনো সরকারি বরাদ্দ দেওয়া আইন পরিপন্থী।

সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্ একজন কোরআনের হাফেজ ও মাওলানা এবং আওয়ামী লীগ নেতা। প্রকল্প দেওয়ার বিষয়ে তার ব্যবহৃত মোবাইল ফোান নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। মোবাইলে ক্ষুদেবার্তা পাঠিয়েও সারা মেলেনি।

ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে একইস্থানে প্রকল্প দেন চেয়ারম্যান। এভাবে প্রকল্প দেওয়া যায় না, বিষয়টি তাকে বারবার বুঝানোর চেষ্টা করলেও তিনি মানতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, একই অর্থবছরে একই প্রতিষ্ঠানে একটার বেশি প্রকল্প দেওয়া বিধিবর্হিভূত। বেনাম ব্যবহার করে প্রকল্প দিয়ে থাকলে তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাফসান সাইফ সন্ধি, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

নিউজ ট্যাগ: ঘাটাইল

আরও খবর



ছাত্র-জনতা হত্যা মামলার তদন্ত আজ থেকেই: চিফ প্রসিকিউটর

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

ছাত্র-জনতা হত্যার ঘটনায় দ্রুত ন্যায়বিচার পেতে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তদন্ত শুরু হবে আজ থেকেই।

রোববার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ছাত্র- জনতা হত্যা মামলায় হত্যার আলামত সংরক্ষণ করে তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে দ্রুত ন্যায়বিচার পাওয়া যায়। দ্রুততম সময়ে ট্রাইবুনাল পুনর্গঠন করে দ্রুত বিচার চাওয়া হবে।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, আজ থেকেই তদন্ত শুরু হবে। প্রধানমন্ত্রী, আইজিপি, যে-ই অপরাধী হোক না কেন, আইনের চোখে সবাই সমান।

শহীদদের পরিবারকে ন্যায়বিচার দেয়া হবে। তদন্তকালে আসামিরা গ্রেফতার হবে। সম্ভাব্য আসামিরা যাতে দেশের বাইরে না যেতে পারেন, সেই ব্যবস্থা নেয়া হবে, যোগ করেন তিনি।


আরও খবর



মেসিকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড রোনালদোর

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে লড়াই নতুন নয়। ফুটবলের মাঠে দুইজনের প্রতিদ্বন্দ্বীতা চিরকালীন। এবার মেসির সঙ্গে নতুন লড়াইয়ে নেমেছেন রোনালদো। খুলেছেন ইউটিউব চ্যানেল। তাতে মেসিকে ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ডও গড়েছেন পর্তুগিজ যুবরাজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রামে অনেক আগে থেকেই সক্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো। এবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও চ্যানেল খুলেছেন পর্তুগিজ তারকা। তার চ্যানেলের নাম দিয়েছেন ইউআর ক্রিস্টিয়ানো

চ্যানেল খুলতেই বিশ্ব রেকর্ড গড়েছেন রোনালদো, জানিয়েছেন আল-জাজিরা। চ্যানেলটিতে এক দিনেই অনুসারীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে।  এর মধ্যে প্রথম এক ঘণ্টাতেই ১০ লাখ বা ১ মিলিয়ন মানুষ সাবস্ক্রাইব করেছেন। এর আগে এত অল্প সময়ে আর কোনো ইউটিউব চ্যানেলের অনুসারী ১ মিলিয়ন ছাড়ায়নি।

এদিকে মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। মেসির ইউটিউব চ্যানেল লিও মেসির অনুসারীর সংখ্যা বর্তমানে ২৩ লাখ ২০ হাজার। রোনালদোর বর্তমান অনুসারীর ১৪০ লাখ ৬০ হাজার। সেটিও মাত্র ১৯টি ভিডিও আপলোড করেই। বিপরীতে মেসি এখন পর্যন্ত আপলোড করেছেন ২০৭টি ভিডিও।

ইউটিউব চ্যানেলটি খোলার পর রোনালদো এক্সে একটি পোস্ট দিয়ে লেখেন, অপেক্ষার পালা শেষ। অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এলো!  ট্রেডমার্ক উদ্‌যাপন সিউউ যোগ করে ভক্তদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলে রোনালদো লিখেছেন, SIUUUbscribe (সিউস্ক্রাইব) এবং আমার এই নতুন যাত্রায় যোগ দিন।


আরও খবর
দলের সঙ্গে এখনো যোগ দেননি সাকিব আল হাসান

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




ঐতিহাসিক সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৮৫ রান

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

প্রথম টেস্টে ১০ উইকেটের বিরাট ব্যবধানে জয়। এবার দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে নাগালে রেখেছে সফরকারী বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে প্রথম ইনিংস ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তান লিড পেয়েছে ১৮৪ রান।

অর্থ্যাৎ, দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান। আর সেটা হলে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। 

গতকাল দিনশেষে ২ উইকেটে ৯ রান দিন পাকিস্তান আজ বাকি ৮ উইকেটে তুলেছে ১৬৩ রান। পাকিস্তান ইনিংসে ৬ চার এবং এক চারের সাহায্যে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত ছিলেন আগা সালমান। এছাড়া ৪৩ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।

অন্যদিকে বাংলাদেশ বোলিং অ্যাটাকে দুর্দান্ত জুটি গড়েছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা। গতকাল পাকিস্তানের জোড়া উইকেট নেওয়া হাসান মাহমুদ আজ নিয়েছেন আরো ৩ উইকেট। টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন ডানহাতি এই পেসার। এর মধ্য দিয়ে মেহেদি হাসান মিরাজের পর রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে ৫ উইকেট তুলে নাম লেখালেন আরো এক বাংলাদেশি। ব্যাটিংয়ে অবশ্য সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস।

হাসানের মতো বল হাতে উজ্জ্বল ছিলেন তরুণ নাহিদ রানা। ১১ ওভারে এক মেডেনসহ ৪৪ রান খরচায় নাহিদের শিকার ৪ উইকেট। এছাড়া ১ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। পাকিস্তান ইনিংসের ১০ উইকেটই নিয়েছেন টাইগার পেসাররা।


আরও খবর
দলের সঙ্গে এখনো যোগ দেননি সাকিব আল হাসান

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি

Image

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এতে আরো দুইজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালি সংলগ্ন টাউন নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানায়রা জানান, খুলনাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ৪ যাত্রী নিহত হয় এবং একজন আহত হয়।

নিহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। আরেক জনের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। অন্যদের ঠিকানা পাওয়া যায়নি।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহত হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপটিসহ চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে ইজিবাইকের ৩ জন মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুনেছি তাদের মধ্যেও একজন মারা গেছে।

তিনি আরো বলেন, নিহত তিনজনের লাশ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। পিকআপটিকে শনাক্তের কাজ চলছে।


আরও খবর