
সুনামগঞ্জ জেলা তাহিরপুর সীমান্ত অতিক্রম করে মধ্যনগর উপজেলার নৌ পথে চোরাকারবারীরা প্রতিদিন ৪০ থেকে ৫০ টি নৌকায় অবৈধভাবে ভারত থেকে আসা কয়লা পাচার করছে। গতকাল রবিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক অবৈধ ভারতীয় কয়লা ইঞ্জিনের নৌকা বোঝাই করে নদী পথে নিয়ে যাচ্ছে পাচারকারী চক্র ।
দেখা
যায়, জেলার মধ্যনগর উপজেলা সংলগ্ন সামনে অবস্থিত নদীতে ভারত থেকে প্লাষ্টিকের বস্তা
ভর্তি করে শতশত মেট্রিক টন কয়লা নৌকায় পাচাঁর করে নিয়ে যাচ্ছে চোরা কারবারীরা। অবৈধ
কয়লা ইঞ্জিনের নৌকা বোঝাই করে কলমাকান্দা ও নেত্রকোণা নদীতে ডুকে। পরে রাত গভীর হলে পাচারকৃত কয়লা ঠেলাগাড়ি
বোঝাই করে কলমাকান্দা, নেত্রকোণা জেলার বিভিন্ন ডিপুতে নিয়ে বিক্রি করা হয়। প্রতি বস্তা
(৫০ কেজি) করে ৮০ থেকে ১০০ বস্তা কয়লা একটি নৌকা দিয়ে পাচারকারীরা পাচাঁর করছে। কলমাকান্দা
উপজেলার অবৈধ কয়লা পাচারকারী নৌকার মালিক বলেন, এই নৌকা আমার।
আমাদের লাইনম্যান
আছে রফ মিয়া তার সাথে কথা বলেন। লাইনম্যান রফ মিয়ার নেতৃত্বে আমাদের কয়লা আসে । এ বিষয়
রফমিয়া দেখেন।
কলাগাও পাচারকারী
চক্রের লাইনম্যান রফমিয়া বলেন, আমার ৪ টা নৌকা আছে এগুলো যাইতে পারে। কয়লা এল সি মাল,
আমি একজন সর্দার আর সব মাল আমার না। আমার নামে ভুল বলতেছে। একজনে বললেই কি বিশ্বাস
করা যাইবো। এসব সোর্স পরিচয়ধারীদের নেতৃত্বে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব নষ্ট হচ্ছে।
প্রতিদিন আমাদের
নদী দিয়ে ভারতীয় কয়লার নৌকা যাচ্ছে পুলিশ-প্রশাসনকে কোনও পদক্ষেপ করতে দেখা যায় না
বলেই স্থানীয় বাসিন্দাদের দাবি।