আজঃ বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩
শিরোনাম

মানিকগঞ্জে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার

প্রকাশিত:রবিবার ২৬ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ ফেব্রুয়ারী ২০২৩ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

Image

মানিকগঞ্জের হরিরামপুরে ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনকে মারধরের ঘটনার তিন দিন অতিবাহিত হলেও সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হননি। তবে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার সন্ধ্যার পর জেলা ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষক আলতাব হোসেনকে মারধরের ঘটনায় ধুলশুড়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিদ মাহমুদ ইসলাম রবিনকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জেলা কমিটির কাছে জমা দেবে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিরা গা-ঢাকা দিয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।


আরও খবর