আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

মানিকগঞ্জে কিশোর গ্যাং লিডার রাসেল গ্রেফতার

প্রকাশিত:সোমবার ১৬ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৬ জানুয়ারী ২০২৩ | ৭১৫জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক


Image

মানিকগঞ্জে চাঁদাবাজি ও বাসের সুপারভাইজারকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের ঘটনায় কিশোর গ্যাং লিডার রাসেল উজ্জামানকে (২১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

রোববার (১৫ জানুয়ারি) মানিকগঞ্জ সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মানিকগঞ্জের উদীয়মান কিশোর গ্যাং রাসেল গ্যাং এর লিডার। এই গ্যাং এ ১৫/২০ জনের সক্রিয় সদস্য রয়েছে। তারা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

র‍্যাব-৪ জানায়, রাসেল গ্যাং এর অত্যাচারে বাসস্ট্যান্ডে আসা দূর-দূরান্তের যাত্রী ও স্থানীয় লোকজন অতিষ্ঠ। এই গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চলাচল করে বিধায় তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের লিডার রাসেল তার অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন বাস-ট্রাকে চাঁদাবাজি করে আসছিলো। চাঁদাবাজির ধারাবাহিকতায় নবীনগর থেকে আরিচাগামী একটি যাত্রীবাহী বাসে উঠে নিজেকের মানিকগঞ্জের রাসেল গ্যাংয়ের লিডার হিসেবে পরিচয় দিয়ে দৈনিক ৫০০/- টাকা চাঁদা দিতে হবে বলে সুপারভাইজারকে জানায় এবং চলতি দিনের চাঁদা দিতে বলে। কিন্তু বাসের সুপারভাইজার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং রাসেলকে গাড়ি থেকে নামিয়ে দেয়।

অতঃপর গাড়িটি আরিচা ঘাটে যাত্রী নামিয়ে মানিকগঞ্জ বাসট্যান্ড সংলগ্ন রাজ আবাসিক হোটেলের সামনে হাইওয়ে রাস্তার ওপরে আসলে আসামিরা গাড়িটির গতিরোধ করে সুপারভাইজারকে টেনেহিঁচড়ে রাস্তায় নামায়। এসময় তারা বাসের সুপারভাইজার মো. সাজ্জাদকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। বাসের সুপারভাইজার রাস্তায় ওপর লুটিয়ে পরে জ্ঞান হারিয়ে ফেলে। আসামিরা সুপারভাইজারের মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত কিশোর অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।


আরও খবর