আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

'মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন' এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
এস এম মনির

Image

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোজো ও মাল্টিমিডিয়া রিপোর্টারদের সংগঠন 'মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন' এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমকালের যাকারিয়া ইবনে ইউসুফ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মানবজমিনের আলতাফ হোসাইন।

বুধবার সকাল ১০টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হয়। এতে আগামী এক বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টাররা। 

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন- সহ-সভাপতি তাওহীদ মামুন (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক রুকাইয়া জহির (দ্য বিজনেস স্টান্ডার্স- টিবিএস), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (যায়যায়দিন), দপ্তর সম্পাদক মামুন সোহাগ (সমকাল), অর্থ সম্পাদক রহমত উল্লাহ (আমার সংবাদ), প্রচার সম্পাদক ইসমাঈল সিরাজী (দেশ রুপান্তর), নারী বিষয়ক সম্পাদক অরিন সুলতানা (আমার সংবাদ), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আল ইমরান (সময়ের আলো), সাংস্কৃতিক সম্পাদক সিকদার মোহাম্মদ সাব্বির (জনকণ্ঠ), সাহিত্য সম্পাদক রাব্বি হোসাইন (ঢাকা ট্রিবিউন), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আকতারুজ্জামান (ঢাকা পোষ্ট), ক্রীড়া সম্পাদক মিরাজুল ইসলাম (আমাদের সময়), আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম (যুগান্তর), কার্যনির্বাহী সদস্য আকরাম হোসেন নাঈম (কালবেলা), আব্দুল্লাহ মামুন (যায়যায়দিন), তানভীর আহমেদ (ইত্তেফাক) এবং মিফতাহুল জান্নাত (মানবজমিন)।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই অভিষেক অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব দীপ আজাদ বলেন, আগামীর দিন হলো মাল্টিমিডিয়ার। ইতিমধ্যেই আমাদের গণমাধ্যমগুলো তা বুঝতে পেরেছে। ক্রমেই এর ভিত শক্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে গড়ে ওঠা সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠন ডিজিটাল সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। একইসঙ্গে রিপোর্টারদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মশালার আয়োজনের তাগিদ দেন এই সাংবাদিক নেতা।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকরাই আগামী দিনে এগিয়ে থাকবে। রিপোর্টারদের মানোন্নয়ন এবং মাল্টিমিডিয়ার প্রসারের ক্ষেত্রে সংগঠনটি কাজ করে যাবে বলে প্রত্যাশা করি। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, মাল্টিমিডিয়া এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।

তবে মানসম্মত কনটেন্ট তৈরিতে গণমাধ্যমগুলোর নজর দেয়া উচিত। নিউজ কাভারেজের ক্ষেত্রে রিপোর্টারদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ভাইরাল করতে গিয়ে কোনো ভুল তথ্য বা সংবাদের ভুল উপস্থাপন যেন না হয় সে বিষয়ে মনোযোগী হতে হবে।

সংগঠনটির নতুন সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়েছে মোবাইল জার্নালিজম তথা মাল্টিমিডিয়া সাংবাদিকতা। প্রায় সবগুলো গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পাচ্ছে ডিজিটাল বিভাগ। তথ্যপ্রযুক্তির বিপ্লবের যুগে আগামীতে মাল্টিমিডিয়া সেকশনই হবে গণমাধ্যমের প্রাণ। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এ সেক্টরে কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে কাজ করবে।


আরও খবর



অস্ত্র নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো যাবেন কিম

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

চলতি মাসেই রাশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুদেশের শীর্ষ নেতার বৈঠকে অস্ত্র নিয়ে আলোচনা করা হবে। একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম সিবিএসকে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

ওই কর্মকর্তা বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তার বিষয়ে কথা হতে পারে পুতিন-কিম বৈঠকে। তবে কোথায়, কখন এই বৈঠক হবে, তা এখনও পরিষ্কার নয়।

এ বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং কর্তৃপক্ষের কাছে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তারা কোনো সাড়া দেয়নি। একটি সূত্র মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে জানায়, সাঁজোয়া ট্রেনে করে মস্কো সফরে যেতে পারেন কিম।

সম্প্রতি হোয়াইট হাউস থেকে অভিযোগ করা হয়েছিল, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র চুক্তির সম্ভাব্য অগ্রগতি হয়েছে। এরপরেই কিমের মস্কো সফরের বিষয়টি সামনে এলো। 

আরও পড়ুন>> তাইওয়ানে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘হাইকুই’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, সম্প্রতি উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ওই সফরে পিয়ংইয়ংকে মস্কোর কাছে কামান-গোলাবারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন তিনি।

কোভিডের বিধিনিষেধ তোলার পর প্রথমবারের মতো বাইরের দেশের কোনো ব্যক্তি হিসেবে পিয়ংইয়ং যান শোইগু। ওই সফরে কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। ওই সময়ের কয়েকটি ছবিও প্রকাশ করা হয়। একটি ছবিতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা ও শোইগুর পেছনে আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দেখা যায়।

জন কিরবি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একাধিক বার চিঠি লেনদেন করেছেন পুতিন ও কিম।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আরও বলেন, আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সঙ্গে অস্ত্র আলোচনা বন্ধ এবং তাদের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য আহ্বান জানাই।

হুঁশিয়ারি দিয়ে জন কিরবি বলেন, যদি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করা হয়, তাহলে আমরা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এমনকি, তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।

বিবিসি জানিয়েছে, মস্কো ও পিয়ংইয়ংয়ের অস্ত্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন সিউল ও ওয়াশিংটন। এর ফলে এশিয়ার দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পেতে পারে।

সোমবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার এক সংবাদ সম্মেলনে বলা হয়, শোইগু রাশিয়া, চীন ও উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো যৌথ নৌ মহড়ার পরামর্শ দিয়েছেন। 

আরও পড়ুন>> দিল্লিতে পাঁচ দিন বন্ধ থাকবে মদ বিক্রি

বিবিসি বলছে, মস্কো ও পিয়ংইয়ংয়ের অস্ত্র চুক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, এখন যদি মস্কোর কাছে পিয়ংইয়ং অস্ত্র বিক্রি বা সরবরাহ করে সামনের দিকে বিষয়টি নৈমিত্তিকে পরিণত হবে। উত্তর কোরিয়ার প্রয়োজনের সময় রাশিয়াও তাদের কাছে অস্ত্র বিক্রি করতে পারে। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো, পুতিন কিমকে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে সাহায্য করতে পারে। উন্নত প্রযুক্তি সরবরাহ করতে পারেন তারা।

এদিকে নিউইয়র্ক টাইমস বলছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের বন্দর শহর ভ্লাদিভোস্টকে কিম-পুতিনের বৈঠক হতে পারে। গণমাধ্যমটির কূটনৈতিক সংবাদদাতা এডওয়ার্ড অং বলেন, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের একটি দল গত মাসের শেষের দিকে ভ্লাদিভোস্টক ও মস্কো ভ্রমণ করেছিল। কর্মকর্তাদের দলে পিইংইংয়ের শীর্ষ নেতার প্রোটোকল অফিসারও ছিল।

নিউইয়র্ক টাইমসের এই সাংবাদিক আরও বলেন, স্যাটেলাইট ও পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন প্রোগ্রামের জন্য মস্কোর কাছ থেকে উন্নত প্রযুক্তি চায় পিয়ংইয়ং। পাশাপাশি বিশ্বের সবচেয়ে গরিব দেশটি রাশিয়ার কাছে খাদ্য সহায়তাও চাচ্ছে।

নিউজ ট্যাগ: কিম জং উন

আরও খবর



এশিয়া কাপ ফাইনাল

সিরাজ-ঝড়ে ৫০ রানেই অলআউট শ্রীলঙ্কা

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

এক মোহাম্মদ সিরাজই শেষ করে দিলেন শ্রীলঙ্কাকে। একাই নিলেন ৬ উইকেট। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানেই গুটিয়ে গেলো লঙ্কানদের ইনিংস। অর্থাৎ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে ভারতকে করতে হবে মাত্র ৫১।

ওয়ানডে ইতিহাসে এটি কোনো দলের নবম সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড, শ্রীলঙ্কার ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন। এর আগে ২০১২ সালে পার্লে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টস জিতেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কে জানতো, প্রথমে ব্যাট করতে নেমে এমন হাল হবে!

প্রথম ওভারে আঘাত হানেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ইনিংসের তৃতীয় বলে তাকে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন কুশল পেরেরা (২ বলে ০)।

ইনিংসের চতুর্থ ওভারে সিরাজ-ঝড়। নিজের প্রথম ওভার মেইডেন দিয়ে শুরু করেছিলেন সিরাজ। পরের ওভারে এসেই তিনি দেখিয়েছেন ভয়ংকর রূপ। একে একে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান ৪ ব্যাটারকে।

ওভারের প্রথম বলে পাথুম নিশাঙ্কাকে (৪ বলে ২) রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান সিরাজ। তৃতীয় বলে তিনি এলবিডব্লিউ করেন সাদিরা সামারাবিক্রমাকে (০)। পরের বলে চারিথ আসালাঙ্কাকে (০) কভারে ক্যাচ দিতে বাধ্য করেন।

হ্যাটট্রিক ডেলিভারিটি অবশ্য বাউন্ডারি হাঁকিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু পরিস্থিতি বুঝতে না পেরে যেন বড় ভুল হয়ে গেলো তার। পরের বলে শরীরের বাইরে খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয়া (২ বলে ৪)। ওই ওভারে ৪ উইকেট নেন সিরাজ।

নিজের পরের ওভারে (লঙ্কান ইনিংসের ষষ্ঠ) চতুর্থ বলে আরও এক শিকার সিরাজের। উড়িয়ে দিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার অফস্টাম্প। সিরাজ ৪ রানেই পূরণ করে নেন ফাইফার।

বলের হিসেবে এটি চামিন্দা ভাসের সঙ্গে যৌথভাবে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তার সমান ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক লঙ্কান পেসার।

শেষ পর্যন্ত ৭ ওভারে এক মেইডেনসহ মাত্র ২১ রানে ৬টি উইকেট নেন সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে নেন ৩ উইকেট।


আরও খবর



ডলার কারসাজিতে জড়িত দশ ব্যাংককে জরিমানা

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে আমদানিকারকের কাছে ডলার বিক্রির অপরাধে বেসরকারি খাতের ১০ ব্যাংককের ট্রেজারি বিভাগের প্রধানকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী, বেশি মূল্যে ডলার বিক্রির অপরাধে ১০ ব্যাংককের ট্রেজারি বিভাগের প্রধানকে জরিমানা জরিমানা করা হয়েছে। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

বেশি দামে ডলার বিক্রি করার অভিযোগে বেসরকারি খাতের ১০ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেপ্টেম্বরে মাসে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব ব্যাংকের ট্রেজারি-প্রধানকে জরিমানা করার প্রক্রিয়া শুরু করে।

ট্রেজারি বিভাগ ব্যাংকের টাকা ও ডলারের চাহিদা-জোগানের বিষয়টি নিশ্চিত করে থাকে। কোনো কোনো ব্যাংকে ট্রেজারি বিভাগের প্রধান পদে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ডলার বেচাকেনায় কারসাজির সঙ্গে জড়িত ১০ ব্যাংকের মধ্যে প্রচলিত ধারার ৭টি ও ইসলামি ধারার ৩টি ব্যাংক রয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেছিলেন, বেশি দামে ডলার বিক্রির জন্য এসব ব্যাংকের ট্রেজারি-প্রধান দায় এড়াতে পারেন না। এ বিষয়ে ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে।

ডলার কারসাজিতে অভিযুক্তদের কী শাস্তি দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেখানে শাস্তির বিষয় উল্লেখ করা আছে।

ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী, এই অপরাধে কমপক্ষে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা আরোপ করা যেতে পারে। যদি আইনের একই ধারার লঙ্ঘন অব্যাহত থাকে, তাহলে প্রথম দিনের পর প্রতিদিনের জন্য অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা আরোপ করা যায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মার্চের পর থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু তাতে সংকট আরও প্রকট হয়। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) এর ওপর। এরপর দুই সংগঠনের নেতারা বিভিন্ন লেনদেনে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ শুরু করেন। তবে কিছু ব্যাংক ডলারের নির্ধারিত দামের চেয়ে ৫ থেকে ৬ টাকা বেশি দরে ডলার কেনাবেচা করছে বলে অভিযোগ উঠে। কারসাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জরিমানার কবলে পড়তে হলো।

নিউজ ট্যাগ: বাংলাদেশ ব্যাংক

আরও খবর



রামোসের আত্মঘাতী গোলে জিতল বার্সেলোনা

প্রকাশিত:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

রিয়াল মাদ্রিদে দীর্ঘসময় কাটিয়ে পিএসজি ঘুরে শৈশবের ক্লাব সেভিয়াতে যোগ দিয়েছেন সের্হিয়ো রামোস। লা লিগার ম্যাচে শুক্রবার রাতে নিজের ক্লাবকে ডুবালেন এই ডিফেন্ডার। তার আত্মঘাতী গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিপক্ষ বার্সেলোনা।

শুক্রবার রাত ১টায় মুখোমুখি হয় সেভিয়া ও বার্সেলোনা। শুরুতে সেভিয়ার আক্রমণের ধার দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নে বার্সা। ম্যাচের ১৯ মিনিটের মিনিটে সেভিয়ার ইভান রাকিটিচের ক্রস কাজে লাগাতে ব্যর্থ হন দোদি লুকেবাকিও। ৩ মিনিট পর আরও বড় সুযোগ মিস করে বার্সা। জোয়াও ক্যানসেলোর পাস থেকে সেভিয়ার গোলমুখে শট নেন ধারে আসা জোয়াও ফেলিক্স। তবে গোলপোস্টে লেগে ফিরে আসে বল। প্রথমাধ্যে গোলশূন্য অবস্থায়ই বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন>> ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে ইমরানুর 

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। ওই সময় সেভিয়ার ডি বক্সে শট নেন ফেরান তোরেস। হেড দিয়ে সেই শট সতীর্থ ফার্মিন লোপেজকে দেওয়ার চেষ্টা করেন তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। তবে বল লোপেজের কাছে না গিয়ে প্রতিপক্ষ সার্জিও রামোসের কাছে চলে যায়। তার পায়ে লেগে বল জড়ায় জালে।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল কাতালানরা। ৮ ম্যাচ শেষে ৬ জয়ে এখন তাদের পয়েন্ট ২০। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ১৯। আর বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে তিন নম্বরে। ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট তাদের।

নিউজ ট্যাগ: বার্সেলোনা

আরও খবর



যাত্রী অধিকার দিবস আজ

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

যাত্রী অধিকার দিবস আজ বুধবার (১৩ সেপ্টেম্বর)। দেশে পঞ্চমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হলো—‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই।

যাত্রী হয়রানি, ভাড়া-নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে দেশে যাত্রী অধিকার দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এবারের যাত্রী অধিকার দিবসে সড়ক পরিবহন আইনে যাত্রী অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

আরও পড়ুন>> 'আপনি অসুস্থ, হাজব্যান্ড জানে না, স্যার কীভাবে জানে?'

উল্লেখ্য, বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে পরিবহনে ভাড়া-নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনা বন্ধের মধ্য দিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন খাত গড়ে তোলার বিষয়টি কর্তৃপক্ষের সামনে আনার প্রতীকী দিবস হিসেবে ২০১৯ সাল থেকে যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন ১৩ সেপ্টেম্বরকে যাত্রী অধিকার দিবস পালন করে আসছে।

বর্তমানে বৈশ্বিক মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে গণপরিবহনে ভাড়া-নৈরাজ্য ও পদে পদে যাত্রী হয়রানির বিষয়টি আরেক দফা উসকে দিয়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও পরিবহনে নিরাপত্তার বিষয়টি সামনে আনতে চান সংশ্লিষ্টরা।


আরও খবর