
মারা গেছেন মাইকেল
জ্যাকসনের সাবেক স্ত্রী গায়িকা লিসা মেরি প্রিসলি। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের
লস অ্যাঞ্জেলেসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল
৫৪ বছর।
জানা গেছে, লস
অ্যাঞ্জেলেসের বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন লিসা মেরি প্রিসলি। তারপর তাকে
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক বিবৃতিতে লিসার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মা গায়িকা
প্রিসিলা প্রিসলি। তিনি জানিয়েছেন, ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে আমাকে এই বেদনাদায়ক সংবাদটি
জানাতে হবে যে আমার মেয়ে লিসা মেরি আমাদের ছেড়ে চলে গেছে।
উল্লেখ্য, ১৯৬৮
সালের ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্মগ্রহণ করেন লিসা মেরি প্রিসলি। ২০০৩
সালে অ্যালবাম ‘টু হুম ইট মে
কনসার্ন’ দিয়ে নিজের সংগীত জীবন শুরু করেন তিনি। এরপর ২০০৫ সালে এসেছিল ‘নাউ হোয়াট’। আর দুটোই বিলবোর্ড ২০০ অ্যালবাম
চার্টের শীর্ষ ১০-এ নিজের জায়গা করে নিয়েছিল। তার তৃতীয় অ্যালবাম, ‘স্টর্ম অ্যান্ড গ্রেস’ ২০১২ সালে প্রকাশিত
হয়।
১৯৯৪ সালে পপ
তারকা মাইকেল জ্যাকসনকে বিয়ে করেন লিসা মেরি প্রিসলি। ১৯৯৬ সালে জ্যাকসনের সঙ্গে তার
ডিভোর্স হয়।