আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

মাগুরায় পুলিশ-বিএনপি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১০

প্রকাশিত:রবিবার ০৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৪ আগস্ট ২০২৪ | পত্রিকায় প্রকাশিত
জেলা প্রতিনিধি

Image

মাগুরা শহরের ঢাকা রোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে এ সংঘর্ষে আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ ১০ জন।

জানা গেছে, সকাল ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেট নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট নিক্ষেপ ও গুলি করে। এ সময় নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদেী হাসান রাব্বী।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম গণমাধ্যমকে জানান, রাব্বি পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার বুকে গুলি লেগেছে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমর প্রশাদ বিশ্বাস জানান, আহত তিন পুলিশ সদস্যসহ ১০ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও খবর



বিশ্বনাথ আ.লীগের সহ সভাপতি গ্রেফতার

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
এস এ শফি, সিলেট

Image

বিশ্বনাথে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গ্রেফতারকৃত ফখরুল আহমদ মতছিন মৃত আছকির আলীর ছেলে এবং ৭ নং দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান ও বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

বুধবার দুপুর ১টায় বিশ্বনাথ পৌরসদর থেকে তাকে গ্রেফতার করে। এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল তথ্য নিশ্চিত করেছেন।

নিউজ ট্যাগ: সিলেট

আরও খবর



স্পিকার পদ থেকে শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

জাতীয় সংসদের স্পিকার পদ থেকে শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

সংবিধানের বিধান মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার প্রেক্ষাপটে বিগত শেখ হাসিনার সরকার বিলুপ্ত হলেও স্পিকার পদ বহাল ছিল। অবশেষে শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।

গত ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।


আরও খবর



সেপ্টেম্বরে যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ঐদিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। চলতি সেপ্টেম্বর মাসে মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

সেই হিসেবে আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। তাই সরকারি সকল অফিস-আদালত বন্ধ থাকবে। আর এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার (১৫ সেপ্টেম্বর) অফিস খোলা। এদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা চার দিনের ছুটি।

এদিকে এর আগেও ঈদসহ বিভিন্ন দিবসে এমন সুযোগ পেয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ঈদে সড়কে চাপ কমাতে বিভিন্ন সময় নির্বাহী আদেশে ছুটি বাড়ানোর ঘটনাও রয়েছে।


আরও খবর



‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’ সেই ডিসি ডিবি হেফাজতে

প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

গুলি করে করে লাশ নামানো লাগছে, স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের গুলি করা নিয়ে এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

পরে জানা গেছে, ভিডিওতে কথা বলা ওই পুলিশ কর্মকর্তা ডিএমপির ওয়ারি বিভাগে উপ-কমিশনার (ডিসি) মোহাম্মাদ ইকবাল। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে ডিসি ইকবালকে তুলে নেওয়া হয়। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন।

ওই ভিডিওতে ইকবালকে বলতে শোনা যায়, গুলি করে লাশ নামানো লাগছে, স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায়, স্যার, বাকিডি যায় না। এইটা হলো, স্যার, সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।

এ সময় সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন।


আরও খবর



বাগেরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি

Image

বাগেরহাট জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সাত পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন, পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফসহ সেনাবাহিনী, জেলা প্রশাসন, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জিওসি বলেন, এখন থেকে সেনা, এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর একটিও নেই। যেখানে মুসলিম ধর্মের মাদ্রাসার শিক্ষার্থীরা রাত জেগে হিন্দু ধর্মের মন্দির পাহারা দেয়। পুলিশ র‌্যাব যৌথ ভাবে পেট্রোল কার্যক্রম করবে। একটি সুন্দর দেশ গঠনে সকলের সহযোগীতা প্রয়োজন। এখনই উপযুক্ত সময়, এখন প্রশাসনকে সহায়তা করলে পরবর্তিতে আমরা ভালো থাকবো।

এসময় ছাত্রদের প্রতি আহবান জানিয়ে বলেন, নিজেদের উজ্জল ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দিতে হবে।

জেলা প্রশাসক বলেন, বাগেরহাটে আন্দোলনে একটি পুলিশকে ফায়ার করতে হয়নি। বাগেরহাটে আমরা অনেক ভালো ছিলাম। এখনও ভালো আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কারো মধ্যে কোন দুরত্ব না থাকে, যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিপূর্নভাবে বসবাস করতে পারে।

নিউজ ট্যাগ: বাগেরহাট

আরও খবর