আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

মাগুরায় নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

প্রকাশিত:শুক্রবার ২৫ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৫ ফেব্রুয়ারী ২০২২ | ১৪৩৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

মাগুরার মহম্মদপুরে নদীতে গোসল করতে নেমে রায়হানুল আবেদিন দিব্য নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে। স্বজনরা নৌকা নিয়ে নদীতে খোঁজ করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেছেন।

দিব্য উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের হান্নান মোল্যার ছেলে। তিনি বগুড়া মাজিদুল হক কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

দিব্যর চাচা ওয়ালিউর রহমান জানান, তার ভাতিজা মা-বাবার সঙ্গে বগুড়ায় থাকত। ৫-৬ দিন আগে ফুফুর বাড়ি বেড়াতে উপজেলার আড়মাঝি গ্রামের উত্তরপাড়ায় আসে সে। বৃহস্পতিবার দুপুরে নিষেধ সত্ত্বেও নদীতে গোসলের জন্য বাড়ি থেকে বের হয়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। সে সাঁতার জানত না।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মফিজুর রহমান জানান, আমরা ঘটনাস্থল ঘুরে এসেছি। খুলনা থেকে ডুবরি দল এখনো পৌঁছেনি।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো খোঁজ পাওয়া যায়নি।


আরও খবর