আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

মাদকসহ হাতীবান্ধা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত:শুক্রবার ১২ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১২ আগস্ট ২০২২ | ৬৬৫জন দেখেছেন


Image

লালমনিরহাট প্রতিনিধি:

সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশ ও ভারতীয় একশ বোতল ফেনসিডিল ও এক লিটার খোলা ফেনসিডিলসহ দুইজন ভারতীয় নাগরিক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন পুলিশ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলকায় গোপন সংবাদ ভিত্তিতে তাদের গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।

গতকাল শুক্রবার আটক দুই ভারতীয় নাগরিক কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। আটকরা হলো, কুচবিহার জেলার শীতলখুচি উপজেলার লালারপাড় গ্রামের ইবলেছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও একই উপজেলার পাঠানতলী গ্রামোর এনামুল মিয়ার ছেলে হাসেন আলী(২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন ভারতীয় দুই নাগরিক এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক জাহাঙ্গীর আলম (২০) ও হাসেন আলী (২৩) আটক করেন। এসময় তাদের কাছ থেকে ভারতীয় একশত বোতল ফেন্সিডিল ও এক লিটার খোলা ফেনসিডিল উদ্ধার করে।

গত শুক্রবার আটক দুই ভারতীয় নাগরিক কে মাদক ও অবৈধ অনুপ্রবেশ দায়ে দুটি মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাহ আলম।


আরও খবর