আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

মাদক ব‍্যবসায়ীর ঘরের ট্রাংকে মিলল ১৫ কেজি গাঁজা

প্রকাশিত:সোমবার ২৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ২৪ অক্টোবর ২০২২ | ৬৮৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী এক বিশেষ অভিযানে কুখ‍্যাত মাদক ব‍্যবসায়ী ও মাদক ডিলার শফিকুল ইসলাম এর বসত ঘরের ট্রাংক ভেঙ্গে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত মোসলেম উদ্দিন এর পুত্র শফিকুল ইসলাম(৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘরের ট্রাংক ভেঙ্গে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গাঁজাসহ শফিকুল ইসলামকে আটক করে নিয়ে আসে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শফিকুল ইসলাম একজন পেশাদার মাদক ব‍্যবসায়ী এবং মাদকের ডিলার। তার বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: কুড়িগ্রাম

আরও খবর