আজঃ বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩
শিরোনাম

মাদারীপুরে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ | ২৫৬৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

মাদারীপুর থেকে মীর ইমরান, 

মাদারীপুরে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির কার্যালয়ে মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সহ-সভাপতি ও আজকের দর্পণের জেলা প্রতিনিধি মীর ইমরানের সভাপতিত্বে আজকের দর্পণের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মো. মনিরুল ইসলাম ভুঁইয়া (তুষার)। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোঃ শফিক স্বপন, দৈনিক গণমুক্তির মোহাম্মাদ মামুন, দেশ প্রতিদিনের তাজুল ইসলাম মাদবর, আলোকিত প্রতিদিনের নাসিরউদ্দিন তালুকদার, দৈনিক প্রথম বেলার কামাল হোসেন, মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির কার্যকারী সদস্য- প্রিন্স মাহমুদ সবুজ, আতিকুর রহমান ও এমদাদ হোসেন, প্রতিদিনের সংবাদের আব্দুল আল মামুন, আমার প্রাণের বাংলাদেশের মাসুম হাওলাদার, আজকালের খবরের আরিফুর রহমান প্রমুখ।


আরও খবর