
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রশস্ত্র ও লুন্ঠিত মালামালসহ একাধিক মামলার আসামি ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার সময় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
এর আগে সোমবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রাণীরহাট এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনাঘটে ডাকাত দলের সদস্য অস্ত্র মুখে, ৫ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুটে নিয়ে আসে পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাতকে আটকরে নিয়ে আসে।
আটককৃতদের মধ্যে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে আজাদ ওরফে চশমা আজাদ, অন্যতম। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলম হোসেন ওরফে খোরশেদ ডাকাত, সদরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে মো. টুটুল এবং চরমন্ডল গ্রামের ওমর ফারুকের ছেলে মিয়াদ হোসেন রাব্বি।
পুলিশ সুপার জানান, গত রোববার রাতে রোববার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রাণীরহাট এলাকার আবদুল কাদের পাটওয়ারীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ৯৯৯ নম্বরে কল করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মিয়াদ হোসেন রাব্বিকে আটক করতে সক্ষম হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ডাকাত আজাদকে গ্রেফতার করা হয়। পরে আরও ২টি স্থানে অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের সদস্য আলম ওরফে খোরশেদ এবং টুটুলকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ সুপার মো মাহফুজ্জামান আশরাফ জানান, লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।