
লক্ষ্মীপুরে বুধবার
(২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস
পাইপ লাইনের মেরামতের কাজের জন্য এদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ
গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সংস্থাটির লক্ষ্মীপুর
কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (বিক্রয়) এসএম জাহিদুল ইসলাম মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার গ্যাস পাইপ লাইনের কাজ করা হবে। তাই এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এরপর সরবরাহ পুনরায় স্বাভাবিক রাখা হবে।