আজঃ বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩
শিরোনাম

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ট্রাক চাপায় আতোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও ৪ অটোরিকশাযাত্রী আহত হয়েছেন।

রবিবার (১২ মার্চ) দুপুরে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের হাতীবান্ধা উপজেলার পোস্ট অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতোয়ার হোসেন (৪০) হাতীবান্ধা  উপজেলার  সিংগীমারী  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মনছের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ  জানান, রবিবার দুপুরে হাতীবান্ধার মেডিকেল মোড় থেকে অটোরিকশাযোগে দিঘিরহাট পথে অপর দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই  ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা যাত্রী আতোয়ার রহমানের দুই পা ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে সে মারা যায়।

এ বিষয় হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে।


আরও খবর