আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

কুয়াশায় চার গাড়ির সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত:শনিবার ০৭ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৭ জানুয়ারী ২০২৩ | ৫৭০জন দেখেছেন


Image

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৭ জানুয়ারি) মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই মৌলভীবাজারে সমশেরনগরের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাতে প্রচণ্ড কুয়াশা পড়েছিল। এ কারণে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।


আরও খবর