
কুড়িগ্রামের রৌমারীতে কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের
ঘটনায় রফিকুল ইসলাম নামের এক দরিদ্র কৃষকের দুটি গাভীন গরু ও একটি ষাঁড়সহ গোয়ালঘর পুড়ে
গেছে। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) গভীর রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের
কোমরভাঙ্গি এলাকার পুরাতন পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাদুরচর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান সরবেশ আলী ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেন।
রাতে শোয়ার আগে গরুগুলোকে মশার উপদ্রব থেকে বাঁচাতে গোয়ালঘরে
কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে রফিকুলের পরিবার। গভীর রাতে গোয়ালঘরে আগুন লাগে। স্থানীয়দের
প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাঁচানো যায়নি রফিকুলের তিনটি গরু। অগ্নিদগ্ধ
হয়ে গরুগুলো মারা যায়। এতে কৃষক রফিকুল ইসলামের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। ধারণা
করা হচ্ছে, গরুগুলো রাতে নড়াচড়া করার সময় পায়ে আঘাত লেগে কয়েল থেকে আগুনের সূত্রপাত।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি আমাকে কেউ অবগত করেনি। এ বিষয়ে লিখিত আবেদন দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি ভাবে ওই কৃষককে সহায়তা দেয়া হবে।