আজঃ শনিবার ২০ এপ্রিল ২০24
শিরোনাম

কোভিডের পর যেভাবে ঘুরে দাঁড়াল হলিউড

প্রকাশিত:শনিবার ১৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ১৩ আগস্ট ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

বৈশ্বিক অতিমারীতে সংকটের মুখে পড়েছিল হলিউড। প্রথমে থিয়েটার বন্ধ এবং পরে কোভিডের কারণে পিছিয়েছে বহু সিনেমা। থিয়েটারে দর্শক ফেরানো প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। কিন্তু একাধিক সিনেমা সে শঙ্কা কাটাতে সাহায্য করেছে। গত কয়েক বছরে মার্ভেলের আধিপত্যের পাশে নিজেকে ফের মেলে ধরেছে হলিউডের পুরনো ধারার অ্যাকশন সিনেমা। বিশেষজ্ঞরা বলছেন, প্যারামাউন্ট পিকচার্স ও টম ক্রুজের কাছে হলিউডের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কেননা এ গ্রীষ্মে টপ গানের সিকুয়েল বিলিয়ন ডলার আয় করেছে। আমেরিকার বক্স অফিসে ৬৬ কোটি ডলারের বেশি আয় করা টপ গান: ম্যাভেরিক-এর বৈশ্বিক আয় প্রায় ১৩০ কোটি ডলার। কোভিড-পরবর্তী সময়ই কেবল নয়, স্বাভাবিক সময়েও বিলিয়ন ডলার আয় হওয়া আশ্চর্যজনক।

কিন্তু টপ গানে থেমে থাকলে ভুল হবে। হলিউডকে চাঙ্গা করতে সাহায্য করেছে আরো অনেক সিনেমা। এর মধ্যে মার্ভেলের থর: লাভ অ্যান্ড থান্ডার, ইউনিভার্সালের জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন, ইলুমিনেশনের মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু এ গ্রীষ্মে হলিউডের সঞ্জীবনী হিসেবে কাজ করেছে। ব্যবসাসফল হওয়ার পাশাপাশি সমালোচক ও দর্শকের পছন্দের তালিকায় থেকেছে বাজ লুরম্যানের এলভিস। এসব ব্লকবাস্টারের মধ্যে ইথান হক অভিনীত ব্লামহাউজের থ্রিলার দ্য ব্ল্যাক ফোনহোয়্যার দ্য ক্রড্যাডস সিং থিয়েটারে দর্শকের পদচারণা ধরে রেখেছিল। কমস্কোরের হিসাব অনুসারে, এখন পর্যন্ত এ মৌসুমের আয় ২০১৯ সালের তুলনায় (অতিমারী-পূর্ববর্তী স্বাভাবিক সময়) ১৭ দশমিক ৫ শতাংশ কম। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই। কেননা ২০২১ সালের তুলনায় আয় বেড়েছে ১৩৪ দশমিক ৬ শতাংশ।

সন্দেহাতীতভাবে এ মৌসুমের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল টম ক্রুজের টপ গান: ম্যাভেরিক। অভ্যন্তরীণ বাজারে টাইটানিকের আয় ছাড়িয়ে গিয়েছে সিনেমাটি। এ আয় হয়েছে বক্স অফিস, অর্থাৎ টিকিট বিক্রি থেকে। টম ত্রুদ্ধজের সিনেমাটি দেখতে থিয়েটারে বার বার ফিরে এসেছেন দর্শক। আর থিয়েটারে ফেরা মানেই আরেকটি সিনেমার জন্য সুযোগ তৈরি হওয়া। হলিউডকে সে সুযোগটা বহুদিন ধরে দিয়ে যাচ্ছিল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। কভিডের পর বক্স অফিসে ভরসা ফিরিয়েছিল মার্ভেলের স্পাইডার ম্যান: নো ওয়ে হোম। আর এ বছর টপ গানের আগে বক্স অফিসে তোলপাড় তুলেছিল ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস। সিনেমাটি বিশ্বে মোট আয় করেছে ৯০ কোটি ডলার। সে ধারাবাহিকতায় সফল হয়েছে থর: লাভ অ্যান্ড থান্ডার। সারা বিশ্বে প্রায় ৭০ কোটি ডলার আয় করেছে সিনেমাটি। যদিও র্যাগনারকের (৮৫ দশমিক ৩ কোটি ডলার) চেয়ে পিছিয়ে লাভ অ্যান্ড থান্ডার, এর কারণ চীন ও রাশিয়ায় মুক্তি না পাওয়া।

কিন্তু কেবল বড় বড় সিনেমার কারণেই হলিউড চাঙ্গা হয়েছে এমন নয়। টপ গান: ম্যাভেরিকের পাশে ছিল জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন। এলভিসের বায়োপিকে অস্টিন বাটলার দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। বক্স অফিসে এলভিস আয় করেছে ২৫ কোটি ডলার। একটি সিনেমার সাফল্য যে বক্স অফিসে আরেকটি সিনেমার জন্য সুযোগ তৈরি করে তার উদাহরণ হোয়্যার দ্য ক্রড্যাডস সিং। সিনেমাটি নিয়ে তেমন আশা ছিল না, কিন্তু সেটিও ১ দশমিক ৭ কোটি ডলারের সূচনা নিয়ে উত্তর আমেরিকায় আয় করেছে সাড়ে ৬ কোটি ডলার। মাত্র ১ দশমিক ৮ কোটি ডলারে নির্মিত দ্য ব্ল্যাক ফোন আড়াই কোটি ডলারের ওপেনিংয়ের পর বিশ্বে আয় করেছে প্রায় ১৫ কোটি ডলার।

হলিউড এ বছর ২০১৯ সালের তুলনায় কম সিনেমা মুক্তি দিয়েছে। আয় বেশি হওয়ার জন্য এটি একটি কারণ হিসেবে উল্লেখ করছেন কেউ কেউ। এছাড়া এ সময়ের সিনেমাগুলোয় ভিজুয়াল এফেক্ট ব্যবহার করার কারণে সময় ও খরচ বেড়ে যায়। নির্দিষ্ট সময়ে সিনেমা মুক্তি দিতে না পারার কারণেও ব্যবসায়িক দিক থেকে পিছিয়ে পড়তে হয়। উল্লিখিত সিনেমাগুলোর ক্ষেত্রে এ সমস্যাগুলো না হওয়ায় সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে। অন্যদিকে দেখা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমার দর্শকরা কখনো হতাশ করেন না। মার্ভেল তার একটি প্রমাণ। এছাড়া মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু প্রমাণ করেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজের সিনেমা ফিরে এলে দর্শকও ফিরে আসে। টিকটক ট্রেন্ডকে থিম ধরে এবারের সিনেমাটি আমেরিকায় ৩৩ কোটি ডলার আয় করার পাশাপাশি মোট আয় করেছে প্রায় ৭৬ কোটি ডলার। অবশ্য সেখানে ব্যর্থ হয়েছে ডিসি লিগ অব সুপার পেটসলাইটইয়ার। সিনেমা কতটা গতিবেগ পেল সেটা গুরুত্বপূর্ণ। কনটেন্ট থেকে শুরু করে সঠিক প্রচারণা ও সময়মতো মুক্তি পেলে সিনেমা আশানুরূপ আয় করতে পারে। এর মধ্য দিয়েই দর্শক সিনেমামুখী হতে শুরু করে। এ গ্রীষ্মে হলিউড যে দর্শককে থিয়েটার ও সিনেমামুখী করেছে, তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি এ গতিবেগ ধরে রাখার মতো সামর্থ্যও রয়েছে হলিউডের। বুলেট ট্রেন এরই মধ্যে আয় করেছে ৩ কোটি ডলার। এ মাসে মুক্তি পাচ্ছে ইদ্রিস এলবার বিস্ট। নভেম্বরে ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার দিয়ে বক্স অফিসে মার্ভেল-ঝড়ের ইঙ্গিত মিলছে। সব মিলিয়ে বলা যায়, এ মৌসুমেই পুরনো রূপ ফিরে পাচ্ছে হলিউড।


আরও খবর
ঢাকার মঞ্চ মাতালেন আতিফ আসলাম

শনিবার ২০ এপ্রিল ২০24




বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত:শনিবার ০৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
জেলা প্রতিনিধি

Image

বগুড়ার এরুলিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

নিহত তিন জন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)। নিহতদের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, বিকট শব্দের পর প্রাইভেটকারের এক যাত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে কাছে গিয়ে প্রাইভেটকারের ভেতরে নিহত আরও দুই জনকে দেখতে পাই। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এই বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আজ সকালে প্রাইভেটকারটি নওগাঁর দিকে যাচ্ছিলো। এরুলিয়াতে পৌঁছে কারটি সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। পরে গাড়ি কেটে নিহতদের মরদেহ বের করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজ ট্যাগ: বগুড়া

আরও খবর



ঈদের আগে মায়ের মুক্তি চেয়ে চেম্বার আদালতে ৪ বছরের নুরী

প্রকাশিত:রবিবার ৩১ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ৩১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

গত ২৮ অক্টোবরের হামলাকে কেন্দ্র করে বাবা হামিদ ভূঁইয়ার পরিবর্তে গ্রেপ্তার চার বছরের ছোট্ট নূরজাহান নূরীর মা হাফসা আক্তার পুতুলের জামিন চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। রোববার (৩১ মার্চ) সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৬ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ হাফসা আক্তারকে জামিন দিলেও ১০ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলামের আদালত তার জামিন স্থগিত করে দেন।

সম্প্রতি মায়ের মুক্তির জন্য মানববন্ধন করে বেশ আলোচনায় আসে নুরী। গত ৪ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে ছোট্ট নুরীর মা হাফসা আক্তার পুতুলের জামিন আবেদনের ওপর শুনানি হয়।

শুনানিতে হাইকোর্ট জানতে চান, এই মহিলা আসামি হিসেবে এত গুরুত্বপূর্ণ কেন। এ সময় রাষ্ট্রপক্ষ বলেন, মাই লর্ড সিসিটিভি ফুটেজ আছে, ১৬৪ ধারায় জবানবন্দিও আছে। পরে হাইকোর্ট সিসিটিভি ফুটেজ দেখতে চান এবং ফুটেজ উপস্থাপন করতে বলেন।

গত ২৯ নভেম্বর গণমাধ্যমে প্রচারিত বাবা ঘরে আসুক, কারাগার থেকে ফিরুক মা শীর্ষক এক সংবাদে বলা হয়, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে বিএনপির কর্মী আবদুল হামিদ ভূঁইয়া পালিয়ে বেড়াচ্ছেন। মা হাফসা আক্তার নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন।

তবে ওই প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ডিএমপি বলে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হাফসা আক্তার পুতুল ও তার স্বামী আব্দুল হামিদ ভূঁইয়া সম্পর্কে ২৯ নভেম্বর পত্রিকাটিতে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হচ্ছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হাফসা আক্তার পুতুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।


আরও খবর
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি

বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪




ধেয়ে আসছে যুদ্ধ, প্রস্তুতি নেই ইউরোপের : ডোনাল্ড টাস্ক

প্রকাশিত:শনিবার ৩০ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইউরোপ বর্তমানে যুদ্ধপূর্ববর্তী সময়ে অবস্থান করছে। দিনকে দিন এই মহাদেশে যুদ্ধ ধেয়ে আসছে। তবে এই যুদ্ধ হুমকি মোকাবিলায় ইউরোপের কোনো প্রস্তুতিই নেই।

শুক্রবার (২৯ মার্চ) বিভিন্ন ইউরোপীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি এমন একসময়ে এই সতর্কবার্তা দিলেন যখন ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ডোনাল্ড টাস্ক বলেন, আমি কাউকে ভয় দেখাতে চাই না। তবে যুদ্ধ এখন আর অতীতের কোনো বিষয় নয়। এটি এখন বাস্তব। বলতে গেলে এটি দুই বছর আগেই শুরু হয়েছে। ইউরোপ এখন যুদ্ধপূর্ব যুগে অবস্থান করছে। তবে আসন্ন এই হুমকি মোকাবিলার জন্য আমাদের আরও দীর্ঘ পথ যেতে হবে। এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যেকোনো কিছু ঘটতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন পরিস্থিতির মুখোমুখি আর হয়নি।

পোলিশ প্রধানমন্ত্রী বলেন, আমি জানি আমি যা বলছি তা ভয়ংকর শোনাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। কিন্তু আমাদের মানসিকভাবে নতুন যুগের আগমনে অভ্যস্ত হতে হবে। আর সেটা হলো যুদ্ধপূর্ব যুগ। আমি বাড়িয়ে বলছি না। এটা দিনকে দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। ইউরোপকে এখনো অনেক পথ যেতে হবে। এ জন্য প্রথম কাজ হচ্ছে ইউরোপের দেশগুলোকে ন্যাটোর বেঁধে দেওয়া প্রতিরক্ষা বাজেটের টার্গেট পূরণ করা। দেশের জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে।

ডোনাল্ড টাস্ক আরও বলেন, ইউক্রেনের জন্য যতটা সম্ভব যুদ্ধ সরঞ্জাম ও গোলাবারুদ কিনতে হবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর আমরা এখন সবচেয়ে সংকটময় মুহূর্তে বসবাস করছি। আগামী দুই বছর সবকিছু নির্ধারণ করে দেবে। আমরা যদি ইউক্রেনকে পর্যাপ্ত সরঞ্জাম ও গোলাবারুদ দিয়ে সহায়তা না করতে পারি, যদি যুদ্ধে ইউক্রেন হেরে যায়, ইউরোপের কেউ নিরাপদ বোধ করবে না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই পশ্চিমা মিত্র ও শীর্ষ সামরিক কর্মকর্তারা এই যুদ্ধ ইউরোপের অন্য দেশে ছড়িতে পারতে বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলে আসছেন, সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশে তিনি আক্রমণ করবেন না।


আরও খবর



ইসরায়েলের সাত শতাধিক এলাকায় বাজছে বিমান হামলার সাইরেন

প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করেছে ইরান। হামলার পর পর তেল আবিব ও পশ্চিম জেরুজালেমসহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ইসরায়েলের ৭২০টির বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। খবর আলজাজিরার।

শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে ইসরায়েলের দিকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে এই পাল্টা হামলা শুরু করেছে তেহরান।

ইরানের হামলার পরপর ইসরায়েলি ভূখণ্ডের ভেতর ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি হামলায় সাত বছর বয়সী একটি মেয়ে গুরুতর আহত হয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার বাইরেই ভূপাতিত করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইলসহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে। তবে ইরানের এই সমন্বিত আক্রমণে একটি ইসরায়েলি সামরিক স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান।

যুক্তরাষ্ট্রের তরফ থেকেও দাবি করা হয়, ইসরায়েলে হামলায় ব্যবহারের জন্য শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান। যে কোনো সময় এ অস্ত্র ব্যবহার করা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথা জানায় ইসরায়েল।


আরও খবর



সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি

প্রকাশিত:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে। এজন্য তিনদিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

শুক্রবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ সতর্কবার্তা জানিয়েছেন।

তিনি বলেন, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়, শনিবার (২০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।


আরও খবর