
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানে পারিবারিক কলহে ছেলের লাঠির আঘাতে মা খুনের ঘটনায় ঘাতক ছেলেক গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (৭ মার্চ) দুপুরে কমলগঞ্জ থানাধীন আলীনগর চা বাগান এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে দেওন্তি নুনিয়া(৪৫), স্বামী- ইন্দ্রপ্রসাদ নুনিয়ার (নানকা) সাথে তার ছেলে সাধন নুনিয়ার(২৩)কথা কাটাকাটির একপর্যায়ে সাধন তার মায়ের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে তার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে দেওন্তি নুনিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই ঘাতক ছেলে সাধন নুনিয়া পালিয়ে যায়।
দেওন্তি নুনিয়া পরবর্তীতে পৌঁনে ৫ টার দিকে ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে মৃত দেওন্তি নুনিয়ার দ্বিতীয় স্বামী ইন্দ্রপ্রসাদ নুনিয়া থানায় মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হারুন-অর-রশীদ-চৌধুরী উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কৌশলী অভিযান পরিচালনা করে বুধবার দিবাগত রাত পৌনে তিনটায় ঘাতক সাধন নুনিয়াকে আলীনগর চা বাগান থেকে গ্রেফতার করেন।
এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা হারুন-অর-রশীদ জানান, মাকে হত্যার বিষয়ে ছেলে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী প্রদান করেছে। ঘাতক ছেলেক কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে।