আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে লুট, পথচারী নিহত

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুর প্রতিনিধি

Image

লক্ষ্মীপুর শহরে একের পর এক মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি জুয়েলারি দোকানে হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় শহরের ইটের পুল এলাকায় দুর্বত্তদের ব্যবহৃত পিকআপ ভ্যান চাপায় জবিউল্যাহ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (০৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজ রোড এলাকার আর কে শিল্পালয় নামে এক জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। হামলায় ওই জুয়েলারি দোকানের মালিক অপু কর্মকার গুরুতর ও তার ছেলে অমি কর্মকার আহত হয়েছেন। এছাড়াও একটি বাড়ির সামনে হামলাকারীরা কয়েকটি অবিস্ফোরিত ককটেল ফেলে রেখে যায় বলেও জানা গেছে।

নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত অপু কর্মকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত অমি কর্মকারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন<< ফরিদপুরে রাজমিস্ত্রী মেহেদী হত্যার মূলহোতাসহ গ্রেপ্তার ৫

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ একটি পিকআপ ভ্যান যোগে মুখোশধারী ৭/৮ জন দুর্বৃত্ত একের পর এক কমপক্ষে ৩০ থেকে ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আর কে জুয়েলারি দোকানে ঢুকে পড়ে ৪/৫ জন মুখোশধারী। তারা এলোপাতাড়ি দোকান মালিককে কুপিয়ে ও তার ছেলেকে মারধর করে স্বর্ণালংকার বস্তায় ভরে লুটে নিয়ে যায়। এসময় আশেপাশের কেউ এগিয়ে আসেনি। পরে দোকানদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

বিস্ফোরণ যে স্থানে ঘটানো হয় তার কিছুটা অদূরে একটি বাড়ির সামনে কয়েকটি ককটেল ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষন পরই পৌর এলাকার ইটেরপুল নামক স্থানে একটি পিকআপ ভ্যানে করে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এ ঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলসহ পুরো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সোহেল রানা জানান, দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় হামলাকারীদের ব্যবহৃত পিকআপ ভ্যান চাপায় এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। তবে কি পরিমান স্বর্ণালংকার লুট হয়েছে তা জানাতে পারেনি কেউ।


আরও খবর



এডিসি হারুনকাণ্ড : তদন্ত কমিটি সময় পেল আরও ৫ দিন

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

এডিসি হারুনকাণ্ডে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে ৫ কার্যদিবস অতিরিক্ত সময় পেয়েছে। গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তদন্ত কমিটি সময় বাড়ানোর আবেদন করেছিল। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপি কমিশনার সময় বাড়ানোর অনুমতি দিয়েছেন।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকে সময় বাড়ানোর আবেদন অনুমোদন দেয়া হয়েছে। তদন্ত শেষ করে রিপোর্ট দিতে অতিরিক্ত ৫ দিন সময় দেয়া হয়েছে।

এদিকে এডিসি সানজিদাকে রংপুর বদলি করার খবরের সত্যতা নেই বলে জানিয়েছেন ফারুক হোসেন। তিনি বলেন, আজ পর্যন্ত এমন কোনো অর্ডার হয়নি। এডিসির বদলি বিষয়ে কোনো আদেশের কপি পাই নাই।

নিউজ ট্যাগ: এডিসি হারুন

আরও খবর



৪৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

উলিপুরে জোড়াতালি দিয়ে চলছে উপজেলা শিক্ষা অফিস

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

Image

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৬৮টি। এগুলোর মধ্যে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারিসহ শুন্য রয়েছে অর্ধেকেরও বেশি পদ। দাপ্তরিক কাজ গতিশীল হচ্ছে না লোকবলের অভাবে। যার প্রভাব পড়ছে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে। দ্রুতই এসব সমস্যার সমাধান করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী সচেতন মহলের।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা অফিসে সহকারি শিক্ষা অফিসারের পদ ৯টি হলেও আছেন মাত্র ৪জন সহকারি শিক্ষা অফিসার ফলে একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোতে তদারকীর অভাব প্রকট হয়ে উঠেছে। রাজস্ব খাতের কোনো অফিস সহায়ক না থাকলেও আউট সোর্সিংয়ের মাধ্যমে আছেন একজন অফিস সহায়ক। দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে উচ্চমান সহকারী পদ। একজনকে নিজ দাপ্তরিক কাজের পাশাপাশি করতে হচ্ছে শুন্য পদের দাপ্তরিক কাজ। এভাবেই জোড়াতালি দিয়েই চলছে উপজেলা শিক্ষা অফিস। এদিকে উপজেলার প্রায় সব ইউনিয়নেই প্রধান শিক্ষক বিহীন ৪৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে নব জাতীয়করণ কৃত বিদ্যালয়ের সংখ্যাই বেশি। ওই বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা উচ্চ আদালতে চলমান। অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য থাকলেও সহকারি শিক্ষকই চালাচ্ছেন ওই পদ।

এদিকে জাতীয়করণ কৃত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক পদ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় ওই বিদ্যালয় গুলোতে ঝুলে আছে প্রধান শিক্ষকের পদায়ন। প্রধান শিক্ষক না থাকায় পাঠদান সহ দাপ্তরিক কাজগুলো সহকারী শিক্ষকদেরকেই ভাগাভাগি করে সারতে হচ্ছে। তাতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিরুপ প্রভাব পড়ছে। আর শিক্ষা বিমুখ হচ্ছে শিশু শিক্ষার্থীরা।

উলিপুর পৌর সভার জাতীয়করণ কৃত নুরপুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, আমাদের যোগ্যতা থাকার পরও প্রধান শিক্ষক হিসেবে পদায়ন না করায় আমরা উচ্চ আদালতের দারস্থ হয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন বলেন, ইতোপুর্বে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে জানানো হয়েছে দ্রুতই এসব সমস্যার সমাধান হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার এর সাথে কথা বলার চেষ্টা করে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।


আরও খবর



প্রিয় অভিনেতার দেখা পেতে ৪ বছর ধরে উপহার তৈরি করছেন ভক্ত

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
মোঃ রাসেল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া

Image

ব্রাহ্মণবাড়িয়ার ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া। তিনি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার আবদুর সাত্তার মিয়ার ছেলে। খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের অন্ধ ভক্ত তিনি। প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা থেকে ডিপজলের জন্য ২৫ লাখ টাকা ব্যয়ে ৩ বছর ৮ মাসে নিজ হাতে তৈরি করেছেন রাজকীয় খাট। ইচ্ছা একটাই, খাটের উছিলায় যেন ডিপজলের সাথে তার দেখা হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, উৎসুক মানুষ খাটটি দেখতে ভিড় জমাচ্ছেন তার দোকানে। খাটটির দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট এবং প্রসস্থ সাড়ে ৬ ফুট। খাটটি তৈরি করতে আসল আকাশি কাঠ ব্যবহার করা হয়েছে। এছাড়া নকশায় ব্যবহার করতে হয়েছে ৩৮৭টি গোলাপ ফুলের ডিজাইন ও বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার হয় ৮০টি নাট। এ খাট দেখতে প্রতিদিনই অসংখ্য উৎসুক মানুষ আসছেন দুলালের খাটি দেখার জন্য। দুলালের ইচ্ছে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এ খাট উপহার হিসেবে গ্রহণ করবেন।

স্থানীয় বাসিন্দা মো. জয়নাল বলেন, দুলাল আমাদের এলাকার ছোট ভাই। অভিনেতা ডিপজলকে মামা বলে ডাকেন। তার প্রতিটি সিনেমা দুলাল দেখেছেন। ডিপজলের কোনো পোস্টার পেলেই দোকানে এনে লাগাতেন। ডিপজলের প্রতি ভালবাসা থেকেই এ খাট তৈরি করেছে। দুলালের এ খাটটি ডিপজল গ্রহণ করলে তার স্বপ্ন বাস্তবায়ন হবে।

পাপন নামের আরেক যুবক বলেন, যে কোনো জায়গায় ডিপজলের সিনেমার খবর পেলেই সেখানে চলে যেতেন। সে ডিপজলের অন্ধ ভক্ত। কারও সাথে কথা বললেও ডিপজলের শুধু প্রশংসাই করেন। আর এ খাটটি তৈরির সময় অনেকটা গোপনেই করেছে, কাউকে সামনে যেতে দেয়নি। বিষয়টি নিয়ে সবার কৌতূহল ছিল।

দুলালের বড় ভাই মোহাম্মদ হুমায়ুন বলেন, আমার ছোট ভাই দীর্ঘ তিন বছর ৮ মাসে এ খাট ডিপজলের জন্যে তৈরি করেছেন। খাটটি অনেক শখ করে বানিয়েছে। এ খাটের উছিলায় যেন ডিপজলের সাথে দুলালের দেখা হয় এবং এ খাটটি যেন তিনি উপহার হিসেবে গ্রহণ করেন।

এ বিষয়ে ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া জানান, ২০০৮ সালে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত দাদীমা সিনেমা দেখার মাধ্যমে অভিনেতার প্রতি ভালোবাসা জাগে। এরপর থেকেই নিয়মিত ডিপজলের সিনেমা দেখা শুরু করেন তিনি। এক সময় নিজের অজান্তেই ডিপজলের একজন অন্ধ ভক্ত হয়ে যান দুলাল। এমনকি ভালোবেসে তিনি ডিপজলকে মামা নামে ডাকেন।

তিনি বলেন, ডিপজল মামার প্রতি ভালোবাসার কারণে উনাকে নিজের হাতে বানিয়ে ভিন্ন কিছু উপহার দেওয়ার ইচ্ছে হয়। তাই ধীরে ধীরে দীর্ঘ ৩ বছর ৮ মাসে তাজমহলের ডিজাইনে খাট তৈরি করেছি। যদি ডিপজল মামা এই আমার বানানো ক্ষুদ্র উপহারটি গ্রহণ করে এবং ওনার সাথে দেখা করা সুযোগ করে দেয় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে।


আরও খবর



ঝালকাঠিতে আলোচনা সভা ও কেক কেটে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি

Image

ঝালকাঠিতে  আলোচনা সভা ও কেক কেটে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার কার্যালয়ে পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুবেল খানের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আনোয়ার সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার উপদেষ্টা মোঃ জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

এসময় বক্তব্য রাখেন দৈনিক জনতা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও‌ সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, এশিয়া টেলিভিশন চ্যানেলের কাঠালিয়া প্রতিনিধি ও সংস্থার সদস্য মোঃ আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'সাংবাদিক ও পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও মাঠে ময়দানে সক্রিয় থাকে এবং ঝুঁকি নিয়ে কাজ করে। এ পেশাটি অত্যন্ত  ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। একমাত্র পুলিশ এবং সাংবাদিক বেশি ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে অবহেলা থাকলে সুনাম অর্জন করা যায় না। বর্তমানে সাংবাদিকদের অবমূল্যায়ন লক্ষ্য করা যায়। তাদের মূল্যবোধ ধরে রাখতে হলে হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। তিনি সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।'

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডিয়া ফ্রম এর সভাপতি মনির হোসেন, সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদ, গণকণ্ঠের ঝালকাঠি প্রতিনিধি নুরুজ্জামান, সাংবাদিক মাহবুবুর রহমান, জাহাঙ্গীর ফরাজী, সমাজসেবক খোকন গাজী, শহীদ খান প্রমূখ।


আরও খবর



নতুন কোচে জয়ে ফিরল জার্মানি

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

টানা তিন ম্যাচ হারের তিক্ত স্বাদ পাওয়ায় কোচ হ্যান্সি ফ্লিককে বরখাস্ত করেছিল জার্মানি। তার স্থলাভিষিক্ত হন অন্তর্বর্তীকালীন রুডি ফোলার। নতুন কোচ দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই জয়ের ফিরল জার্মানি। কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফোলারের শিষ্যরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নিজেদের মাঠ সিগনাল উদুনা পার্কে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে আরেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। স্বাগতিকদের হয়ে গোল করেন দুই বায়ার্ন মিউনিখ তারকা টমাস মুলার ও লেরয় সানে। ফরাসিদের পক্ষে ব্যবধান কমান আঁতোয়ান গ্রিজমান।

গত মার্চে পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল জার্মানি। এরপর বেলজিয়াম, পোল্যান্ড, কলম্বিয়া এবং সবশেষ গত শনিবার জাপানের বিপক্ষে ৪-১ গোলে হেরে যায় ২০২৪ সালের ইউরোর আয়োজকরা। যা ছিল দলটির টানা তিন হার। এর মাঝে ইউক্রেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল জার্মানি। দলের এমন নাজুক পারফারম্যান্সের কারণে ফ্লিককে কোচের পদ থেকে বরখাস্ত করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্ট্রাইকার রুডি ফোলারকে মুলার-গুন্দোয়ানদের দায়িত্ব দয়ে জার্মানি।

জার্মানির দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ফোলারের পরীক্ষা ছিল কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। অবশ্য এ পরীক্ষায় দারুণ ভাবে উতড়িয়ে গেছেন মুলারদের অন্তর্বর্তীকালীন কোচ। ফরাসিদের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে তার শিষ্যরা। ম্যাচের ৪ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন মুলার। প্রথমার্ধের বাকি সময়েও দাপটের সঙ্গে ফরাসি ডিফেন্সলাইনে আক্রমণ চালায় জার্মানি। দ্বিতীয়ার্ধের প্রায় শেষ সময়ে ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন তারকা লেরয় সানে। ২-০ তে পিছিয়ে পড়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান ফ্রান্সের অধিনায়ক গ্রিজমান। আর এই জয়ের মাধ্যমে নতুন কোচের অধীনে

২০২৪ ইউরোর আয়োজক হওয়ায় ইউরো বাছাই পর্ব খেলতে হচ্ছে না জার্মানির। তাই প্রীতি ম্যাচ খেলতে ব্যাস্ত চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৪ অক্টোবর উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও ১৮ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে খেলবে ফোলারের শিষ্যরা।

নিউজ ট্যাগ: জার্মানি

আরও খবর