আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৩ ডিসেম্বর ২০২২ | ৪২৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

কিশোরগঞ্জে নালার পানিতে ডুবে অর্ক (৪) ও সিয়াম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নে গাগলাইল গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সিয়াম সদর উপজেলা দানাপাটলী ইউনিয়নে গাগলাইন গ্রামের মাসুদ মিয়ার ছেলে এবং শিশু অর্ক জেলার করিমগঞ্জ উপজেলার ন্যামতপুরেট মাহফুজ মিয়া ছেলে।

দানাপাটুলি ইউনিয়নে পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন দুলাল জানান, গত তিন মাস পূর্বে শিশু অর্কের মা জুয়েনা বেগম মারা যায়। এরপর থেকে তার দুই ছেলে মাশরুম (৫) ও অর্ক (৪) তাদের নানার বাড়ি গাগলাইল গ্রামে চলে আসে। এখানে থেকে তারা লেখাপড়া শুরু করে। আর সেই সূত্রে শিশু মাশরুম ও অর্ক তার মামাতো ভাই সিয়ামের সঙ্গে খেলাধুলা করতো।

বৃহস্পতিবার বিকেলে বাড়ির সবার অগোচরে এ তিন শিশু খেলতে বের হয়ে যায়। খেলতে খেলতে একসময় বাড়ির দক্ষিণ দিকে জয়নালের নতুন বাড়ির নালায় পড়ে যায় অর্ক ও সিয়াম। এ ঘটনা দেখে অর্কের বড় ভাই মাশরুম দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে সিয়ামকে পানিতে ভাসমান অবস্থায় ও পানির নিচ থেকে অর্কের নিথর দেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।


আরও খবর