আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

খলিস্তানি হামলার পাল্টা শান্তি মিছিল আমেরিকায়

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

কয়েক দিন আগেই সেখানে তাণ্ডব চালিয়েছিল খলিস্তানপন্থীরা। এ বার আমেরিকার সান ফ্রান্সিসকো-র সেই ভারতীয় কনসুলেটের সামনে ভারতের সমর্থনে শান্তি মিছিলে হাঁটলেন বিপুল সংখ্যক ইন্দো-আমেরিকান।

গত রবিবার খলিস্তানপন্থীরা সান ফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেটে হামলা চালানোর পাশাপাশি খলিস্তানের সমর্থনে স্লোগান দেয়। পুলিশি নিরাপত্তা ভেদ করে কনসুলেট চত্বরে খলিস্তানি পতাকা লাগিয়ে দিয়েছিল। যদিও দ্রুত সেই পতাকা খুলে ফেলেন কনসুলেটের দুই কর্মী।

সেই ঘটনারই পাল্টা শুক্রবার শান্তি মিছিলের আয়োজন করে ইন্দো-আমেরিকান গোষ্ঠীর একটা বড় অংশ। বিপুল জমায়েতে কারও হাতে ছিল ভারতের পতাকা, কেউ নিয়েছিলেন আমেরিকার পতাকা। বিপুল মানুষের আওয়াজে কার্যত উৎসবের রূপ নেয় গোটা চত্বর। খলিস্তানি হামলার কড়া নিন্দাও জানানো হয়। উপস্থিত ছিলেন কিছু খলিস্তানি সমর্থকও। 


আরও খবর