আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

কালিয়াকৈরে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা আজ

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ

Image

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলাকে ভূমিহীনও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে আজ। বুধবার (২২ মার্চ) সকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিস তথ্যে জানা যায়, তিনটি ধাপে গাজীপুরের কালিয়াকৈরে ৪৪০টি ঘর নির্মাণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় ৩৮০টি ঘর ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দেওয়া হয়েছে। বাকি ৬০টি ঘর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিবেন।

এদিকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরি করা ঘরগুলো তদারকি করছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরি করা ঘরগুলো বিতরণ করা হয়েছে।


আরও খবর