
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে শৈলকুপা উপজেলার চাঁদপুর ও হরিণাকুণ্ডু উপজেলার মথুরাপুর
নামক স্থানে ঘটনা দুটি ঘটে।
নিহত জামাল মাহবুব (৪০) যশোর জেলার পুলের
হাট এলাকার তাপসী ডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং নিহত বাপ্পী শেখ (২২) ঝিনাইদহের
হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, জামালপুর জেলা থেকে জমি
চাষ করা ট্রাক্টর কিনে ট্রাকে করে যশোরে যাচ্ছিলেন জামাল মাহবুব। পথে ঝিনাইদহের শৈলকুপার
দুধসর নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ
হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জামাল মাহবুব। সে সময় আহত হন তাঁর সঙ্গে থাকা অপর একজন।
অন্যদিকে সকালে বাড়ি থেকে নছিমনযোগে পার্শ্ববর্তী
একটি ইটের ভাটায় যাচ্ছিলেন বাপ্পী শেখ। পথে মথুরাপুর নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে
গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে
নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের
চিকিৎসক ডা. নাছির উদ্দিন জানান, জামাল ও বাপ্পী হাসপাতালে আসার আগেই মারা গেছেন। সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘এমন একটি ঘটনা
শুনেছি।’